Ads

আপনার শুধু প্রয়োজন সহযোগীতার একটি হাত। @মিঃ মধু

আপনার শুধু প্রয়োজন সহযোগীতার একটি হাত।  @মিঃ_বুদ্ধিমান_গাধা®


প্রয়োজন_সহযোগীতার_একটি_হাত

বিষয়টি এমন নয় যে, লোকটি হাতিটিকে পিঠে ধাক্কা দিয়ে ট্রাকের মধ্যে উঠিয়ে দিবে।
বরং এখানে ব্যাপারটি হল,,,
লোকটি পিঠে হাত রাখলে হাতি বোঝবে যে-- তাকে সমর্থন করার জন্য কেউ আছে। 
এবং সে সহজেই নিজেকে ট্রাকের দিকে টেনে নিয়ে যাবে।

"প্রেরণার" এটি এক চমৎকার উদাহরণ।
আমাদের মধ্যে অনেক লোক এমন আছেন, যারা ব্যর্থ হয়েছেন।
কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ নেই । 
অথচ উঠে দাঁড়ানোর মতো তাদের সবই ছিল ।

অন্যকে আমরা পুরোপুরি সাহায্য-সহযোগীতা করতে
সক্ষম নাও হতে পারি ।
তবে তার কঠিন সময়ে আমরা তার পাশে থেকে উৎসাহ দিতে পারি ।

ভালবাসা ও ইতিবাচক সহযোগিতার মাধ্যমে যদি কেউ।
উঠে দাঁড়াতে পারে, কারো জীবন পরিবর্তন হতে পারে,
তাহলে এর চাইতে উত্তম কাজ আর কী হতে পারে ?
    
কেনো আপনার প্রয়োজন সহযোগীতার একটি হাত ।  @মিঃ_বুদ্ধিমান_গাধা®

সারা জীবন প্রয়োজন পরবে?

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয়, 
তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। 
তো, লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো, 
তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো, 
এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। 
এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। 
সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই।
কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন?


❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলোনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলোনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলোনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন
   
কেনো আপনার প্রয়োজন সহযোগীতার একটি হাত ।  @মিঃ_বুদ্ধিমান_গাধা®


#এরপর-
❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।
❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন।
❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।
❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।
❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।

#আর_আজ-
আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেনো ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। 
৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই 
প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন।
তাহলে_হতাশা_কেনো?
    
কেনো আপনার প্রয়োজন সহযোগীতার একটি হাত ।  @মিঃ_বুদ্ধিমান_গাধা®

এক জাহাজের ইঞ্জিন চালু হচ্ছিল না। 

জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ারকে দেখিয়েছেন কিন্তু কেউ তা ঠিক করতে পারেনি। 
তাই তিনি ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এনেছেন। 
তিনি খুব সাবধানে ইঞ্জিন পরিদর্শন করেন, উপর থেকে নিচে কিছুক্ষন দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছােট হাতুড়ি বের করলো তিনি হাতুড়ি দিয়ে আলতাে করে একটা আঘাত করলেন সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল! ৭ দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন ২০,০০ ডলার! জাহাজের মালিক বলল , আপনি তাে এখানে তেমন কিছুই করেন নাই৷
এতাে বিল অসলাে কেমনে ... ?

তারপর ইঞ্জিনিয়ার বললেন হাতুড়ি দিয়ে বারি মারার বিল ২ ডলার কিন্তু কোন জায়গায় মারতে হবে, 
মানে জায়গা বরাবর মারার জন্য ১৯৯৮ ডলার।
শিক্ষাঃ আপনার অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে পাঁচ মিনিটের কাজ ভেবে 
পাঁচ টাকায় করবেন না,
এতে আপনার ডিমান্ড আপনি নিজে কমাচ্ছেন !
অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে ,
সেই পরিশ্রমের মূল্য দিতে শিখুন ।



    ধন্যবাদান্তেঃ------
    মওদুদ আহমেদ মধু 
   মিঃ_বুদ্ধিমান_গাধা®


No comments

Powered by Blogger.