জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- তৃতীয় এপিসোড With Video
সেরা অনুপ্রেরণামূলক উক্তি, অনুপ্রেরণামূলক উক্তি বাংলা, মানসিক চাপ নিয়ে উক্তি,
অনুপ্রেরণামূলক শব্দ, অনুপ্রেরণামূলক ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে উক্তি,
অনুপ্রেরণামূলক উক্তি, অনুপ্রেরণামূলক বাণী, বিশ্বাস নিয়ে উক্তি, অনুপ্রেরণার উক্তি,
জীবন ও প্রেম নিয়ে ৫০টি বিখ্যাত উপদেশঃ- তৃতীয় এপিসোড With Video
মানুষ যতোটা আপন সাজে-
আসলে ততোটা আপন নয়!
বাস্তবতা এতই কঠিন যেকখনও কখনও,
বুকের ভিতর গড়ে তোলা-
বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
যুদ্ধ থামানো যায় শান্তিচুক্তি করে,
কিন্তু যে থাকবে না-
তাকে রাখা যায় না শত বিনয়ে!
সময় মানুষকে মানুষ চিনতে শেখায়,
তবে সময় চলে গেলেও জীবনে ঘটে যাওয়া-
মুহুর্তগুলো স্মৃতি হিসেবে মনে থেকেই যায়।
অঙ্কুরে ঝরে যাওয়া ফুল জানে,
ফল হওয়ার কি তীব্র বাসনা ছিলো তার।
শুধু ঝরে গেছে বলে-
আজ সব স্বপ্ন ভেঙ্গে হয়ে গেছে যাযাবর।
এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে, যে কিছুই জানেনা।
জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়।
বুকের ভিতর বিন্দু বিন্দু ভালোবাসা ও ক্লান্ত হয়ে যায়।
যখন অপর প্রান্তের মানুষটা তোমার থেকে মায়া কাটিয়ে উঠতে পারে।
একটা মিথ্যা কে প্রশ্রয় দিতে গিয়ে,
মানুষ হাজার টা মিথ্যা কথা আওড়ায়।
আপনার তিক্ত কথা শুনেও যে চুপ থাকে-সে অসহায় নয়,
বরং এটা তার মা-বাবার দেয়া শিক্ষার পরিচয়।
যদি জানতাম আমাদের মৃত্যু নেই,
তাহলে পৃথিবীটা কখনো এত সুন্দর লাগত না।
মানুষ প্রতিশ্রুতি দেয় শুধু-
কথা বলার ঐ মুহূর্তটাকে সুন্দর করার জন্য,
ঐ মুহূর্তটা কেঁটে গেলে, মানুষ সমস্ত কিছু ভুলে যায়।
আদরের শহরখানায় এখন স্বার্থের গন্ধমাখা,
খাঁটি বন্ধুত্বের স্বাদ এখানে আর যায় না পাওয়া!
তুমিহীন আঁধারের গভীরতা এত বেশি যে,
সেটা ছেদ করে সুখের আলো আমি পর্যন্ত পৌঁছাতে পারেনি কখনো।
জীবনে কিছু আক্ষেপ থেকে যায়।
কখনো প্রিয় মানুষটাকে নিজের করে রাখতে না পারার আক্ষেপ।
আর কখনো সেই হারানো মানুষের জন্য অহেতুক অপেক্ষা করার আক্ষেপ।
নিষেধাজ্ঞা আরোপ করা হউক মিথ্যা ভালোবাসার অভিনয়ের উপর।
আর নয়তো মুছে ফেলা হউক মিথ্যা সম্পর্কের রীতি।
কিছু কিছু নিশ্বাসের সাথে কি পরিমান কষ্ট,
হারানো দুঃখ আর না পাওয়ার ব্যথা লুকিয়ে থাকে-
তা একমাত্র তার স্রষ্ঠা ছাড়া আর কেউ জানে না।
নিজের মন খারাপের কথা কাউকে বলতে নেই।
কারণ মন খারাপের গল্প শুনে,
হয়তো তোমার সামনে দুঃখ প্রকাশ করবে।
কিন্তু তোমার আড়ালে করবে সমালোচনা।
আমার মন খারাপের গল্প যাদের হৃদয় ব্যতিত করেনি।
আমার মৃত্যুর খবর তাদের কান পর্যন্ত না পৌঁছাক।
হত্যা ঠেকানো গেলেও।
আত্মহত্যা ঠেকাতে পারে না মানুষ।
মানসিক অশান্তি মানুষকে রোজ মৃত্যুদন্ড দেয়।
কিছু অপূর্ণতা সামনে এগিয়ে যাবার জন্য প্রেরণা জাগায়।
নিজেকে উল্টেপাল্টে এই সামনে এগিয়ে যাবার জন্য-
থাকুক না সেই অপূর্ণতাগুলো আমাদের সাথেই।
সেই মানুষটি আমার না হোক।
যে তার স্বার্থের জন্য জ্বালিয়ে দেয় মন।
বেঁচে নেয় বিকল্প প্রিয়জন।।
কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে নেওয়া যায়,
কিন্তু সেচ্ছাকৃত চরমভাবে বদলে যাওয়া মানুষগুলোকে-
খুঁজলেও কখনো পাওয়া যায় না!!
তোমার আমার দেখা হউক
কিন্তু কথা না হউক।
কারণ মায়া নামের বিষাক্ত নেশার
আর জন্ম না হউক।
দেহ নয় পোড়ে অন্তর,
তুমি তো প্রিয় আছো সুখে
তাই নাওনা প্রিয়ার কোনো খবর।
সব খারাপ সময়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন,
যে মানুষ সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখাতে পারে,
তার জীবনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়।
কয়লা ধুইলে ময়লা যায়না ।
ঠিক তেমনি কিছু মানুষের
স্বভাব ও চরিত্র কোনোদিন বদলায় না!!!
বিষাক্ত শহরের মানুষ গুলো বলে
আবেগের কোন দাম নেই।
অথচ খবর নিয়ে দেখো আবেগহীন
মানুষ গুলোর বিবেক বলতে কিছু নেই।
বিবেকহীন মানুষ গুলো সব সময় বিবেকের-
বুলি আউড়ায়।
কিছু মানুষ মানুষকে কথার আঘাতে মেরে-
ফেলে আবার ক্ষমা চায়।
কিছু কথা একটু ভেবেচিন্তে বলতে হয়।
হুট করে মুখে আসলো,
আর বলে ফেললাম- ব্যাপারটা এরকম নয়।
যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে চুপ থাকা শ্রেয়।
এই শহরে ভালো থাকতে গেলে।
ভুলে যাওয়ার ক্ষমতা থাকতে হয়।
আর মিথ্যা মায়ার শহরে মায়া কাটানো
শিখতে পারা মানুষ গুলো সুখে রয়।
কষ্ট গুলোর সমাধি হয়েছে মনে।
মানুষ গুলো শুধু ব্যাথা দিতে জানে।
কে রাখে কার মনের খবর।
মনের ব্যথার দেওয়া হয় মনেই করব।
বেঈমান মানুষ গুলো সুখে থাকে
অন্যের অন্তর পুড়ে।
কিছু মানুষ প্রতিশ্রুতি বদ্ধ হয়।
শুধু মুহূর্তটাকে সুন্দর করার জন্য।
ভালো থাকা, আর ভালো রাখা
শব্দ দুটো সম্পূর্ণ আলাদা।
কারণ নিজেকে ভালো রাখার
দায়িত্ব অন্য মানুষ কে দেই।
আর অন্য কে ভালো রাখার দায়িত্ব
আমরা নিজেই নেই।
মাথা ব্যথা করলে যেমন মেডিসিন
নিয়ে মাথার ব্যথা সুস্থ সবল করে নিতে হয়।
ঠিল তেমনি সম্পর্কে সমস্যার সৃষ্টি হলে
সমস্যার সমাধান করতে হয়।
সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে হয় না।
বিকৃত মস্তিষ্কের মানুষগুলো
বোধহয় পারে তার ভালোবাসার
মানুষের সাথে বেইমানি করতে।
কারণ একজন সুস্থ মানুষ ভালোবাসতে
জানে এটাই তার মনের সৌন্দর্য।
যতক্ষণ তুমি নীরব ততক্ষণ
তুমি সবার চোখের মণি।
শুধু মুখের উপর সত্যি কথা বলে
দেখো শত্রুর জন্ম হয় কতখানি।
তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়।
তবে আমি তোমাকে অসম্ভব ভালোবাসি।
তোমার অবহেলা যদি আমায় দূরে -
সরিয়ে দেওয়া জন্য হয়।
তবে আমি দূরত্ব বজায় রাখবো।
কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে।
গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল।
এর অর্থ তুমি পরাজিত নাও,
এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায়
জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।
যে মানুষ'টা নিজেকে একা রাখার, একা থাকার অভ্যাস গড়ে নিয়েছে।
তাকে নতুন করে একা থাকার ভয় আর কোনদিনই গ্রাস করতে পারবে না।
কারণ একবার যে একা থাকা শিখে যায়,
তাকে পৃথিবীর আর কোনকিছুই একা করতে পারে না!
দুই ধরনের মানুষ আমাকে ভালোবেসেছে।
এক যাকে এত ভালোবেসে ও যে কখনো ই আমার হতে পারেনি।
দ্বিতীয় যে আমাকে ভালোবাসলো
অথচ ও কখনো ই আমি তার হতে পারিনি,
শেষ মেষ না আমি কারো হতে পারলাম না কেউ আমার হতে পারলো।।।
কিছু কিছু মানুষ তোমার জীবনে আসবে তোমায় ভালোবাসতে নয়,
নিজের একাকীত্ব গোছাতে নিজেকে যখন সাজিয়ে নিবে,
তখন তোমায় আর রাখবে না মনে।
তাই, নিজের পরিপূর্ণ বিশ্বাস দিতে নেই,
নিজের জন্য কিছু বিশ্বাস নিজের কাছে রাখতে হয়!
কোনো কোনো মানসিক আঘাতে আমরা হয়তো কাঁদি না !
কিন্তু হৃদয়ের গহীন কোনে মহাবিপদ সংকেত ছাড়াই ভূমিকম্প,
ঘূর্ণিঝড় কিংবা সুনামির মত মহাপ্রলয় ঘটে যায় মুহুর্তে।
হয়তো আমরা কাউকে বলি না,
কিন্তু অনুভূত হয় এমনও সব কষ্টের সীমাহীন দুর্যোগগুলো !
কিছু কিছু মায়া হৃদয়ের গভীরে পালিত,
কিছু কিছু কষ্ট অনেকেই নীরবে সয়ে যাই জীবন পথে।
এ যেন ক্ষনিকের জীবনে অসম আত্মত্যাগে শান্তি .... !!
বোকা মানুষগুলো সব সময় সব দিক থেকে বোকাই থেকে যায়।
ভালবাসার ক্ষেত্রেও তাই।
না পারে ভালবাসা দিয়ে ধরে রাখতে,
না পারে কাউকে ভালবেসে দূরে ঠেলে দিতে।
ভালবেসে গুরুত্ব বাড়াতে গিয়ে হয় অবহেলার স্বিকার,
না হয় দুরত্ব বাড়ালে পেতে হয় অবজ্ঞা।
বোকা বলেই উভয় চরিএের নামকরন এদের কপালে জুটে।
এই শহরের আবেগগুলো মেঘেদের ডাকঘরে পৌঁছে না,
এর আগেই হয়ে যায় আকাশ চুরি।
হাসিরা চাপা পড়ে যায় জমাট দীর্ঘশ্বাসে,
সামাজিকতার নাটাইয়ে বাঁধা থাকে মলিন ইচ্ছে ঘুড়ি।
এই শহরের কান্নারা ভালোবাসার কানে পৌঁছায় না,
এর আগেই বদলে যায় সম্পর্কের ঠিকানা।ইন্টারনেটের সবুজ চোখে জীবন্ত
লাশগুলো চেয়ে থাকে,মনভাঙা আত্মাগুলো খুঁজে মাটির বিছানা।
এই শহরে কেউ কারো না ।
তবুও চোখগুলো কেন যেন চেয়ে থাকে,
অদ্ভুত সব স্বপ্নের জল ভরে?
মুখে কিছু না বললেও মনে জমে কতো কথা!
স্টার্নামে জমে এতো ব্যথা!কেউ যদি বলে দিতো তারে...
জেনে শুনে, একাকীত্ব ডেকে আনা সহজ,
কিন্তু সেটার ভার বহন করা কঠিন।
ফুরিয়ে যাবে মুহুর্ত, বদলে যাবে মানুষ।
থেকে যাবে চুপচাপ মৃত অভিমান ।
ভুল হবে আবার, মানুষ চিনতে মুছে যাবে যত প্ৰশংসা,
যত যত্ন! দোষারোপে ঝুলন্ত পরিচয় ।
অপেক্ষা করো, নিজের জন্য। আক্ষেপ সাজাও, নিজের জন্য।
সময় দাও নিজেকে, অভ্যেস করো নিজেকে।
ভালোবাসা জমুক নিজের জন্য, যত্নে রাখো, নিজেকে।
যে শতকে মানুষে মানুষে শুধুই অভিযোগ,
সেখানে ভালোবাসা আসলে একটা রোগ।
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)
No comments