Ads

প্রতিভার অন্মেষণ, এবং এই ভাবেই বেঁচে থাকুক আমাদের মধ্যে মানবতা। @মিঃ মধু


প্রতিভার অন্মেষণ, এবং এই ভাবেই বেঁচে থাকুক আমাদের মধ্যে মানবতা। @মিঃ মধু

এই ভাবেই বেঁচে থাকুক আমাদের মধ্যে মানবতা।

এক গলির রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি,
ইলেকট্রিক পোষ্টের সাথে একটি কাগজ ঝুলছে।
উৎসাহ নিয়ে সামনে এগিয়ে দেখি কাগজের গায়ে লেখা,

''আমার ৫০ টাকার একটা নোট এখানে হারিয়ে গেছে। আপনারা যদি কেউ খুঁজে পান তবে আমাকে সেটি পৌছে দিলে বাধিত হব, আমি বয়স্ক মহিলা চোখে খুব কম দেখি"।
তারপরে নিচে একটি ঠিকানা।

আমি এরপর খুঁজে খুঁজে ঐ ঠিকানায় গেলাম। হাঁটা পথে মিনিট পাঁচেক। 
গিয়ে দেখি একটি জরাজীর্ণ বাড়ির উঠোনে এক বয়স্ক বিধবা মহিলা বসে আছেন।

আমার পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করলেন "কে এসেছ?"

আমি বললাম, "মা, আমি রাস্তায় আপনার ৫০ টাকা খুঁজে পেয়েছি আর তাই সেটা ফেরত দিতে এসেছি।"

এটা শুনে মহিলা ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন, ' বাবা, এই পর্যন্ত অন্তত ৩০-৪০ জন আমার কাছে এসেছে এবং ৫০ টাকা করে দিয়ে বলেছে যে তারা এটি রাস্তায় খুঁজে পেয়েছে। বাবা, আমি কোন টাকা হারাই নাই, ঐ লেখাগুলোও লিখিনি। আমি খুব একটা পড়ালেখা জানিও না।

আমি বললাম, সে যাইহোক সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। আমার কথা শোনার পর টাকাটা নিয়ে বললেন 'বাবা আমি খুব গরীব কি যে তোমায় খেতে দি! একটু বসো। একটু পানি অন্তত খাও' 
বলে ঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলেন।

ফেরার সময় তিনি বললেন, "'বাবা, একটা অনুরোধ তুমি যাওয়ার সময় ঐ কাগজটা ছিঁড়ে ফেলো -
সত্যি আমি লিখিনি।"

আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ ঐ কাগজটি ছেড়েনি!

আর ভাবছিলাম ঐ মানুষটির কথা যিনি ঐ নোটটি লিখেছেন। ঐ সহায়সম্বলহীন বয়স্ক মানুষটাকে সাহায্য করার জন্য এত সুন্দর উপায় বের করার জন্য তাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম।

হঠাৎ ভাবনায় ছেদ পড়লো একজনের কথায়। তিনি এসে বললেন, 'ভাই, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন, আমি একটি ৫০ টাকার নোট পেয়েছি , এটা ওনাকে ফেরত দিতে চাই।'

ঠিকানাটা দেখিয়ে দিয়ে হঠাৎ করে দেখি চোখে জল চলে আসল, আর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, দুনিয়া থেকে মানবতা শেষ হয়ে যায়নি!

এই ভাবেই বেঁচে থাকুক আমাদের মধ্যে মানবতা।

আরও পড়ুন 👇👇

চিরিদিন মনে গেঁথে থাকার মতো কিছু ষ্ট্যাটাস- পর্বঃ-০১
চিরিদিন মনে গেঁথে থাকার মতো কিছু ষ্ট্যাটাস- পর্বঃ-০২
চিরিদিন মনে গেঁথে থাকার মতো কিছু ষ্ট্যাটাস- পর্বঃ-০৩
চিরিদিন মনে গেঁথে থাকার মতো কিছু ষ্ট্যাটাস- পর্বঃ-০৪

 প্রতিভার অন্মেষণ 

 একটু সূক্ষ্মভাবে  লক্ষ্য করলে দেখা যাবে,,,,,

প্রত্যেক মানুষের ভিতরে কোনো না কোনো ক্ষমতা বা প্রতিভা থাকেই, থাকতেই হয়। 

ব্যাক্তি বিশেষে একের অধিকও থাকে,,,।

তাহলে দেখা যাক, মানুষ আদতে কে কি পারে।

~কোনো মানুষ চমৎকার করে গান গাইতে পারে। 

কোনো প্রকার হাতেখড়ি ছাড়াই অবিকল সুরে গান করার ক্ষমতাও কারো থাকে।

~কেউ অসাধারণ ছবি আঁকে। কল্পনাকে চোখের সামনে দক্ষ হাতের তুলিতে তুলে আনে।

~কেউ কেউ অভূতপূর্ব মুগ্ধ ভঙ্গিমায় লিখতে পারে। 

~অদ্ভূত রকমের হৃদয়গ্রাহী ভাবনা ভাবতে পারে কেউ, অন্যকে ভাবনার বাতাসে ভাসাতে পারে, 

ঘোরের জলে ডোবাতে পারে। 

~প্রচন্ড অনুভূতি প্রবণ হয়ে বিরাজ করে কেউ আবার। তাদের অনুভূতি কিছু হৃদয়ে ভাংচূর চালায়।

~কেউ থাকে যে নিজে খুব হাসতে পারে, অন্যকেও হাসাতে পারে। 

তুচ্ছ যে কিছুর মধ্যে থেকেও হাসির উপরন বের করে আনে এরা। 

আরও পড়ুন 👇👇

১) কি আছে একজন নারীর শরীরে ?
২) কীভাবে নিজেকে পরিবর্তন করা যায়?
৩) বউ যখন অবাধ্য হবে তখন কী করা উচিত?
৪) হিন্দুরা যদি পর্দা করতো, তাহলে কী হতো?
৫) পৃথিবীতে সবচাইতে সত্য কথা কোনগুলো ?

~ কাঁদতে ভিষণ দক্ষ, এমন মানুষও ভূরি ভূরি। অবশ্য সেটা অপ্রকাশ্যেই বেশী ঘটে। 

মনের আশ মিটিয়ে কাঁদতে পারাও কিন্তু কম কথা নয়। বরং বেশ ভালো একটা প্রতিভা।  

~আবার, কাঁদাতে পারার প্রতিভা! নিয়ে ঘুরে বেড়ানোর মানুষর সংখ্যাও নেহায়েত কম নয়। 

এর জন্যও মেধা খাটাতে হয়! চাইলেই কাউকে কাঁদানো যায় না।  

~কেউ আছে অর্থহীন উপলক্ষ দিয়ে কল্পনার ভেলায় উড়াতে পারে, 

অষ্পর্শী কোন জগতকে চোখের সামনে এনে, ভালোবাসায় মাখিয়ে 

সেই জগতে হারিয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমতা থাকে তাদের। 

~চলমান জীবনে অপ্রীতিকর যে কোন পরিস্থিতি উপস্থিত বুদ্ধি দিয়ে সামলে নেওয়ার মানুষও অহরহ।  

~নিরবে নিশীথে অভিনয়ের মায়াজালে বেঁধে রাখার বিরল প্রতিভা থাকা মানুষও একেবারে কম নয়।

~কেউ কেউ এমন হয় যে, সম্পূর্ণ অকারনেই মানুষের কাছে অতি প্রিয় হয়ে উঠে। 

বেশীরভাগ ক্ষেত্রেই এরা অসংখ নির্ভেজাল কলিজার খুব কাছে নিঃশ্বাস ফেলে।

~ক্রু আবস্র কোনো কারন ছাড়াই কাউকে ভালোবেসে ফেলে! এরা ভালোবাসতে ভিষণ পটু হয়। 

(ভালোবাসতে আসলে সবাই পারে না! মুখে ভালোবাসি বলে, কিন্তু ভালোবাসা আসলে কি সেটাই জানে না।) 

~আর কিছুই না পারুক, অঢেল অর্থ উপার্জন করার কৌশল ক্ষমতা বাকি মানুষের থাকে।

......কিন্তু এইসব প্রতিভা নিয়ে দীর্ঘ গবেষণা করে দেখা গেছে, এসবের একটিও আমার মধ্যে নেই!!

কি আশ্চর্য কথা তাইনা?? 

হ্যাঁ আশ্চর্য তো বটেই।

তো তার মানে হলো, আমার মধ্যে আসলে কোন প্রতিভাই নেই!

অতঃপর অনেক ভেবে এই সিদ্ধান্তে পৌছুলাম যে--

"আমার কোনো প্রতিভা নেই" এটাই হলো আমার প্রতিভা।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)




No comments

Powered by Blogger.