Ads

সমস্যর ইতিবৃত্ত @মিঃ মধু


সমস্যর ইতিবৃত্ত   @মিঃ মধু

সমস্যা ছড়িয়েছে জগৎ থেকে মহজগতে। 

সময়ের সাথে তাল রেখে "সমস্যা'রাও 

হাত-পা মেলে বেরিয়ে পড়েছে 

এখানে সেখানে নাগালের বাইরে।

হাসলে সমস্যা--ডাকলে সমস্যা, 

কাশলে সমস্যা--ভাবলে সমস্যা।  

পাশে এলে সমস্যা--দূরে গেলে সমস্যা।  

খেলে সমস্যা--না খেলেও সমস্যা। 

ভাবলে সমস্যা--ডুবলে মহা সমস্যা। 

মানবতায় সমস্যা--অমানবিকতায় গভীর সমস্যা। 

কথা বলায় সমস্যা--নিরাবতায় ভারী সমস্যা। 

প্রেম-বেদনা জীবন-দর্শন অনুভূতি-উপলব্ধি 

নিয়ে টুকরো ১১টি কাব্য । 

ভালোবাসলে সমস্যা--ভালো না বাসলে আরও সমস্যা।

ভালোবাসা চাইলে সমস্যা--

ভালোবাসা বিমুখ হলে মারাত্মক সমস্যা। 

অনলাইন হলে সমস্যা--না হলে আরেক সমস্যা। 

পোস্ট করলেও সমস্যা--না করলে নিজের সমস্যা। 

মেসেজ দিলে সমস্যা- না দিলে ইগোর সমস্যা। 

সমস্যা খুঁজলে সমস্যা--না খুঁজলে বিপরীত সমস্যা। 

চালাক হলে মানবতার সমস্যা--

গাধা হলে সোসাইটির সমস্যা।  

সমস্যা না থাকা'টা কারও কারও কাছে বিরাট সমস্যা।



ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)

No comments

Powered by Blogger.