জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- প্রথম এপিসোড With Video
সেরা অনুপ্রেরণামূলক উক্তি, অনুপ্রেরণামূলক উক্তি বাংলা, মানসিক চাপ নিয়ে উক্তি,
অনুপ্রেরণামূলক শব্দ, অনুপ্রেরণামূলক ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে উক্তি,
অনুপ্রেরণামূলক উক্তি, অনুপ্রেরণামূলক বাণী, বিশ্বাস নিয়ে উক্তি, অনুপ্রেরণার উক্তি,
জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- প্রথম এপিসোড With Video
কখনো কখনো সব সত্যিটা জানার পরেও,
চুপচাপ মিথ্যে টাও শোনা দরকার।
কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্যে।
কখনোই ভুলে যাবেন না যে,
সবাই যখন অজুহাত দিচ্ছিল-
তখন কে আপনাকে সাহায্য করেছিল।
সহ্য শক্তি বেড়ে গেলে, মানুষ আর কাঁদে না,হাসে।
কিছু মানুষকে সবটা দিয়েও আগলে রাখা যায়না!
অপূর্ণতা থাকবেই, পূর্ণতার চিন্তা না করে;
যা আছে তা নিয়ে খুশি থাকাটাই শ্রেয়!
মূর্খের সাথে তর্কে না গিয়ে নিরব থাকাই উত্তম।
মাঝে মাঝে নিরবতাও কঠিন জবাব হয়ে দাঁড়ায়।
মন বুঝার থেকে ভুল বুঝার সময় কম লাগে বলেই!
মানুষ মন বুঝার আগেই ভুল বুঝে চলে যায়!
কারো বিশ্বাসে আঘাত করা মানে ! জিতে যাওয়া নয় !
বরং, নিজেই হেরে যাওয়া!
যখন মানুষ চিনে যাবেন,
তখন মানুষের সাথে আর মিশতে ইচ্ছা হবে না!
অন্যকে বোঝানো অনেক সহজ।
কিন্তু...তা নিজের জিবনে বাস্তবায়ন করা অনেক কঠিন. !
উপস্থিতির গুরুত্ব বোঝেনি যে..
অনুপস্থিতির শূন্যতা বুঝবে না সে..।
আমি সন্ধ্যে হয়ে তাকে ছুতে যাই!!
অথচ সে রাতের আধারে গিয়ে লুকায়।
আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না,
আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই!
বোবা ডায়েরিটা আজও নির্বাক;
মন খারাপের কথা শুনাবে কাকে?
মন খারাপের সময়গুলোর সঙ্গী,
নিজেকেই নিজে হতে হয়।
লাইফে অনেক সমস্যার সম্মুখীন হবেন!
আপনি শুধু "ধুর বাল" বলে এগিয়ে যান!
সঙ্গে থাকলে শুভাকাঙ্ক্ষী হয় না;
সঙ্গেতো মীরজাফর ও ছিলো!!!
কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িয়ো না,
কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে।
আমি আবার ও হেরে গেলাম, সময়ের কাছে,
তোমার কাছে, আমার কাছে, আমাদের কাছে।
এককালে খুব করে চাওয়া মানুষ গুলোকে-
একটা সময় পরে, আর মনেও পড়ে না !
সমস্ত ঝড় আপনার জীবন নষ্ট করতে আসেনা,
কিছু কিছু ঝড় আপনার পথ পরিষ্কার করতেও আসে।
অসহায়ত্বের কোন ভাষা নেই নীরবতা ছাড়া।
নীরব ভাষার মানুষগুলো বেঁচে থেকেও মরা।
বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের চালের ছিদ্র কোথায় ! !
আর বিপদ এসে বুঝিয়ে দেয় তোমার আপনজনেরা কোথায় !
একজন ভুল মানুষ চলে যাওয়ার অর্থ হলো,,,,
সঠিক মানুষটির আসার পথ তৈরী হয়েছে !
তোমার ক্রোধ কে দমিয়ে রাখ,
নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে !
প্রয়োজন শেষে মানুষের রূপ বদলে যায়......
এই পৃথিবীতে মানুষের সাথে মিশে থাকা দায়...!
বর্তমান সমাজ হলো ব্যার্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা,
আর সফল মানুষকে নিয়ে হিংসা করা।
বিয়ের দাওয়াত পায় এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
মৃত্যুর দিন কবর খুঁড়তে, আসে পাড়ার গরীব মানুষেরা।
কষ্ট হলেও সত্যি!
অনেক দিন পর আমি ও টের পেলাম আমি কারো প্রিয়জন নই-
শুধুই প্রয়োজন।
যদি ভুল ট্রেনে উঠে পড়ো,
তাহলে পরের স্টেশনেই নেমে যেও।
কারণ দূরত্ব যতই বাড়বে,
তোমার ফেরার কষ্টটা ততো বেশি হবে!
যা পেয়েছো ! তা হারিও না।
যা হারিয়েছো! তা পেতে চেয়োনা।
যা পাওনি! তা কখনও তোমার ছিলোনা।
কিছু মানুষের জন্য আমাদের অনেক মায়া জন্মে।
তার প্রতি এতো বেশি মায়া হয়ে যায় যে,
তখন আর নিজের জন্যও এতোটা মায়া লাগে না।
নারী মানেই এক রহস্য-ময় চরিত্র!
খিল'খিলিয়ে হাসির মাঝেও কিভাবে যে চুপটি করে,
তার মন খারাপ লুকিয়ে রাখবে-
আপনি তা কখনোই বুঝে উঠতে পারবেন না!
আমরা শত কেয়ারিং এর পরও কাউকে ধরে রাখতে পারি না।
আবার কেউ একজনকে, শত অবহেলার পরও-
সারা জীবন পাশে থেকে যায়.....।।
কম্পিটিশন এতোটাই বেড়ে গেছে যে,
কাউকে দুঃখের কথা বললে-
সে চারগুণ কথা শুনিয়ে দেয়।
জীবনের পছন্দের জিনিসগুলো
হয়তো দামি, নয়তো নিষিদ্ধ,
হয়তো অবৈধ, কিংবা অন্য কারো।
নিজেই ভুল করি, নিজেই শিখি,
বেলা শেষে আবার নিজেই হাসি,
নিজেকে খুব ভালোবাসি।
আমি তোমাকে ক্ষমা করলেও,
সময় তোমাকে ক্ষমা করবে না।
সময় সব তোমাকে ফিরিয়ে দিবে।।
তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই,
ধরে রাখার অধিকার নেই,,
তোমাকে শুধু ভালোবাসি, কারণ,,,
ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই....।
ভালো সময় যেমন করে কেটে যায়,
খারাপ সময়ও ঠিক তেমন করে অতিবাহিত হয়।
শুধু একটু আত্মবিশ্বাস আর ধৈর্য্যের প্রয়োজন।
এই পৃথিবীতে-মানুষের অভাব নেই, মানুষত্বের অভাব।
সুন্দর চেহারার অভাব নেই, সুন্দর চরিত্রের মানুষের অভাব।
শিক্ষিত মানুষের অভাব নেই, সুশিক্ষিত মানুষের অভাব।
যখন একটা কিছু তুমি ভীষণভাবে চাইবে তখন দেখবে সেইটা তুমি পাবেনা।
এজন্য এই চাওয়ার বিষয়টা হালকার উপর ছেড়ে দাও,
ওইটা তোমার জন্য হলে অবশ্যই তুমি পাবেই পাবে!
আপনি একটা কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না এটার কষ্ট আপনি বুঝতে পারবেন,
কিন্তু আপনি আসলে কি চান এটাই আপনি যানেন না!
আর এজন্য আপনার প্রাপ্তির যোগফল ও শূন্য !
এমন সিচুয়েশনের কষ্ট কাউকে বোঝানো সম্ভব না...!!
আর কেউ না বুঝুক সৃষ্টিকর্তা তো বোঝেন,
আপনাকে তিনি জানেন আপনার অন্তরে কি আছে!
তাই হতাশ না হয়ে মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, চাইতে থাকুন।
তিনিই আপনার মনে প্রশান্তি ফিরিয়ে দিবেন।
শুধু ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।
যারা ভুল দেখলে ছেড়ে চলে যায়,
তারা আসলে ভালো থাকতে আসে।
আর যারা ভুলটা শুধরে দিয়ে পাশে- থাকে,
তারাই তো ভালোবাসে!
বুঝলে প্রিয়,
একদিন ঠিক তুমি আমার হতে চাইবে,
কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না।
তাকে ঘৃণাতে রাখিনা, প্রার্থনাতেও না!
যে ছেড়ে গেছে, সে সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে।
সে আমার কেউ না! তবে, তাকে কখনো ক্ষমা করবো না।।
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো,
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে:
উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে! হয়তো একফোঁটা বৃষ্টির জন্যে ।
Teacher:-বলো তো আমাদের মাতৃভাষা আছে, কিন্তু পিতৃভাষা নেই কেনো?
Student:-কারণ মা এতো কথা বলে যে,
বাবা কোনো কথা বলার সুযোগই পায় না !
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)
No comments