Ads

জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- দ্বিতীয় এপিসোড With Video


 জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- 
দ্বিতীয় এপিসোড With Video

আরও পড়ুন 👇


সমস্যায় পড়ে যদি ভেঙে পড়ো, সমস্যা তোমার উপর চেপে বসবে।

যারা বুঝে গেছে ভালোবাসা কি, তারা আর কখনো কাউকে ভালোবাসেনি !

অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়।

তাকেই ভালোবাসো- যে বিপদের সময় এসে বলবে.!

কিচ্ছু হবে না,,,,,, আমি আছি তো!!

পৃথিবীতে বেশি সংখ্যক মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে।

আর বেশি সত্য কথা বলা হয় মদ খেয়ে।

"বেশির ভাগ মনুষই কষ্টে থাকে,

কারণ তারা ভুল জায়গায় প্ৰশান্তি খুঁজে।

জীবনে আঘাত আসাটা Part Of Life,

আর সেগুলো হাসিমুখে পার করাটা Art Of Life.

তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে,

যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নাই ৷

জীবন হলো এক জটিল খেলা, ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি

তাকে জয় করতে পারে।

আসল বন্ধু সে নয়, যার সাথে হিসেব করে কথা বলতে হয়!

বন্ধু সে হয়, যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় !

নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো'

পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে....!

কাউকে বাধ্য করোনা কথা বলার জন্য! তুমি চুপ থাকো ।

আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো।

বেশির ভাগ নারী, যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে।

আবার বৃদ্ধা বয়সে শাশুড়ী হয়ে, একসাথে থাকার হাদিস শুনায়!

একা থাকতে কখনো ভয় পেয় না,

কারণ বাজপাখি সবসময় একাই ওড়ে, আর পায়রা ওড়ে দল বেঁধে...।

যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কখনো খোঁজে পাওয়া যায় না!

অথচ আমরা নিজেকে ভুলে সেই মানুষটাকে খোঁজে বেড়াই।

কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়।

তবে কেউ অবহেলা করলে, নিজেকে বড় অসহায় মনে হয়।

জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- দ্বিতীয় এপিসোড  With Video @মিঃ মধু

সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়।

যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে ।

অপমান জিনিসটা পলিথিনের মতো,

মাটির নীচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না।

কিছু কিছু প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো।

নীরবতা ই হলো তার শ্রেষ্ঠ উত্তর।

যে অতীত তোমাকে ভেঙে চুরমার করেছে।সেই অতীতকে একবার সাহস করে বিদায় দাও। নিশ্চয়ই ভবিষ্যৎ তোমাকে উত্তম কিছু উপহার দিবে।

সব আঘাতের প্রতিশোধ নিতে নেই।

কিছু আঘাতের বিচার সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিতে হয়।

কষ্ট পাও, কষ্ট পেতে পেতে তুমি হয়ে ওঠো ফাল্গুনের প্রথম পূর্ণিমা!

তবুও নষ্ট করোনা নিজেকে...।

এই স্বার্থপর পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে কঠিন হতে হবে,

নিজের জায়গা ধরে রাখতে হবে সর্বোপরি নিজের জন্য নিজেকে বাঁচতে হবে।

সময়টা আমরা তাকেই দেই যে সময়ের মূল্য বুঝে না,

এক জীবন আমরা তাকেই মনে রেখে দেই যে আমাদের গুরুত্ব বোঝে না।

রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া, 

এবং খুশির সময় কাউকে কোনো প্রতিজ্ঞা দেওয়া উচিত নয়...।

তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে, সেটার জন্য আফসোস কোরো না,।

এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু, তোমার জন্য অপেক্ষা করে আছে।

ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ ।

তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।

জীবনের সবচেয়ে বড়ো গুরুমন্ত্র হল,

কখনো নিজের গোপন কথা কারো সাথে ভাগ করতে যেও না...।

তা তোমায় ধ্বংস করে দিতে পারে।

জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- দ্বিতীয় এপিসোড  With Video @মিঃ মধু

খুশি থাকুন কারণ জীবনে সবই চলতে থাকবে, 

কখনো কোনো আপন মানুষ দূরে চলে যাবে, 

আবার কখনো কোনো পর আপন হয়ে যাবে। 

জীবনে তুমি যতক্ষন জিততে থাকবে ততক্ষণ হাত তালির অভাব হবে না  । কিন্ত যদি হেরে যাও তখন ধরার জন্য একটি হাত পাওয়া ও দুষ্কর । 

ভয় পেয়ো না নিজের উপর বিশ্বাস রাখো, আবার তুমি উঠে দাঁড়াবেই। 

একটা সঠিক সিদ্ধান্ত তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুন করে দেয়, 

আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুন করে দেয় তোমার অভিজ্ঞতাকে..

তাই যে অবস্থাতেই থাকো না কেন, চিন্তা কোরো না ৷ 

যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখোমুখি ফেলবে, 

তখন জিজ্ঞাসা কর না যে “আমিই কেন?” 

বরং হাসি মুখে বলো, “আমিই পারবো।” 

চাকুরী আর টাকা দেখে মেয়ের বিয়ে দিবেন না! 

আগে ভাবেন ছেলেটা মানুষ কি না? 

কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরেনা! মরে অমানুষদের অত্যাচারে!'।

তৈল বিদ্যা আর পা চাটা যখন পেশা হয়, 

তখন বঞ্চিত হয় সৎ ও যোগ্যত। 

আর দেশ সমাজ চলে যায় নষ্টদের দখলে। 

পৃথিবীতে ২ টি মানুষ খুব অসহায়, 

১. রুপ ছাড়া মেয়ে 

২. টাকা ছাড়া ছেলে 

যা পেয়েছো ! তা হারিও না। 

যা হারিয়েছো ! তা পেতে চেয়োনা। 

যা পাওনি ! তা কখনও তোমার ছিলোনা। 

ধৈর্য রাখুন। সময় কখনো প্রতারনা করে না। 

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। 

সবাই এটা পারে না। 

হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন। 

আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে। 

কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে । 

খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়। 

কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, 

আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। 

যার হারায় সে বোঝে বাকিরা তো শুধু গল্প খোঁজে। 

হারানোর বেদনা তো ভুলে থাকা যায়। 

তবে পেয়ে হারানোর বেদনা তীব্র যন্ত্রণার হয়। 

জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- দ্বিতীয় এপিসোড  With Video @মিঃ মধু

নিজের হতাশা'র জন্যে অন্যকে দায়ী করো না! 

বরং নিজেকে দায়ী করো, 

অন্যের থেকে অতিরিক্ত আসা করার জন্য। 

সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে,, 

এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, 

সেও দূরে সরে যায়! 

বুঝলে প্ৰিয়, 

তোমার কাছে চরম ভাবে প্রতারিত হওয়ার পর বুঝলাম । 

এই শহরে বিশ্বস্ততা বলে কোন কথা হয় না। 

না হলে মানুষ বিশ্বাস করে ঠকে যাবে কেনো? 

সবাই তো আর চোখের জলে দুঃখ মুছতে পারেনা। 

নয়তো "দম বের হবার মতো যন্ত্রণা" 

শব্দটা পৃথিবীতে কোথাও লেখা হতো না। 

ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন। 

যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে। 

মনে রাখবেন প্রকৃতির হিসাব বড্ড কঠিন সুদে আসলে ফিরিয়ে দেবে। 


নিজেকে কখনও ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই  মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর  স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না । 

কেউ যদি তোমার থেকে আঘাত পেয়ে নিরবে সব সহ্য করে।  তবে  তার  নিরবতা কে ভয় পাও ।  কারণ সে প্রকৃতির কাছে বিচার দিচ্ছে, আর প্রকৃতির বিচার বড্ড ভয়ংকর। 

প্রতিটা মানুষেরই একজন সমালোচক, একজন প্রশংসাকারী থাকা  দরকার।  সমালোচক ভুল শোধরাতে সাহায্য করবে, প্রশংসাকারী সৎ  কাজে উৎসাহিত করবে। 

"মানুষের চরিত্র হলো একটি দোকান৷ আর মুখ হচ্ছে তালা। হচ্ছে তালা।  তলা খুললেই বুঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার  দোকান৷” 

কত আজব তাই না? পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই  টাকা রোজগার করে।  কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে  না, আর মানুষের পেট কখনোই ভরে না। 



আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)

No comments

Powered by Blogger.