জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- চতুর্থ এপিসোড With Video
সেরা অনুপ্রেরণামূলক উক্তি, অনুপ্রেরণামূলক উক্তি বাংলা, মানসিক চাপ নিয়ে উক্তি,
অনুপ্রেরণামূলক শব্দ, অনুপ্রেরণামূলক ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে উক্তি,
অনুপ্রেরণামূলক উক্তি, অনুপ্রেরণামূলক বাণী, বিশ্বাস নিয়ে উক্তি, অনুপ্রেরণার উক্তি,
জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- চতুর্থ এপিসোড With Video
জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- তৃতীয় এপিসোড With Video
যে মেয়েটি জেনে শুনে সংসার করে পাষণ্ড স্বামীর,
আর সব কিছু সহ্য করে নিরবে-
সেও একদিন অন্তঃসত্বা হয় ! এটাই সমঝোতা।
প্রচণ্ড খরায় বৃষ্টির জন্য দোআ চাইতে সমবেত হয় সকল জনতা,
সেখানে একটি ছেলে ছাতা হাতে যোগ দেয়- এটাই বিশ্বাস।
যে ছেলেটি রোজ খরচ করতো অঢেল,
তার হাত খরচ এখন অত্যন্ত নগণ্য- এটাই নিয়তি।
যে মেয়েটি বদল হয় এক থেকে অন্য পুরুষে,
তার অভিশপ্ত চোখে সমাজ কে দেখার নামই জিবন- এটাই অবক্ষয়।
যার বাড়িতে উৎসব লেগে থাকে বারোমাস,
আর মা থাকে বৃদ্ধাশ্রমের কুটিরে- এটাই দারিদ্রতা।
অফিসের বসের কামনা ভরা দৃষ্টি উপেক্ষা করে,
যে মেয়ে টি সংসারের ধরে হাল- সে'ই প্রকৃত সাহসী।
যে মানুষটি বাড়ি ফিরে স্ত্রীর ব্রা খোলার জন্য ব্যাকুল না হয়ে,
তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে তুমি কেমন আছো- সেটাই ভালবাসা।
সকালে ১টা পত্রিকা ১০ টাকায় বিক্রি হয়।
বিকালে তার কেজি হয় ১০ টাকা! শুধু সময়ের ব্যপার মাত্র।।
একজন মানুষ, নিজের কাছেই সবচেয়ে বেশী অপরিচিত বা অচেনা থাকে।
অথচ, অন্যের কাছে পরিচিত হতে তার কতই না ব্যস্ততা।
ঘোর, মায়া, মোহ, এই ব্যপারগুলো বড় বিপজ্জনক!!!
নিঃশব্দে একটু একটু করে মানুষকে ভিতর থেকে নিঃশেষ করে ফেলে।
তবুও মানুষ এই শব্দগুলোর বেড়ী থেকে বের হতে পারে না।
সময়ের চেয়ে বড় শিক্ষক আর নেই৷
আপনাকে জোর করে কেউ কিচ্ছু শিখাতে পারবে না--
যেটা আপনি 'সময়'র কাছে থেকে ধাপে ধাপে শিখবেন৷
কাউকে বুঝতে হলে, তার কাছাকাছি যেতে নেই।
বোঝা'র জন্য দূরত্ব'ই প্রধান মাধ্যম।
নারী'র বেলায় সেটা আরও বেশী প্রযোজ্য!!
নারীকে সবথেকে পরিস্কার দেখা যায় দূর থেকে।
কাছাকাছি থেকে নারীকে কখনই দেখা যায় না!
কাছ থেকে দেখা যায় শুধুই শরীর, যাহা গৌন ও ক্ষনস্থায়ী।
যেকোনো মানুষ দূর থেকেই সুন্দর।
কাছে গেলেই খুঁটিনাটি খুতঁগুলি চোখে পড়ে।
আর আগ্রহ হারীয়ে যায়, ও সৌন্দর্য্য কমতে থাকে!
ভাললাগাগুলি দূর থেকে উপভোগ করাই বোধহয় ভাল।
ভাবনার জগত'টা যাদের সাজানো গোছানো,
বাস্তব জীবন'টা তাদের আগোছালো'ই হয়।
সাদা চোখে দেখা যায় সবই ঠিক আছে!
আদতে কিছুই ঠিক নেই।
নিয়ম তৈরীই হয় বোধহয় ভাঙ্গার জন্য!
মাঝে মাঝে দু-একটা নিয়ম ভাঙা খুব একটা মন্দ নয়!
আমি নিয়ম ভাঙ্গি, ইচ্ছে করেই ভাঙ্গি।
আমার নিয়ম ভাঙ্গতে ভাল লাগে।
শূন্য পকেটে যে নারী ধরেছে প্রিয় মানুষটির হাত।
অজুহাত দিয়ে ছেড়ে যাওয়া নারী,
কিভাবে বুঝবে সেই পূর্ণতার স্বাদ।!!
তাকে ঘৃণাতে রাখিনা, প্রার্থনাতেও না!
যে ছেড়ে গেছে, সে সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে।
সে আমার কেউ না! তবে, তাকে কখনো ক্ষমা করবো না।।
পৃথিবীর বেশীরভাগ মানুষ ভালো না বেসেই একসঙ্গে থাকতে চায়।
আবার কিছু মানুষ ভালোবাসে, কিন্তু একসঙ্গে থাকতে পারে না।
বড় জটিল এই সমীকরণ।
মানুষ অধিকাংশ সময় ব্যায় করে, অন্যের হৃদয়কে ছুঁতে।
কিন্তু, সে ভূলে যায় অন্য কোথাও কিছু নেই।
যা আছে, তা নিজের হিয়ার ভিতরে।
শুধু তুলে আনতে জানতে হয়।
নারী মানেই এক রহস্য-ময় চরিত্র!
খিল'খিলিয়ে হাসির মাঝেও কিভাবে যে চুপটি করে,
তার মন খারাপ লুকিয়ে রাখবে-
আপনি তা কখনোই বুঝে উঠতে পারবেন না!
দু'পয়সার প্রেমিক আমি।
তোমাকে নিয়ে মাইলের পর মাইল হাঁটতে পারি!
বড়জোড় রিকশায় হুট তুলে ঘুরতে পারি কিছুক্ষণ!
একটা নিশ্চিত জীবন আমি তোমাকে,
কখনো দিতে পারি না!!
মায়াবতীদের সাথে কথা বলার প্রথম শর্ত হল,,,,
এদের চোখের দিকে তাকানো যাবে না।
তাকানো মানেই জালে পা দেয়া।
এদের চোখে এক ধরনের ‘স্নিগ্ধ’ কেমিক্যাল থাকে।
দেখা মাত্রই বলতে ইচ্ছে করে জীবনের আশা এবং স্বপ্ন ভাঙ্গার গল্প।
এতে দোষের কিছু নেই! ব্যাপারটা রাসায়নিক।
শুধুই কি প্রেমে পড়া বারণ!
আরও কত কিছুই যে জীবনে বারণ তার হিসেব কে রাখে।
নীরবে নিভূতে কত গোধুলি ছাই হইয়ে যাওয়া দেখেও, আটকে রাখা বারণ!
কখনও বৃষ্টি ছোয়া বারণ! জোছনায় ভেসে যাওয়া বারণ!
নিয়তির স্পর্শের অনুভুতি কেমন তা জানি না।
তার হৃদয়ের স্পন্দন নিজ কানে শুনিনি কোনদিন।
তার চুলের অবিরাম ঢেউয়ে হারিয়ে যাওয়ার সাহস করিনি কখনও।
আর তার ঠোঁট, অনুভব করতে শিখেছি শুধু উপলব্ধি করে,,,তাও স্বপ্নে।
আমাকে কেউ খারাপ ভাবলে, আমি কিছু মনে করি না।
এক জন মানুষ কখনো, সবার প্রিয় হতে পারে না।
আমি আমার বিবেক দিয়ে, নিজের পথ চলি।
যে চেনার সে নিজেই আমায় চিনে নিবে।।
রাস্তায় হেঁটে যাওয়ার পথে কেউ আমার দিকে কাদা ছুড়ে মারলে,
আমি আস্তে করে শরীর থেকে কাদাটুকু মুছে নিজের রাস্তায় হেঁটে চলে যাই।
চাইলে কাদা ছোড়ার বিপরীতে পাল্টা কাদা ছোড়া যায়,
কিন্তু তাতে শুধুই নোংরা হওয়ার পরিমাণটাই বেড়ে যায়, এ ছাড়া আর কিছু নয়।
জীবনের অধিকাংশ সময় যে ভুলের মধ্যে কাটায়,শুদ্ধতার সন্ধান একমাত্র সে'ই পায়।
আলোর বিপরীতে যেমন অন্ধকার থাকে, তেমনি ভুলের বিপরীতে "সঠিক"র অবস্থান থাকে।
ভুল করলে, তবেই সঠিকের দেখা পাওয়া যায়৷ ভূল ছাড়া, শুদ্ধতার সন্ধান পাওয়া যাবেনা।
বিজ্ঞানের যেকোনো অর্জন হয়েছে হাজার লক্ষ্যবার ভুলের পরে৷।
পুরো পৃথিবী একসাথে আলোকিত হয়না, আবার একইসাথে অন্ধকারও হয়না।
একদিকে আলো, তো অন্যদিকে অন্ধকার। একদিকে অন্ধকার, তো অন্যদিকে আলো।
জীবনের ক্ষেত্রেও তাই, অন্ধকারের পরে আলো আসবেই আসবে।
সব চাইতে কঠিন অভিনয়টা গাধারাই করে।
সেটা হল, ভালোবেসেও ভালো না বাসা।
আর সব চাইতে সহজ অভিনয়টা করে লম্পটেরা;
ভালো না বেসেও ভালোবাসার অভিনয়।
পুরো দশ মিনিট আয়নার সামনে বসেছিলাম....
তার পরে দেখি.......আমিহুবহু আমার মত-ই!
আর তুই কছ....আমি নাকি বদলে গেছি! পাগলি একটা |
স্ত্রীঃ রান্না কেমন হয়েছে? স্বামীঃ অসাধারণ!
স্ত্রীঃ কিন্তু, ছেলে যে বলল ভালো হয়নি!
স্বামীঃ আসলে ওর বিয়ে হয়নি তো,
তাই কোথায় কি বলতে হয় ও জানে না!
এবার একটু মজা করা যাকঃ----
পুরো দশ মিনিট আয়নার সামনে বসেছিলাম....
তার পরে দেখি.......আমিহুবহু আমার মত-ই !
আর তুই কছ....আমি নাকি বদলে গেছি! পাগলি একটা ।
স্ত্রীঃ রান্না কেমন হয়েছে? স্বামীঃ অসাধারণ !
স্ত্রীঃ কিন্তু, ছেলে যে বলল ভালো হয়নি !
স্বামীঃ আসলে ওর বিয়ে হয়নি তো ,
তাই কোথায় কি বলতে হয় ও জানে না !
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদান্তেঃ------মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)
No comments