জীবনে সফল হওয়ার ১৬টি সিক্রেট উপায় ২০২৩
জীবনে সফল হওয়ার ১৬টি সিক্রেট উপায় ২০২৩
জীবনে সফল হওয়ার উপায় গুলো এমনিতে অনেক সোজা এবং সাধারণ।
তবে, আমরা নিজের থেকেই কখনো সেই উপায় বা নিয়ম গুলোকে মেনে চলার কথা ভেবে দেখিনা।
নিচে আমি আপনাদের সফলতা অর্জনের দারুন কিছু উপায় অবশই বলে দিবো, কিন্তু আপনি কি সেগুলোকে মেনে চলবেন ?
- আর্টিকেল সম্পূর্ণ পড়ার আগেই নিজেকে এই প্রশ্ন একবার করে দেখুন।
একটি ভালো চাকরি, ব্যবসা, বড় ঘর বা গাড়ি, এগুলো পাওয়া মানেই কি জীবনে সফলতা পাওয়া ?
তবে আপনার জন্য এগুলো পাওয়া মানেই সফলতা পাওয়া হতে পারে।
কিন্তু এগুলো পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম এবং উপায় মেনে জীবনে এগিয়ে যেতে হবে।
যদি আপনি ভাবছেন যে কিভাবে জীবনে সফলতা অর্জন করা যায়, তাহলে কেবল ভাবলে কাজ হবেনা।
আপনাকে কিছু steps নিতে হবে এবং নিজের ওপরে বিশ্বাস রেখে কাজ করতে হবে।
- নিচে যে success tips গুলো বলবো সেগুলো মেনে চললে, জীবনে তাড়াতাড়ি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন।
কমে হলেও ১ মাস, জীবনে সফলতা অর্জনের Golden rules গুলো মেনে দেখুন। আপনি অবশই ১ মাসের মধ্যে কিছুটা হলেও নিজের জীবনে পরিবর্তন অনুভব করতে পারবেন।
চলুন নিচে কয়েকটি লাভজনক কাজের গোল্ডেন রুলগুলো জেনে নেই, যেগুলো ফলো করে অনেকেই সফল হতে পেরেছেন। মানে, প্রায় প্রচুর সফল ব্যক্তিরা এই নিয়ম গুলো ফলো করে সফলতার পথে এগিয়ে গিয়েছেন। তাই, আপনিও অবশই এই সফলতার উপায় অর্জন করার টিপস (success tips) গুলো ফলো করে নিজেকে একদিন সফল ব্যক্তি (successful person) হিসেবে দেখতে পারবেন।
১. উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারিত করুন
সফল ব্যক্তিরা সব থেকে আগেই নিজের জীবনের উদ্দেশ্য (goal) নির্ধারিত করে থাকেন।
তাই, আপনাকেও সর্বপ্রথমে নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারিত করতে হবে।
আপনি কি চান, কি পেলে নিজেকে সফল হিসেবে ভেবে নিতে পারবেন সেটা সুনিশ্চিত করুন।
জীবনে যেই কাজ করছেন বা করবেন বলে ভাবছেন সেটার জন্য সঠিন পরিকল্পনা (planning) অনেক জরুরি।
সঠিক পরিকল্পনার অবিহনে আপনি দিশাহীন ভাবে এগিয়ে যাবেন যেটা অনেকটাই খারাপ।
৩. একবারে যেকোনো একটি লক্ষ্য রাখুন
নতুন নতুন (goal) লক্ষ্য বানিয়ে সেগুলোর পেছনে একসাথে ভাগলে সফলতা পাওয়াটা কঠিক হয়ে পরে।
তাই, প্রথমে কেবল একটি মাত্র goal এর ওপরে কাজ করুন এবং যখন সেটাকে অর্জন করতে পারবেন তারপর আবার নতুন লক্ষ্য বানিয়ে নিতে হবে।
এভাবে আপনি আপনার প্রত্যেকটি লক্ষ্য এক এক করে অর্জন করতে পারবেন।
Focus হলো success পাওয়ার মূল মন্ত্র। তাই নিজের লক্ষ্যের প্রতি থাকা আপনার focus কখনোই কমতে দিবেননা।
যখন আপনার সম্পূর্ণ মন নিজের goal টিকে পাওয়ার মধ্যে থাকবে তখন অপ্রয়োজনীয় কাজে আপনার চঞ্চল মন সময় দিতে পারবেনা।
এভাবে, আপনার সম্পূর্ণ energy কেবল নিজের সফলতা পাওয়ার ওপরেই খরচ হবে।
যেকোনো কাজ অধিক পরিশ্রমের দ্বারা না করে সেটাকে স্মার্ট ভাবে কিভাবে করবেন সেটা ভাবতে হবে।
কেবল পরিশ্রম করলেই সফল হতে পারবেননা।
কম সময়ের মধ্যে কিভাবে অধিক quality work করতে পারবেন সেটা ভাবুন।
অনেকেই রয়েছেন যারা দিন রাত কাজ করেও সফলতা অর্জন করতে পারেননা।
জীবনে সফল হওয়ার জন্য সব থেকে জরুরি হলো সব সময় মনের মধ্যে সকারাত্মক চিন্তা ও কথা (positive thinking) রাখতে হবে।
Positive thinking এর মধ্যে প্রচুর শক্তি রয়েছে এবং এই ধরণের positive thinking এর দ্বারা অসম্ভব কেও সম্ভব করা দেখা গেছে।
সঠিক সময়ে সঠিক সুযোগ গুলোকে চেনার শক্তি আপনার মধ্যে থাকতে হবে।
মনে রাখবেন, আমাদের চারদিকে প্রচুর আলাদা আলাদা সুযোগ রয়েছে এবং আপনাকে সেগুলোকে চিনে ফেলতে হবে।
অনেক সময় আমাদের পাশে দিয়ে ভালো ভালো সুযোগ গুলো পার হয়ে যায় তবে আমরা সেগুলোকে হাতছাড়া করে ফেলি।
অনেক সময় একটি সাধারণ সুযোগ চিনতে পারলেই সেটা আমাদের সফল বানিয়ে দিতে পারে।
তাই, প্রত্যেক বিষয়ে ভালো করে শুনতে শিখুন এবং সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন।
নিজের কাজের প্রতি নিজেকে সম্পূর্ণ ভাবে সমর্পন করতে হবে।
আপনার goal টিকে পাওয়ার জন্য যতটুকু কাজ প্রত্যেক দিন করতে হবে সেই পরিমানেই কাজ করতে হবে।
আজ এটা কাল ওটা করে সময় নষ্ট করলে সফলতা আপনার কাছে কখনোই আসবেনা।
আপনাকে সম্পূর্ণ আগ্রহী হয়ে মন দিয়ে কাজ করতে হবে।
সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে শিখতে হবে এবং প্রায় ৩০ মিনিট কোনো motivational speech, story ইত্যাদি শুনতে হবে।
সকালের শুরুতেই যখন আপনি নিজেকে motivate করে নিবেন তখন বিকেল পর্যন্ত নিজের কাজে ফোকাস রাখতে পারবেন।
অনেকেই এবং আমি নিজেই এই মাধ্যমে নিজেকে সম্পূর্ণ মোটিভেটেড করে রাখি।
সময়ের (time) সঠিক ব্যবহার করুন এবং কখনো সময় নষ্ট করবেননা।
টাইম ম্যানেজমেন্ট করতে জানাটা অনেক জরুরি যদি আপনি যেকোনো কাজে সফল হতে চাইছেন।
এনাহলে, কখন কিভাবে সময় পার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেননা।
তাই, প্রত্যেকটি মিনিট যাতে আপনার কাজে আসতে পারে সেভাবেই টাইম ম্যানেজ করতে হবে।
নিজের স্বাস্থ্যের ওপরে ধ্যান রাখতে শিখুন।
কারণ, ভালো স্বাস্থ্যের সাথে আপনি কম টাকা কামিয়েও খুশি থাকতে পারবেন।
কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে থাকলে প্রচুর টাকা থেকেও আপনি খুশি হয়ে থাকতে পারবেননা।
নিয়মিত যোগ অভ্যেস, ধ্যান, শরীর চর্চা ইত্যাদি করতে হবে, এতে আপনি মানসিক ও শারীরিক ভাবে নিজেকে সুস্থ ও সবল রাখতে পারবেন।
জীবনে সফল হওয়ার জন্য সবসময় নিজেকে অনুপ্রাণিত (motivated) করে রাখতে হবে।
আর তাই, নিজেকে motivated রাখার জন্য motivational videos, audio, stories, blogs ইত্যাদি দেখতে ও পড়তে থাকবেন।
আমাদের মন বেশিরভাগ ক্ষেত্রে কাজের সময় অনেক উল্টো পাল্টে কথা চিন্তা করতে শুরু করে থাকে।
তাই, নিজের মন এবং মনে চলতে থাকা বিচার গুলোকে নিয়ন্ত্রিত করে রাখতে হবে।
মনে রাখবেন আমাদের মনে যেই বিচার গুলোই চলবে সেগুলোর ওপরে আমরা প্রতিক্রিয়া করে থাকি।
তাই, বিচার ভালো থাকলে আমরা আমাদের কাজ অবশই ভালো করে করতে পারবো।
জীবনে সফল হওয়ার জন্য কিন্তু মনের অপ্রয়োজনীয় উল্টো পাল্টে বিচার গুলোকে নিয়ন্ত্রণ করতে শিখতেই হবে।
জীবনে সব সময় কিছু না কিছু নতুন শিখতে বা নতুন কিছু শেখার চেষ্টা করতে থাকতেই লাগে।
কারণ কেও বলতে পারবেনা যে কখন কোন জিনিস আপনার সফলতার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে।
অনেক সফল ব্যক্তিরা রয়েছেন যারা কখনোই ভাববেননি যে আজ যেই কারণেই বা তারা সফল সেটা তাদের সফলতার কারণ হয়ে দাঁড়াবে।
আমি নিজেই তো কখনো ভাবিনাই যে ব্লগিং (blogging) করে একজন সফল ব্লগার হিসেবে নিজের ব্যবসা চালিয়ে নিতে পারবো।
পেরেছি এজন্যেই কারণ কিছু বছর আগে আমার মধ্যে blogging শেখার একটি উৎসাহ ছিল।
২ বছর অসফল থাকার পর অনেক নতুন নতুন বিষয়ে শিখতে থাকি এবং তারপর গিয়ে সফল হয়ে দাড়াই।
আপনি যেটাই পেতে চাইছেন সেটাকে নিয়ে নিজের মনের ভেতরে ইমাজিন (imagine) করুন।
আপনি ভাবুন যে আপনার স্বপ্ন পুরো হয়ে গেছে এবং আপনি নিজের স্বপ্নের জীবনে অনেক খুশি আছেন।
কল্পনাশক্তির মধ্যে অনেক power থাকে।
যখন আপনি এভাবে ভাববেন তখন আপনার মধ্যে positive energy এবং কাজে focus বৃদ্ধি পাবে যেটা আপনাকে আপনার সফলতার রাস্তায় প্রচুর সাহায্য করবে।
সফলতা পাওয়ার মূলমন্ত্র হলো, কখনো অসফলতা (failure) নিয়ে ভয় পাবেননা। কারণ, যেকোনো সফল ব্যক্তি কোনো না কোনো সময় ব্যর্থতার (failure) মুখোমুখি হতেই হবে। এবং failure হলো এমন এক গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাকে কিছুই শিখিয়ে দিবে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য অসফলতার (failure) মুখোমুখি হওয়াটা অনেক জরুরি।
আপনি ইতিহাস ঘেটে দেখে নিন, বিখ্যাত ব্যক্তিরা জীবনে সফলতা পাওয়ার আগে অনেকবার অসফল (fail) হয়েছিলেন। কিন্তু তারা নিজের failure এর কারণে হতাশ হয়ে বসে থাকেননি, তবে নিজের failure থেকে অনেক কিছু শিখে বার বার এগিয়ে গেছেন।
যদি আপনারা জীবনে সফল হওয়ার উপায় খুঁজ থাকেন, তাহলে ওপরের বলা point গুলো ভালো করে পড়ুন। সফলতা আমরা এক বা দুদিনে পেয়ে থাকিনা, তবে একটি লক্ষ্যের পেছনে দিনের পর দিন focus এর সাথে কাজ করার পর আমরা সফলতা পেয়ে থাকি।
কিভাবে জীবনে সফলতা অর্জন করা যায়, এনিয়ে বলা পরামর্শ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে,তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের অবশই নিচে কমেন্ট করে জানাবেন।
- আরও ইন্টারেস্টিং অংশ জানতে 'Mr Modhu'(Invisible Poetry)
- ধন্যবাদান্তে 'Mr Modhu'
No comments