Ads

একটা মেয়ে ছেলেদের কোন কোন জিনিসগুলো দেখে প্রেমে পড়ে ? @মিঃ মধু

একটা মেয়ে ছেলেদের কোন কোন জিনিসগুলো দেখে প্রেমে পড়ে ? @মিঃ মধু

একটা মেয়ে ছেলেদের কোন কোন জিনিসগুলো দেখে প্রেমে পড়ে ?


১) সুন্দর দেখতে –

ছেলেরা যেমন সুন্দর দেখতে মেয়ে পছন্দ করে, তেমনি মেয়েরাও সুন্দর দেখতে ছেলে পছন্দ করে । কোন ছেলে যদি একটা সুন্দরি মেয়ে দেখে তাঁর দিকে হা করে তাকিয়ে থাকে ।

মেয়েরা সুন্দর ছেলেদের দেখে কিন্তু, এমন ভাবে দেখে আপনি সহজে বুঝতে পারবেন না ।

ছেলেদের ফ্যাশন সম্পর্কে সচেতন থাকতে হবে । তাই বলে অতিরিক্ত স্টাইল কিন্তু মেয়েদের একেবারেই অপছন্দ । যদিও আপনি দেখতে ততটা সুন্দর না হন মোটামুটি সুন্দর দেখায় এমন পোশাক পরবেন । দামি পোশাক পরতে হবে এমন কোন কথা নেই.

তবে পোশাকটি যেন পরিষ্কার ও সুন্দর হয় ।

একটা ছেলে তার সঙ্গে মানিয়ে একটা পাঞ্জাবি পরলে, কাঁধে ঝোলা ব্যাগ, চোখে চশমা, চাপ দাড়ি ।

খুব গুছিয়ে কথা বলতে পারে , এই ধরণের পুরুষদের প্রথম দেখাতেই যে কোন মেয়ের ভালো লাগে । প্রথমে আমরা যেকোনো মানুষের পোশাক দেখি, তাঁর পর অন্য দিকে নজর দিয়ে থাকি ।

কেননা এলোমেলো হয়ে থাকা ছেলেদের মোটেও পছন্দ করে না মেয়েরা ।

তাই ছেলেদের এই গুণ থাকা আবশ্যক ।

একটা মেয়ে ছেলেদের কোন কোন জিনিসগুলো দেখে প্রেমে পড়ে  @মিঃ মধু

 

২) স্বভাব ও চরিত্র –

আপনাকে কোন মেয়ে পছন্দ করলেন । এরপর সে দেখবে আপনার স্বভাব ও চরিত্র কেমন ।

তখন সে মেয়েটি করবে কি, আপনার পরিচিত মানুষ যেমন বন্ধু, পাড়ার লোকের কাছ থাকে আপনার সম্পর্কে খবর নেবে । আপনি কেমন, কি করেন, কোথায় যান ইত্যাদি ।

আপনার সম্পর্কে মানুষ ভাল ভাবে সেইসব কাজ করবেন । আপনি টাকা পয়সা না নিয়ে বিভিন্ন যে সব সামাজিক কাজ হয় সেখানে নিজেকে যুক্ত করতে পারেন ।

আর একটা কথা সবসময় মনে রাখবেন নিজের মনের গোপন কথা ভুলেও কাউকে বলবেন না । কারন পরে সেই জন্য আপনাকে কষ্ট পেতে হবে ।



৩) চেষ্টা করা –

 

আমরা মানে মানুষরা একবার কোন কাজ করে সাফল্য পাইনা। আর মেয়েদের মন সেটা পাওয়া অনেক কঠিন । আমাদের তাঁর পছন্দের হতে হলে বারবার চেষ্টা করতে হবে ।

একথা জীবনের প্রতিটি কাজের জন্য বলা যায় ।

প্রথমে যে কোন মানুষ আপনাকে পছন্দ করবেনা । যদি আপনি তাঁর কাছে বারবার ফিরে আসেন তখন সে একবার হলেও আপনার কথা ভাবতে বাধ্য হবে ।

একবারে কোন কাজে সাফল্য আসেনা । কয়েকবার চেষ্টা করুন, দেখুন তার পর কি হয় ।


৪) গুরুত্ব ও যত্ন –

সম্পর্ক শুরু হওয়ার পর সঙ্গী যখন নিয়মিত খবর রাখছে তখন মেয়েরা খুব খুশি হয় । কারন সব মেয়েরা চায় যে তার বয়-ফ্রেন্ড বা স্বামী তাঁর কথার গুরুত্ব দেবে ও তাঁর যত্ন করবে । তাঁর কথার গুরুত্ব দেওয়া আপনার একটা ভাল অভ্যাস ।

সাধারণ ভাবে আমরা করি কি, মেয়েদের কথায় গুরুত্ব না দিয়ে নিজেদের মত তা জোর করে চাপিয়ে দিয়ে থাকি । এরফলে সে নিজেকে ছোট ও অসম্মানিত বোধ করে ।

তাই তাঁর কথা একটু ভাবুন, সে কি বলতে চায় । তাঁর যত্ন নেওয়া আপনার একটি ভাল গুন ।

কারণ সে যদি কোন বিপদে পড়ে আপনার কাছে সমাধান নিতে আসবে ।

আপনার উচিৎ তাঁকে যত্ন করে সমস্যা সমাধান করা ।



৫) সাহসিকতা –

প্রতিটি মানুষ সাহসী ছেলেদের পছন্দ করে । আপনি যদি সামনা সামনি দাড়িয়ে কিছু বলার সাহস না থাকে তাহলে আপনাকে কে পছন্দ করবে বলুন ।

আপনি যদি কাউকে ভালবাসেন তবে অন্যকে দিয়ে না বলিয়ে, নিজে সামনা সামনি বলুন ।

শুধু ভালবাসা কেন জীবনে কোন কাজে যদি সাহস না নিয়ে এগোতে পারেন তাহলে আপনার দ্বারা কিছু হবেনা ।




No comments

Powered by Blogger.