Ads

যে কারনে আপনি প্রেম করতে পারেন না। জেনে নিন সেই কারনগুলো

যে কারনে আপনি প্রেম করতে পারেন না।
জেনে নিন সেই কারনগুলো


এর কারণ একটা নয়, বরং অনেক। একে একে সব বলি।

 

যে কারনে আপনি প্রেম করতে পারেন না। জেনে নিন সেই কারনগুলো @Mr Modhu.

 

১. অন্তর্মুখিতা।

ব্যক্তিগত জীবনে অন্তর্মুখি বা ইন্ট্রোভার্ট হওয়ায় আমি ঠিকমত ছেলেদের সাথেই মিশতে পারি না। আর কোনো মেয়ের সাথে মেশা বা কথা বলা তো অনেক দূরের কথা। কোন মেয়ের সাথে আগে গিয়ে কথা বলাটা একরকম আমার জন্য অসম্ভব। 

যে কারনে আপনি প্রেম করতে পারেন না। জেনে নিন সেই কারনগুলো @Mr Modhu.

২. অতিরিক্ত ইগো।

আমার আত্মসম্মানবোধ খুবই প্রবল। কোন মেয়ের সাথে নিজে থেকে কথা বলতে গেলে সবার আগে আমার আত্মসম্মানে বাঁধবে। এমন কি কোন মেয়ের দিকে তাকাতে গেলেও আমার কেন যেন নিজেকে ছোট ছোট মনে হয়। তার সামনে নিজেকে ছোট করা মনে হয়। এমনকি একটু দূর আত্মীয়া হলেও তার সাথে কথা বলতে আমার আত্মসম্মানে বাঁধে।


৩. প্রেম নামক জিনিসটাকে প্রবল ভাবে ভয় পাওয়া।

আমি জীবনে কোনদিন প্রেম এর ধারে কাছে না গেলেও প্রেম করার অপকারিতা গুলো বেশ ভালোভাবেই জানি। যেমন ধরুন পড়াশোনার ক্ষতি হওয়া। জীবনে এই প্রেমের কারণে অসংখ্য ভালো শিক্ষার্থীকে ঝরে যেতে দেখেছি। অনেকেরই অনেক কারণে পড়াশোনার ক্ষতি হয়, যেমনঃ গেম, ফেসবুকিং, অতিরিক্ত ঘোরাঘুরি ইত্যাদি। তবে কোনটার কারণেই পড়াশোনার এত অবনতি হতে দেখি নি যতটা দেখেছি শুধুমাত্র প্রেমের কারনে। কোরাতেই একটা প্রশ্ন আছে, আপনার ক্লাসের টপার এখন কোন অবস্থানে টাইপের। সেখানে যে কয়টা উত্তরে টপারদের ঝরে যাওয়ার কথা বলা হয়েছে তার অধিকাংশ কারণই প্রণয়। দু-একটা উত্তরে পরিবেশ পরিবর্তনকে কারণ দর্শানো হয়েছে।

প্রেম করলে কেন জানিনা পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়, যা আমি কখনোই চাইনা। মা-বাবার সাথে ব্যাপক একটা মানসিক দূরত্ব তৈরি হয়। মা-বাবা কেন যেন সন্তানের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এমনকি আমাদের দেশের নাটক-সিনেমা গুলোতেও পিতা-মাতারাই ভিলেনের চরিত্রে থাকে। আসলেই কি আমাদের জীবনের ভিলেন আমাদের পিতা-মাতা? আমি অন্তত জানিনা।

যে কারনে আপনি প্রেম করতে পারেন না। জেনে নিন সেই কারনগুলো @Mr Modhu.


৪. আব্বু-আম্মুকে ভয় করা এবং তার থেকেও বেশি সম্মান করা।

আমি কখনো ঐ মুহুর্তটা কল্পনা করতে পারি না, যখন আমার আম্মু-আব্বু জানতে পারবে যে আমি প্রেম করি। এতটা কষ্ট আমি তাদেরকে কখনোই দিতে পারব না। আমাকে নিয়ে তাদের এত স্বপ্নে আমি পানি ঢেলে দিতে পারব না। হ্যাঁ, আজ হয়তো আমার আব্বু নেই। কিন্তু তার প্রতি সেই সম্মানটা কিন্তু আমার এখনো আছে।

যে কারনে আপনি প্রেম করতে পারেন না। জেনে নিন সেই কারনগুলো @Mr Modhu.


৫. ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।

আমাদের সমাজে এই তথাকথিত প্রেম-ভালবাসাকে যত সহজ ভাবেই নেওয়া হোক না কেন ইসলামের দৃষ্টিতে তা সম্পূর্ণভাবে হারাম। হ্যাঁ, আমিও হয়তো অনেক সময় অনেক হারাম কাজ করে থাকি। তবে গোনাহ থেকে নিজেকে যতোটুকু বাঁচানো যায় ততটাই ভালো না?

যে কারনে আপনি প্রেম করতে পারেন না। জেনে নিন সেই কারনগুলো @Mr Modhu.


৬. ভালো ফ্রেন্ড সার্কেল পাওয়া।

আমি যে প্রেম করি না এর অন্যতম একটা বড় কারণ আমার ফ্রেন্ড সার্কেলের কেউই প্রেম করে না। এমনকি তারা এর আশেপাশে ও নেই। আমি প্রথমে এক স্কুলে ক্লাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত পড়েছি। আমি যতদিন ছিলাম, ততদিন সেখানে কাউকেই প্রেম করতে দেখি নাই বা শুনি নাই। এখন শুনি যে, অনেকেই বলে প্রেম করে। তবে আমি অনেক সৌভাগ্যবান যে, এখন যেখানে পড়ি সেখানে আমার ফ্রেন্ড সার্কেলের কেউ এর আশেপাশেও ঘেষে না।জানিনা ভবিষ্যতে কি হবে।

যে কারনে আপনি প্রেম করতে পারেন না। জেনে নিন সেই কারনগুলো @Mr Modhu.


এরপর বলেন, এত এত কারণ থাকলে কি আর কারোর প্রেম করা হয়? তাই আমারও এখন পর্যন্ত আর করা হয়ে ওঠেনি। আর করতে চাইও না ইনশাল্লাহ।


লেখকঃ— 

আবু উবাইদা ·

     ধন্যবাদান্তেঃ-----------
     মওদুদ আহমেদ মধু 
    @Mr Modhu (Invisible Poetry)

No comments

Powered by Blogger.