কীভাবে নিজেকে পরিবর্তন করা যায়? @মিঃ মধু
কীভাবে নিজেকে পরিবর্তন করা যায়?
লেখাটা পড়ার আগে খাতা কলম নিয়ে বসুন,,তারপর,,, প্রথমত ঠান্ডা মাথায় চিন্তা করুন,,
আপনার মাঝে কি কি পরিবর্তন করতে হবে
আপনার মাঝে কোন ধরণের বাজে অভ্যাস আছে.
সেগুলোর একটি তালিকা তৈরি করে ফেলুন।
তাঁরপর আপনার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলুন।
ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চান তা লিখে ফেলুন
এরপর আপনার লক্ষ্য অর্জনের জন্য কি কি করতে হবে তা লিখুন।
আগমাী ৬ মাস আপনি কি কি করতে যাচ্ছেন,
সবশেষে একটা রোড ম্যাপ তৈরি করে ফেলুন।
এবার আপনার রোড ম্যাপ তৈরি হয়ে গিয়েছে,
এখন আপনি জানেন আপনাকে কিভাবে আগাতে হবে।
আরও পড়ুন 👇👇
আপনার ২৪ ঘণ্টা কখন কিভাবে কাজে লাগাবেন তাঁর একটি রুটিন তৈরি করে ফেলুন।
এবং ঘুমের জন্য রুটিনে একটি পারফেক্ট সময় নির্ধারন করে ফেলুন।
১) বিয়ে করার সঠিক বয়স কত?প্রতিদিনের কাজ গুলোকে আলাদা আলাদা সময়ে ভাগ করে নিন,
২) কি আছে একজন নারীর শরীরে ?
৩) শিক্ষিত বলতে আপনি কী বোঝেন
৪) মেয়েদের মনস্তাত্ত্বিক কৌশলগুলো কী কী?
৫) কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?
আপনার ২৪ ঘণ্টা কখন কিভাবে কাজে লাগাবেন তাঁর একটি রুটিন তৈরি করে ফেলুন।
এবং ঘুমের জন্য রুটিনে একটি পারফেক্ট সময় নির্ধারন করে ফেলুন।
খেয়াল রাখবেন ঘুমের টাইম-টেবিল যেন প্রতিদিন একই সময়ে হয়।
এখন আপনার রোড ম্যাপ তৈরি পাশাপাশি আপনি সারাদিন কিভাবে কাজে করবেন,
তাঁরও একটি রুটিন তৈরি হয়ে গিয়েছে।
এবার আপনাকে শুধু আপনার রোড ম্যাপ এবং রুটিন অনুযায়ী চলতে হবে।
এবার আপনাকে শুধু আপনার রোড ম্যাপ এবং রুটিন অনুযায়ী চলতে হবে।
★ কোন দিকে না দেখে জাস্ট এভাবে শুরু করুন,ছয়মাস পর দেখবেন আপনি আর আপনি নেই।চিনতেই পারবেন না নিজেকে।
দেটস মাই গ্রান্টি।
বাড়তি একটা ফ্যাক্ট বলি,
আপনি এই লেখাটা পড়ার সময় খাতা-কলম নিয়ে বসেন নাই!
ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)
No comments