প্রিয় কাল্পনিক ইচ্ছেগুলো এবং একটি শিক্ষনীয় মোটিভেশান @মিঃ মধু
প্রিয় কাল্পনিক ইচ্ছেগুলো।
ইচ্ছে ছিলো পৃথিবীটা ঘুরে দেখা হলেই ক্লান্ত হয়ে কোনো এক,আমাদের কুড়েঘরের সাথে একটা মাটির দাওয়া থাকবে, তার এক কোণে থাকবে একটা ঝাকড়া সন্ধ্যামলতি গাছ। সন্ধ্যা হলেই ফুলে ফুলে ভরে যাবে।
যে ফুলে কোনো সুবাস থাকবে না তবু দেখে দেখে আমাদের নয়ন জুড়াবে।
ঘরের পেছনটায় থাকবে ইউক্যালিপ্টাস আর মেহগনি কাঠের গাছ। ঝিরি ঝিরি বাতাসে সারাক্ষণ আমাদের টিনের চালে নিঃশব্দে চুপচাপ ঝরে যাবে সেইসব গাছের মরাপাতা।
উঠোনের কোণে থাকবে একটা পুঁইমাচান।
আর তার নিচে বাঁধা থাকবে একটা লালগরু,
তার কাছে শুয়ে শুয়ে অলস সময় কাটাবে ধবধবে একটা বকনা বাছুর!
ব্রাউন কালারের দুটো ছাগলছানা থাকবে আমাদের।
যারা উঠোনময় তিড়িং বিড়িং নেচে নেচে, আমাদের গা ঘেষে দাঁড়াবে।
তুমি এসব দেখে দেখে বিরক্তে কপাল কুচকে বলবে, এই চলো না আমরা শহর চলে যাই!
আমি তোমাকে মাটি চেনাবো মানুষ চেনাবো,
কি করে শক্ত হৃদয়কে নরম করতে হয় উত্তাল নদী থেকে তা শেখাবো,
আমি অবুঝের মতো ভালোবেসে ভরিয়ে দেব তোমার হৃদয়।
যেদিন আকাশে মস্ত চাঁদ উঠবে সেদিন আমরা দাওয়ায় মাদুর বিছিয়ে জোছনার আলো পোহাবো।
আমরা সকল না পাওয়ার দুঃখ ভুলে যাবো,
নদীর ঢেউয়ের শব্দে তলিয়ে যাবে আমাদের যত দীর্ঘশ্বাস!
যাবে কি বন্ধু একবার, আমার হাতটি ধরে হতে নিরুদ্দেশ!
চিরিদিন মনে গেঁথে থাকার মতো কিছু ষ্ট্যাটাস- পর্বঃ-০১
চিরিদিন মনে গেঁথে থাকার মতো কিছু ষ্ট্যাটাস- পর্বঃ-০২
চিরিদিন মনে গেঁথে থাকার মতো কিছু ষ্ট্যাটাস- পর্বঃ-০৩
চিরিদিন মনে গেঁথে থাকার মতো কিছু ষ্ট্যাটাস- পর্বঃ-০৪
প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ
১) স্বামীকে খুশি রাখার ও শুধু নিজের করে রাখার কার্যকারী টিপসঃ
২) নারীর মন বোঝার একশত একটি উপায়
৩) বিবাহিত জীবনে বারংবার স্ত্রীর প্রেমে পড়ার উপায় কী?
৪) চিন্তাভাবনা বদলান সমাজ বদলাবে। আপনার চিরায়ত চেতনা'ই বদলে যাবে।
ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)
No comments