Ads

শিক্ষিত বলতে আপনি কী বোঝেন? @মিঃ মধু

শিক্ষিত বলতে আপনি কী বোঝেন?

শিক্ষিত বলতে আপনি কী বোঝেন @মিঃ মধু

শিক্ষিত মানে এই নয় যে, আপনি তথ্যে পূর্ণ একটি হার্ডডিস্ক।
আপনার অনেক লেখাপড়া আর গাদাগাদা সার্টিফিকেট।

শিক্ষিত মানে, আপনার আচার-আচরণ পরিশীলিত।
আপনি মানবিক ও মূল্যবোধসম্পন্ন একজন মানুষ।
আপনি দয়ালু এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর।
আপনি যুক্তি ও মুক্তচিন্তার অধিকারী। আপনি নিরহংকারী,
এবং আপনি ভালোবাসতে ও সম্মান করতে জানেন।

আবার আপনি শিক্ষিত হলেন মানে এ-ও নয় যে,
আপনি অন্যদের চেয়ে সম্মানী হয়ে গেলেন। বড় হয়ে গেলেন।
আসলে আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হওয়ার কারণে।
আপনি বিনয়ী হয়ে যাবেন। কারণ, আপনি বুঝতে শিখবেন যে,
এই মহাবিশ্ব তার নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ঘুরছে।

সেই উদ্দেশ্য পূরণে আমরা সবাই গুরুত্বপূর্ণ।
আমাদের জীবন খুবই ছোট।
আর আমরা নিশ্চয় ভঙ্গুর, দুর্বল ও অসহায়।

আপনি শিক্ষিত হলেন, মানে আপনি নিশ্চয় বুঝতে শিখলেন যে,
ছোট এই জীবন তখনই আনন্দময় ও অর্থপূর্ণ হয়ে ওঠে,
যখন আমরা একে অপরকে ভালোবাসি, সম্মান করি,
এবং একে অপরের পাশে থাকি।

তাই যে বিদ্যা আপনাকে অহংকারী করে দেয় সে বিদ্যা পরিত্যাজ্য।
সেই বিদ্যা আপনি যত বেশি অর্জন করবেন,
আসলে তত বেশি নিচেই নামতে থাকবেন।


আরও পড়ুন 👇👇

১) স্বামীকে খুশি রাখার ও শুধু নিজের করে রাখার কার্যকারী টিপসঃ
২) নারীর মন বোঝার একশত একটি উপায়
৩) বিবাহিত জীবনে বারংবার স্ত্রীর প্রেমে পড়ার উপায় কী?
৪) চিন্তাভাবনা বদলান সমাজ বদলাবে। আপনার চিরায়ত চেতনা'ই বদলে যাবে।


 

No comments

Powered by Blogger.