Ads

যে লক্ষণগুলি দেখে বুঝবেন মেয়েটি আপানার প্রেমে পড়েছে!

যে লক্ষণগুলি দেখে বুঝবেন মেয়েটি আপানার প্রেমে পড়েছে!

যে লক্ষণগুলি দেখে বুঝবেন মেয়েটি আপানার প্রেমে পড়েছে! @Mr Modhu.

কী দেখে বুঝবেন?

কোনও মজার কথায় সে খুবই খুশি হয়-
কোনও মজার কথা বলেছেন আপনি। সবাই হাসছে। কিন্তু সে একটু যেন বেশিই হাসছে। সেইসঙ্গে আপনাকেও বেশ মনোযোগী দৃষ্টিতে দেখছে। মনোবিজ্ঞানের ভাষায়, ছেলেরা মেয়েদের হাসি পছন্দ করে। কোনও মেয়ে তাকে দেখে হাসলে মনে মনে খুশিই হয়। ফলে মেয়েদের হাসি আরও চওড়া হয়।

পড়ুনঃ— পবিত্র রমজানে শরীরকে সুস্থ রাখতে, সর্বোত্তম রমজানের স্বাস্থ্য টিপস

যে লক্ষণগুলি দেখে বুঝবেন মেয়েটি আপানার প্রেমে পড়েছে! @Mr Modhu.

অকারণে ছোঁয়া
একটু বেশিই আপনাকে ছুঁতে চাইছেন তিনি। কারণে অকারণে গায়ে হাত লেগে যাচ্ছে। মিষ্টি হেসে আপনাকে সরিও বলছে। কিন্তু তিনি চেষ্টা করছেন আপনার বাহুর স্পর্শ পেতে। কিংবা টেবিলের তলা দিয়ে আলতো করে পায়ে খোঁচা। তারপর আবার সেই সরি।

যে লক্ষণগুলি দেখে বুঝবেন মেয়েটি আপানার প্রেমে পড়েছে! @Mr Modhu.

কাছে আসার জন্য অজুহাত
শুধুমাত্র আপনার একটু কাছে আসতেই তিনি নানা অজুহাত দেখান। পরিকল্পনা করেই আপনাকে কিছু কথা বলেন। যখনই কোনও মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে তাহলে ধরেই নেবেন যে মেয়ে আপনার প্রেমে পাগল। একটিবারের জন্য হলেও আপনার সঙ্গে একান্তে কথা বলতে চায়।

যে লক্ষণগুলি দেখে বুঝবেন মেয়েটি আপানার প্রেমে পড়েছে! @Mr Modhu.

অপলক চেয়ে থাকা
আপনার দিকে ক্ষণে ক্ষণেই তাকিয়ে থাকছে। পাশ থেকে কেউ কিছু বললেও খুব একটা গায়ে মাখছে না। সেই চাহনির মধ্যে একটা ভালোবাসা আছে। আসলে প্রেমের ক্ষেত্রে চোখ কিন্তু অনেক কথা বলে।

যে লক্ষণগুলি দেখে বুঝবেন মেয়েটি আপানার প্রেমে পড়েছে! @Mr Modhu.

চুল নিয়ে খেলা করা
মেয়েরা নিজেদের চুল নিয়ে বড়ই অবসেসড। অন্য সব সাজ পোশাক হয়ে গেলেও চুল নিয়ে ঠিক কী করবেন তাই নিয়ে ভাবনার অন্ত থাকে না। কথায় কথায় তাঁরা নিজের অজান্তেই চুলে হাত বোলান। চুল নিয়ে খেলেন, চুল ঠিক করেন। তবে তিনি যে প্রেমে পড়েছেন তা সরাসরি বলেন না। তাঁর চোখ, ঠোঁট এবং শরীর সেই ভালোবাসার প্রকাশ করে।

যে লক্ষণগুলি দেখে বুঝবেন মেয়েটি আপানার প্রেমে পড়েছে! @Mr Modhu.

রেগে আগুন
মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, দেখবেন খুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে গিয়েছে। রাগের মাথায়, যা নয় তাই দু-কথা আপনাকে শুনিয়েও দিতে পারে। নিশ্চিত থাকুন, মেয়েটি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ।

No comments

Powered by Blogger.