ছেলেদের পটানোর উপায় কি??
===(প্রথম)
১।
আপনাকে সুন্দরী হতে হবে,
নাক একটু বোচা থাকলে মেকাপ দিয়ে ঢাকতে হবে ,
===(তৃতীয়)
ব্যক্তি বুঝে দুর্বলতার সংজ্ঞা আলাদা। মেয়েরা তার চাইতে সুন্দর, স্মার্ট, শিক্ষিত ছেলেদের পছন্দ করে।
একটা উদাহরণ দেয়,
যা যা করলে দুর্বল হতে পারে -
তাকে নক দিবেন। প্রতিদিন আগে নক দিবেন। কারণ মেয়েরা নক পেতে পছন্দ করে,
যদি অফলাইনে হয় তার সাথে কথা বলার চেষ্টা করবেন।
তার পরিবারের খোঁজ খবর নিবেন। সে যাকে বেশি ভালোবাসে তাকে আপনিও ভালোবাসবেন।
তাকে প্রচুর হাসাবেন।
তার কাছে কবি হয়ে যাবেন। যতটা রোমান্টিক হওয়া যায়।
উপহার দিবেন। মেয়েরা উপহার পেতে পছন্দ করে।
প্রেম মানে কি?
ভিক্টোরিয়ায় বাদামভাজা?
যে ভালোবাসা না বলা থেকে যায়, যে ভালোবাসা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর আগে,
আচ্ছা মহাপুরুষেরা মানে ধর্ম প্রবর্তক, অবতার, বিভিন্ন সময়ের মহান ব্যক্তিত্বরা কি প্রেম করেননি?
আচ্ছা যাঁরা বিয়ে করেননি তার মানে কি এই যে তাঁরা প্রেম করেন নি?
আবার প্রশ্ন, প্রেম কি?
The Darkness বলেছে - Love is only a feeling.
বাউল বলছেন - পিঁপড়ে বোঝে চিনির দাম, বানিয়া চেনে সোনা/ মাটির প্রেমের মূল্য কে জানে?
Bertrand Russell বলেছেন - “To fear love is to fear life, and those who fear life are already three parts dead.”
বাংলা করলে - প্রেমকে ভয় পাওয়া মানে জীবনকে ভয় পাওয়া, এবং যাঁরা জীবনকে ভয় পান তাঁরা ৭৫ শতাংশই মৃত!
Jean Paul Sartre বলেছেন - “You know, it's quite a job starting to love somebody. You have to have energy, generosity, blindness. There is even a moment, in the very beginning, when you have to jump across a precipice: if you think about it you don't do it."
বাংলায় - বুঝলেন না, কাউকে ভালোবাসতে শুরু করাটা বেশ বড় একটা কাজ।
যাঁদের মনে ভালোবাসা জাগে না।
এ ছাড়া ঈশ্বরের পৃথিবীতে সক্কল ছেলেরাই প্রেম করতে সক্ষম।
অথবা নোস-জব এর মাধ্যমে ঠিক করতে হবে।
নায়িকাদের মত আওয়ারগ্লাস ফিগার হতে হবে।
মুটকি হলে চলবে না। ছেলেরা প্রথমে আপনার চেহারা দেখবে-
আপনার পারসোনালিটি দুর্দান্ত হওয়া চাই
৩।
৩।
আপনার ভালো বেতনের চাকরি থাকতে হবে
৪।
৪।
আপনার ভালো সেন্স অফ হিউমার থাকতে হবে, ছেলেকে হাসাতে জানতে হবে
৫।
৫।
দিনের ভেতর দশবার ফোন করে "বাবু খাইসো?"
জিজ্ঞেস করতে হবে,
তাকে সময় দিতে হবে, কেয়ার নিতে হবে।
৬।
৬।
তার সামনে দামি কাপড় পরে সেজেগুজে থাকতে হবে।
৭।
৭।
ফ্যামিলিসহ তার চৌদ্দগুষ্টির খোঁজ খবর রাখতে হবে।
.
.
উপরে যা বলছি সব ভুয়া। 😁😁😁
.
.
উপরে যা বলছি সব ভুয়া। 😁😁😁
ছেলে হিসেবে প্রকৃতিগতভাবে আমাদের একটা দুর্বল দিক আছে,
আর সেই দুর্বল দিকটা কাজে লাগিয়ে আমাদেরকে বশে আনার অস্ত্রটাও মেয়েদের মাঝে আছে ।
সেটা হলো- কোন মেয়ে আমাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিলেই আমরা ঘায়েল হয়ে যাই!
সেই হাসি এড়ানোর ক্ষমতা আমাদের দেওয়া হয় নি।
তাই যাকে পটাতে চান- হাল্কা সাজগোজ করে, সুন্দর একটা শাড়ী পরে চুল খোলা রেখে তার কাছে যান, তার দিকে তাকান, চোখে চোখ পড়লে মিষ্টি করে একটা হাসি দিন- কাজ শেষ! ☺️
তবে সাধারণ ছেলেরা একটা হাসিতে দুর্বল হয়ে গেলেও যেসব ছেলেরা বুদ্ধিমান এবং জ্ঞানসম্পন্ন তারা অবশ্য শুধু হাসিতে মোহাবিষ্ট হবে না। তারা আপনার ব্যক্তিত্ব, চরিত্র, চালচলন এসবও যাচাই করে দেখবে। গুনসম্পন্ন ছেলেকে ইম্প্রেস করতে গেলে ওটুকু এক্সট্রা লাগবেই।
===(দ্বিতীয়)
৬ টা কাজ করতে পারেন, যেন যাকে আপনি পছন্দ করেন সে আপনার প্রতি ইন্টারেস্ট হয় ।
১)
তবে সাধারণ ছেলেরা একটা হাসিতে দুর্বল হয়ে গেলেও যেসব ছেলেরা বুদ্ধিমান এবং জ্ঞানসম্পন্ন তারা অবশ্য শুধু হাসিতে মোহাবিষ্ট হবে না। তারা আপনার ব্যক্তিত্ব, চরিত্র, চালচলন এসবও যাচাই করে দেখবে। গুনসম্পন্ন ছেলেকে ইম্প্রেস করতে গেলে ওটুকু এক্সট্রা লাগবেই।
===(দ্বিতীয়)
৬ টা কাজ করতে পারেন, যেন যাকে আপনি পছন্দ করেন সে আপনার প্রতি ইন্টারেস্ট হয় ।
১)
তার যে সব বিষয়ে প্রতি ইন্টারেস্ট , সেই সব বিষয়ে প্রতি ইন্টারেস্ট দেখান। সেই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলেন।
২)
২)
appreciate করেন। যে কোন ভালো কাজে তাকে এবং প্রশংসিত ও উৎসাহিত করতে পারেন।
৩)
৩)
পুরুষ মানুষের ও পার্সোনাল স্পেস দরকার এটা অবশ্যই আপনাকে মানতে হবে।
৪)
৪)
রিলেশনের বাইরেও জীবন আছে সেটা বোঝার চেষ্টা করুন।
৫)
৫)
কোন কিছুই দ্রুত করার চেস্টা করবেন না। প্রপোজ, প্রেম, ইন্টিমিসি ইত্যাদি বিষয়গুলো।
৬)
৬)
have fun
৭)
৭)
নিজের মূল্য তাকে বুঝানোর কিছুই নেই।
এত কিছু করার পর যদি তার আপনাকে ভালো লাগে।
===(তৃতীয়)
ব্যক্তি বুঝে দুর্বলতার সংজ্ঞা আলাদা। মেয়েরা তার চাইতে সুন্দর, স্মার্ট, শিক্ষিত ছেলেদের পছন্দ করে।
একটা উদাহরণ দেয়,
একজন ঘামেভেজা কালো কাজ করা ছেলে দেখলে মেয়েরা তার প্রতি আর্কষণ জন্মাবে না।
আর একজন স্মার্ট সুট পরা ছেলে অবশ্যই আর্কষণ জন্মাবে।
যা যা করলে দুর্বল হতে পারে -
তাকে নক দিবেন। প্রতিদিন আগে নক দিবেন। কারণ মেয়েরা নক পেতে পছন্দ করে,
দিতে পছন্দ করে না। আপনার একটা নক তার ছোট্ট একটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
তার গুণ গুলো বেশি বেশি বলবেন। অনেক প্রসংশা করবেন।
তার গুণ গুলো বেশি বেশি বলবেন। অনেক প্রসংশা করবেন।
যদি অফলাইনে হয় তার সাথে কথা বলার চেষ্টা করবেন।
মেয়েরা সেই ছেলের প্রতি আর্কষণ তৈরি করে যে তার সাথে কথা ব'লে।
তার পরিবারের খোঁজ খবর নিবেন। সে যাকে বেশি ভালোবাসে তাকে আপনিও ভালোবাসবেন।
তাকে প্রচুর হাসাবেন।
তার কাছে কবি হয়ে যাবেন। যতটা রোমান্টিক হওয়া যায়।
উপহার দিবেন। মেয়েরা উপহার পেতে পছন্দ করে।
যে উপহার দেয় তার প্রতি দুর্বল হবেই।
( বিঃদ্রঃ আমি প্রেমটেম করি না। তাই এতো বেশি অভিজ্ঞ নয়। )
ভিক্টোরিয়ায় বাদামভাজা?
প্রেমিকার হাত ধরে সিনেমা?
প্রথম চুম্বন?
বিয়ে করার আগের পূর্বরাগ?
হরমোনের উচ্ছাস?
যৌনতা?
পড়াশোনা ফেলে হাঁ করে গার্লফ্রেন্ডের সাথে গপ্প করা?
মেয়ের না শুনলে নিজের কব্জিতে ব্লেড মেরে দেওয়া?
একসাথে থাকতে থাকতে যখন একে অপরকে ছাড়া জীবন বিস্বাদ লাগে, সেইটা প্রেম?
বিয়ে করার আগের পূর্বরাগ?
হরমোনের উচ্ছাস?
যৌনতা?
পড়াশোনা ফেলে হাঁ করে গার্লফ্রেন্ডের সাথে গপ্প করা?
মেয়ের না শুনলে নিজের কব্জিতে ব্লেড মেরে দেওয়া?
একসাথে থাকতে থাকতে যখন একে অপরকে ছাড়া জীবন বিস্বাদ লাগে, সেইটা প্রেম?
যে ভালোবাসা না বলা থেকে যায়, যে ভালোবাসা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর আগে,
পথচলা শেষ হয়ে যায় বা যে সম্পর্ক ভেঙে যায় তা কি প্রেম হিসেবে ধরা হবে না?
আচ্ছা মহাপুরুষেরা মানে ধর্ম প্রবর্তক, অবতার, বিভিন্ন সময়ের মহান ব্যক্তিত্বরা কি প্রেম করেননি?
আচ্ছা যাঁরা বিয়ে করেননি তার মানে কি এই যে তাঁরা প্রেম করেন নি?
আবার প্রশ্ন, প্রেম কি?
The Darkness বলেছে - Love is only a feeling.
বাউল বলছেন - পিঁপড়ে বোঝে চিনির দাম, বানিয়া চেনে সোনা/ মাটির প্রেমের মূল্য কে জানে?
Bertrand Russell বলেছেন - “To fear love is to fear life, and those who fear life are already three parts dead.”
বাংলা করলে - প্রেমকে ভয় পাওয়া মানে জীবনকে ভয় পাওয়া, এবং যাঁরা জীবনকে ভয় পান তাঁরা ৭৫ শতাংশই মৃত!
Jean Paul Sartre বলেছেন - “You know, it's quite a job starting to love somebody. You have to have energy, generosity, blindness. There is even a moment, in the very beginning, when you have to jump across a precipice: if you think about it you don't do it."
বাংলায় - বুঝলেন না, কাউকে ভালোবাসতে শুরু করাটা বেশ বড় একটা কাজ।
শুরুর দিকে এমন একটা মুহূর্ত আসে যখন আপনাকে যেন এক লাফে একটা খাদ পেরোতে হয়:
এবং তখন ভাবতে বসলে, প্রেমটা করা হয়ে ওঠে না।
শেষ করব Nietzsche কে দিয়ে। উনি মোক্ষম কথাটা বলে গেছেন: It is not a lack of love, but a lack of friendship that makes unhappy marriages.
ভালোবাসার অভাব নয়, বন্ধুত্বের অভাবই বেশিরভাগ অসুখী বিবাহের মূল।
তবে কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?
যাঁরা ভালোবাসতে ভয় পান, মন ভাঙার ভয়ে।
যাঁরা জীবনে প্রেম করার জন্যে বা বলা ভাল সম্পর্কের পিছনে সময় দিতে অপারগ,
শেষ করব Nietzsche কে দিয়ে। উনি মোক্ষম কথাটা বলে গেছেন: It is not a lack of love, but a lack of friendship that makes unhappy marriages.
ভালোবাসার অভাব নয়, বন্ধুত্বের অভাবই বেশিরভাগ অসুখী বিবাহের মূল।
তবে কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?
যাঁরা ভালোবাসতে ভয় পান, মন ভাঙার ভয়ে।
যাঁরা জীবনে প্রেম করার জন্যে বা বলা ভাল সম্পর্কের পিছনে সময় দিতে অপারগ,
কারণ অন্য কিছুর গুরুত্ব তাঁর কাছে বেশি।
যাঁরা প্রেমের মূল্য বোঝেন না।
যাঁরা প্রেমের মূল্য বোঝেন না।
যাঁদের মনে ভালোবাসা জাগে না।
এ ছাড়া ঈশ্বরের পৃথিবীতে সক্কল ছেলেরাই প্রেম করতে সক্ষম।
বুদ্ধিমানে প্রেম না করতে জানলে পরের প্রজন্মের বুদ্ধিমানেরা জন্ম নিতেন কি 🙂?
ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
#_মিঃ_বুদ্ধিমান_গাধা®
No comments