Ads

বিয়ের আগে- আপনারই বন্ধুর সাথে আপনার স্ত্রীর প্রেম ছিলো, এখন আপনার কি করনীয় ???

 

বিয়ের আগে- আপনারই বন্ধুর সাথে আপনার স্ত্রীর প্রেম ছিলো, এখন আপনার কি করনীয় ???




জিজ্ঞাসাঃ----

ধরুন---
বিয়ের আগে- আপনার স্ত্রী আপনাকে বললো যে, তার কোন প্রেম ছিল না। 
কিন্তু বিয়ের পর জানতে পারলেন যে, তার ৫ বছরের প্রেম ছিল আপনারই বন্ধুর সাথে। 
তাদের শারীরিক সম্পর্ক না হলেও, প্রায়ই চুম্বন হত। এখন  আপনার করণীয় কী?


প্রথম উত্তরঃ----- 

পাঁচ বছরের সম্পর্ক মানে বিশাল কিছু। 
আমার নিজের একটা প্রেমের অভিজ্ঞতা থেকে দেখেছি যদি কোন মেয়ে কোন ছেলেকে পাগলের মত ভালবাসতে পারে তাহলে শারিরীক সম্পর্ক হওয়াটা শুধুমাত্র একটা খালি রুম যোগাড় করার অপেক্ষা মাত্র। এটা যাস্ট আমার অভিজ্ঞতা থেকে বললাম। এটা খারাপ দিক।


আশার দিক হচ্ছে বেশিরভাগ মেয়েরা প্রেম করে সময় কাটানোর জন্য, নিজের মনের কথাগুলো শেয়ার করার জন্য, কারো কাছে প্রায়োরিটি পাওয়ার জন্য। এধরণের আরকি।


আমি বিয়ের পর আমার বউকে বলেছিলাম যে আমার একটা রিলেশন ছিল। 
কিন্ত আমার বউয়ের পূর্বে কোন রিলেশন ছিল না। আমার রিলেশনের কথা শুনে সে প্রচন্ড ভেঙ্গে পড়ে। পরে তাকে আস্বস্ত করি যে আমার রিলেশন ছিল ফোনে/ফেসবুকে। 

তখন সে মেনে নিলেও আমি বুঝতে পারি যে বিষয়টা তাকে কষ্ট দেয়। 
একজন মুসলিম হিসেবে পরবর্তীতে আমি কিছু ইসলামী লেকচার শুনে বুঝতে পারলাম ,
পুরাতন কাহিনী শেয়ার তরা উচিত হয়নাই।



এবার আসি আপনার কথায়। 
ধরে নিলাম আপনি বিয়ের আগে কোন ধরনের প্রেম করেননাই, এজন্যই আপনার খারাপ লাগছে। 
সে আপনাকে তার পূর্ববর্তী ঘটনা বলেছে, এটা ভাল দিক। 
সে আপনার কাছে লুকিয়েছিল সেটাও ভাল দিক। সে লুকিয়েছিল মানে সে আপনাকে চেয়েছিল, আপনার সাথে সংসার করতে চেয়েছিল, আপনাকে প্রায়োরিটি দিয়েছিল। 

আপনার কাজ হবে পূর্বের কথা চিন্তা না করে তাকে ভালবাসা। প্রচন্ড ভালবাসতে হবে যেন আপনাকে ভালবাসতে সে বাধ্য হয়। আপনি হয়ত তাকে ভালবাসেন, সেটা প্রকাশ করতে হবে। 
মেয়েরা ভালবাসার প্রকাশটাকে অত্যান্ত পছন্দ করে। যতটুকু তাকে ভালবাসেন তার কয়েকগুন প্রকাশ করুন। বিশ্বাস করেন ভাই সে আপনাকে ভালবাসতে বাধ্য। 
পিছনে যা হয়েছে তা ভুলে গিয়ে ভালবাসতে থাকুন, ভাল থাকবেন। আপনি যত বেশি ভালবাসা দেখাতে পারবেন সে আপনাকে তত বেশি ভালবাসবে। তার পরিবারের কথা ভুলে গিয়ে আপনাকেই ভালবাসবে।

অতীত ভুলে যান, শুধু শুধু কষ্ট বাড়াবেন না।

ভালবাসুন, ভাল থাকুন।




দ্বিতীয় উত্তরঃ----- 

বলতে ইচ্ছে করছে আপনি দশ বছর ধরে -
না না ভুল হলো, সারাজীবন ধরে আরও ভালো করে চুমু খান!!

বুঝিয়ে বলি তবে --

দেখুন, যতদিন আপনি তার (স্ত্রী'র)জীবনে আসেন নি আপনার কোনো ছাপ, আপনার স্ত্রীর মনে ছিলোই না। আপনার কাছেও তুলাদন্ড নেই যা দিয়ে মেপে বলতে পারেন,যে আপনার বন্ধুর চুম্বনের স্বাদ আপনাকে ছাড়িয়ে গিয়েছিলো। বা আপনি বন্ধুর কাছে পরাজিত হয়েছিলেন এ ব্যাপারে😊!
তাই মল্লযুদ্ধে পরাজিত হবার মনোভাবটি ছাড়তে পারলেই আপনার জন্য ভালো!


তিনি (আপনার স্ত্রী) আপনাকে যা জানানোর জানিয়েছিলেন।আপনার মন ভরে নি বলেই আরও খোঁচাখুঁচি করে বেশি বেশি জেনেছেন। এতে মনের শান্তি অনেকটাই ইতিমধ্যে নষ্ট করে ফেলেছেন!


এবার বাকিটুকু শান্তি নষ্ট করার জন্য বা নিজেকে আরও বিভ্রান্ত করার জন্য আরও প্রশ্ন নিজেকে করে চলেছেন : অনেক ব্যাক্তির মাঝে "কী করনীয় " এই প্রশ্ন ছুঁড়ে দেওয়াই তার প্রমাণ!


শেষে একটা কথাই বলতে পারি সেই চুম্বনকে আরও তীব্র আশ্লেষী চুম্বন দিয়েই ভোলাতে পারেন, এবং সেটিই আপনার করনীয়!!সন্দেহকে পেছনে ঠেলে দিন, তিনি এখন আপনার স্ত্রী এটাই সত্যি,অন্যকিছু এর থেকে বড়ো সত্যি নয়!সব ভুলে ভালোবাসুন ও ভালো থাকুন।


নইলে বিয়েরও আগে বৌএর চুমুর ওপর নিয়ন্ত্রণ চাইলে হাতে থাকবে শুধুই মোয়া!




তৃতীয় উত্তরঃ----- 

বাস্তবতা হলো, আপনার স্ত্রীর যদি আপনার বন্ধুর সাথে ৫ বছর প্রেমের সম্পর্ক থেকে থাকে,
তাহলে তাদের ভিতর অবশ্যই শারিরীক সম্পর্ক ছিলই!
৫ বছর রিলেশান থাকলে এটা খুবই স্বাভাবিক বাপার. আপনার স্ত্রী আপনাকে বিস্তারিত বলেননি, 
কারন আপনি আরও বেশী Hurt হবেন বলে। 

আপনি বিয়ের আগে সবকিছু clear করেননি কেন ?

আমার মনে হয়,আপনার স্ত্রী খুবই সুন্দরী,সপ্রতিভ এবং open minded মেয়ে।  
আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়ে গিয়েছিলেন. আমার মনে হয়,আপনি কোনোদিন প্রেম করেননি আর আপনার কোনো মেয়ে বন্ধুও ছিল না।  আপনি মোটামুটি সুদর্শন (Moderate handsome). তাই বিয়ের আগে প্রথম দেখাতেই এইরকম একজন smart মেয়ে আপনার জীবনসঙ্গিনী হতে চলেছে ভেবেই আপনি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন। 

আপনার স্ত্রী যখন প্রথম আপনাকে জানান, তারপর থেকে আপনি যখন ভেঙে পড়েছেন, 
উনি কি বলছেন বা কিভাবে সান্তনা দিচ্ছেন ?

আপনার স্ত্রী আপনাকে বলেননি কেন ?

এটা বাস্তব যে কোনো মেয়ে তার অতীত জানায় না । 
আর জানালেও , details বলে না বিশেষ করে ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কথা । 


পুরুষেদের অনিচ্ছাকৃত ছোয়া আর
নোংরা ছোয়ার মাঝে পার্থক্য খুঁজে পান?



এটা চরম বাস্তব যে, আপনার স্ত্রীর যদি শুধুমাত্র চুম্বনের সম্পর্কও থাকে (যা অসম্ভব) ।
তাহলেও আপনার কাছে উনি কখনোই same level of passion and thrill পাননি বা পাবেনও না। 
যেটা উনি পেয়েছিলেন ওনার বয়ফ্রেন্ডের মানে আপনার বন্ধুর কাছে।
শুধু তাই নয়, আপনার সাথে শারীরিক ঘনিষ্ঠতার সময়েও, আপনার স্ত্রীর তার বয়ফ্রেন্ডের ,
মানে আপনার বন্ধুর কথা, তাদের excited moment গুলোর কথা মনে পরে । 
তবে আপনার স্ত্রীর যদি শুধুই চুমুর সম্পর্ক থাকে এবং যদি আপনার সঙ্গেই জীবনের প্রথম সেক্স করে থাকে, তাহলে বলব আপনার পরিস্হিতি অনেকের থেকে অনেকটাই ভাল।




অনেকেই আপনাকে জ্ঞান দেবে,কারন তাদেরও এক বা একাধিক অতীত ছিল। 
তারা কখনই আপনার মত ছেলেদের যন্ত্রনা বুঝবে না। 
এরা আপনাকে নিয়ে উপহাস করবে, মেকি সান্তনা দেবে, 
আর আপনাকেই দোষ দেবে backdated ছেলে বলে । 

আজকের দিনে এটা সাধারন বাপার. কারন আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব মেয়েরই আর অন্তত ৭০% ছেলের বিয়ের আগে রিলেশান থাকে। অধিকাংশ মেয়েরই এবং কিছু ছেলেদের একের অধিক রিলেশান থাকে। কেনো মেয়েই কুমারী নয়।


আপনি এখন খোঁজ নিন বা ভেবে দেখুন :-

১. 
আপনার স্ত্রী অতীত থেকে বেরিয়ে আসতে পেরেছেন কি না ?

২. 
এখন আপনাকে কতটা ভালবাসেন ?

৩. 
আপনার কাছে শারীরিক আর মানসিক সাহচর্য চাওয়ার ব্যাপারে কতটা crazy ?

৪. 
আপনার স্ত্রী আপনার বন্ধুর খোঁজ খবর নেন কি না ?

৫. 
আপনার স্ত্রী আপনার সাথে আপনার বন্ধুর তুলনা করেন কি না ?

৬.
বিয়ের আগে আপনার স্ত্রীর অন্য পুরুষ বন্ধুদের সাথে মেলামেশা কেমন ছিল,
বা বিয়ের পর এখন কেমন ?

৭. 
উনি এখন নিশ্চয় বুঝতে পারছেন যে আপনি ভেঙে পরেছেন, এ
খন কিভাবে আপনাকে ভালবাসছেন ?

৮. 
আপনি কিছুদিনের জন্য বাইরে যাবার নাম করে কাছাকাছি কোথাও লুকিয়ে থাকুন।
দেখুন ওরা মেলামেশা করছে কি না ? নিয়মিত ফোন/text করছে কি না ?

(১/৩/৪/৫ নম্বর point গুলো জানুন কোনো বিশ্বস্ত মহিলা বা মহিলাদের মাধ্যমে জানুন).

যদি দেখেন all are okay, she is happy with you তাহলে বলব  live for present and focus your energy on future, অতীত ঘেটে লাভ নেই আর অতীত change করতেও পারবেন না।  
বরং আপনার subconscious minder বিলিভ সিস্টেমের মধ্যে ঢুকিয়ে নিন । 
যে আপনার স্ত্রী শুধু আপনাকেই ভালবাসে, যদিও I am sure, rest of your life, 
আপনি আর কোনোদিনই আর আপনার স্ত্রীকে আর আগের মত ভালবাসতে পারবেন না। 




চতুর্থ উত্তরঃ----- 

এই প্রশ্নের জবাব আমার দেয়ার কথা না, তারপরেও আমি লিখতে চাচ্ছি। 
আমি একজন নারী হয়ে যা অনুভব করি, আমি নিজে যা করি তা-ই বলছি। 
আমি বুঝতে পারছি না, যে ব্যাপারটি নিয়ে আপনার আশ্বস্ত হওয়ার কথা । তা না হয়ে আপনি কষ্টে আছেন কেন ?  আপনার বউয়ের জায়গায় আমি হলেও এই কথা বিয়ের আগে বলতাম না। 
যাকে ঠিক ভাবে চিনি না, বিশ্বাস করবো কিনা বুঝতে পারছিনা তাকে কিভাবে এই কথা বলবো?


আপনি এইযে এতো মন খারাপ করছেন, তার কারণগুলো খুঁজে বের করেছেন? 
আপনি বউকে খুব বিশ্বাস করেন আর এটা তিনি অর্জন করেছেন নিজের যোগ্যতা দিয়ে। 
এখন কিন্তু আপনি তাকে খুব ভালো করেই চেনেন, তিনিও আপনাকে চেনেন। 

তিনি এখন শুধু আপনাকেই ভালোবাসেন আর এই কথাটা আপনিও জানেন, কিন্তু এখন মানতে পারছেন না। মেয়েদের একটা স্বভাব হলো যত সুন্দর, যোগ্য প্রেমিক থাকুক না কেন, সে তার স্বামীকেই বেশি ভালোবাসে। তখন আর কোন প্রেমিক তার মনে একটুও থাকেনা। 


আপনার বউ এখন ভাবছে " কোন ভুলে যে ওই ছাগলটার সাথে সম্পর্ক ছিলো"। 
আপনার বউকে বিশ্বাস করেই দেখুন। আপনি তার প্রেমিকের চেয়ে বেস্ট, এটা আপনার বউ প্রমান করে দিয়েছেন। 
আপনি আর আপনার বউ হলেন এক দলে আর আপনার বন্ধু নামক শত্রুটি হলো অন্য দল। 
আপনার বন্ধু মানুষ ভালোনা। না তিনি ভালো প্রেমিক ছিলেন, না ভালো বন্ধু হতে পেরেছেন। 
ভদ্রলোক শুধু নিজেকেই ভালোবাসেন। যদি অন্য কাউকে ভালোবাসতে পারতো তাহলে এই কথাটা আপনার জানার কথা ছিলনা। 
মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব ভালো কাজ করে। আপনার বউ জানে, তার স্বামী তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার প্রতি ভালবাসা তাকে সত্যি কথা বলতে সাহায্য করেছে।


বলতে গেলে তো অনেক কিছুই বলতে পারি। 
কি লাভ হবে এতো কিছু বলে, বলেন তো?

আপনি এখন নিজের খেয়ে বন্ধুর উপকার করতে পারেন। এতো ভালো মেয়ে হাতছাড়া হয়ে গেছে এই দুঃখের ভার তো সে নিতে পারছেনা। 
" আমার বন্ধু আর প্রেমিকা এতো ভালো থাকবে আর আমি দেখতে থাকব? 
কখনই না।  শান্তি নষ্ট করতে হবে।
" ভাই… আপনি দয়া করে এই ভালো মেয়েটিকে বের করে দিন। 
তারপর বন্ধুকে গিয়ে বলেন, " আমিও এতো ভালো একজন মেয়ে নিয়ে সংসার করার মতো যোগ্য না। শত হলেও আমি তোরই বন্ধু।"




ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
#_মিঃ_বুদ্ধিমান_গাধা®

No comments

Powered by Blogger.