অদ্ভূত জীবনের অদ্ভূতু্রে ভাবনা। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️
অদ্ভূত জীবনের অদ্ভূতু্রে ভাবনা
বড় অদ্ভূত আমাদের জীবন !
খুবই সিমিত আমাদের জীবনের স্থায়িত্ত ।আজ থেকে পঞ্চাশ বছর পরে, বর্তামানের প্রাপ্ত বয়স্ক একজন মানুষও এই দুনিয়ার বুকে থাকবে না
কি সর্বনাশের কথা ! মাত্র এই কটা বছর, হাতের আঙ্গুল দিয়ে গোনা যায় । এরপর আর আমরা কেউ থাকবো না ( প্রকৃতির স্বাভাবিক নিয়মে, সৃস্টিকর্তা কাউকে ১০০-১৫০বছরও রাখতে পারেন ) ।
তখন নতুন একদল মানুষ এই দুনিয়ায় বিচরন করবে, যাদের অস্তিত্তই এখন দুনিয়ায় নাই । তাদের পর্বও একসময় শেষ হয়ে যাবে আসবে আরেক নতুন পর্ব। আমাদের পূর্বেও এমন ছিল।
অথচ এই অল্প সময়ের জীবনে কত হরেক রকমের হিসেব কষে চলতে হয় । সে হিসাব চাওয়া-পাওয়ার, আনন্দ-বেদনার, ঘাত-প্রতিঘাতের ।
সে হিসাব স্বার্থের, সে হিসাব পাই পাই করে বুঝে নেওয়ার হিসাব ।
এক ইঞ্চিও কিছু ছাড়তে না চাওয়ার হিসাব । এতটুকু স্বার্থের ব্যাঘাত হতে না দেওয়ার হিসাব ।
আমার আমার বলে সর্বক্ষন যে কাড়াকাড়ি আমরা করি,
আমার মন বলে এগুলো স্থায়ি কিছুই আমাদের না বলেই এত চিৎকার চেচামেচি করি ।
এত হিসেব করি, কিছুই ছাড়তে চাই না ।
কে জানে এই সব কিছু স্থায়ি হলে বরং হয়ত অনেক কিছু ছেড়ে দিতাম !
এই ক্ষনিককাল জীবনে আমরা অবিরাম দৌড়ে চলছি। প্রতিনিয়ত দৌড়ে চলছি, প্রত্যেকে দোড়ে চলছি!
গন্তব্য কোথায় আমারা কেউ কি জানি ?
অনিশ্চিৎ এক হন্তব্যহীন যাত্রায় আমরা সামিল হয়েছি।
এই যাত্রায় কারও ডানে বায়ে তাকানোর সময় নেই।
অথচ এক সময় সবাইকে থামতে হবে।
গন্তব্য অনিশ্চিত রেখেই থামতে হবে ।
সবাই সেই পথের শুরু দেখতে পারে কিন্তু পথের শেষ দেখতে পায় না।
ব্যাপারটা এমন না যে, কোনমতে কস্ট-ক্লিস্ট করে কাড়াকাড়ি মারামারি হানাহানি করে, কড়া হিসাব করে এই পথটুকু পাড়ি দিয়ে গন্তব্যে যেয়ে নিশ্চিন্তে সব অর্জন গুলি নিরন্তর ভোগ করে যাবো অনন্তকাল সময় ধরে ।
যার শেষ বলে কিছু থাকবে না !!
কিন্তু না, তেমন হওয়ার কোন কারন নাই ।
তবুও কেউ থামে না , থামতে পারে না ।
কিন্তু আমি থামি ।
এই অল্প সময়ের যাত্রায় আমি মাঝে মাঝে থেমে যাই, ইচ্ছে করে থেমে যাই ।
অনিশ্চিৎ এক হন্তব্যহীন যাত্রায় আমরা সামিল হয়েছি।
এই যাত্রায় কারও ডানে বায়ে তাকানোর সময় নেই।
অথচ এক সময় সবাইকে থামতে হবে।
গন্তব্য অনিশ্চিত রেখেই থামতে হবে ।
সবাই সেই পথের শুরু দেখতে পারে কিন্তু পথের শেষ দেখতে পায় না।
ব্যাপারটা এমন না যে, কোনমতে কস্ট-ক্লিস্ট করে কাড়াকাড়ি মারামারি হানাহানি করে, কড়া হিসাব করে এই পথটুকু পাড়ি দিয়ে গন্তব্যে যেয়ে নিশ্চিন্তে সব অর্জন গুলি নিরন্তর ভোগ করে যাবো অনন্তকাল সময় ধরে ।
যার শেষ বলে কিছু থাকবে না !!
কিন্তু না, তেমন হওয়ার কোন কারন নাই ।
তবুও কেউ থামে না , থামতে পারে না ।
কিন্তু আমি থামি ।
এই অল্প সময়ের যাত্রায় আমি মাঝে মাঝে থেমে যাই, ইচ্ছে করে থেমে যাই ।
থেমে আমি পথের দু-পাশটা ভাল করে দেখে নেই ।
কি আছে পথের দুপাশে ?
আমি কচ্ছপের মত জিড়িয়ে জিড়িয়ে চলি ।
এই থেমে যাওয়ার মধ্যে আমি আমার চোখকে জুড়াই। আমার হৃদয়কে জুড়াই ।
বুকের অনেক গভীরের লালিত ব্যাথাকে জুড়াই।
গভীর গোপনের হাহাকারের সাথে কথা বলি ।
গন্তব্যহীন যাত্রায় আমাকে যেখানে থামিয়ে দেওয়া হবে,
কি আছে পথের দুপাশে ?
আমি কচ্ছপের মত জিড়িয়ে জিড়িয়ে চলি ।
এই থেমে যাওয়ার মধ্যে আমি আমার চোখকে জুড়াই। আমার হৃদয়কে জুড়াই ।
বুকের অনেক গভীরের লালিত ব্যাথাকে জুড়াই।
গভীর গোপনের হাহাকারের সাথে কথা বলি ।
গন্তব্যহীন যাত্রায় আমাকে যেখানে থামিয়ে দেওয়া হবে,
সেখানে নিশ্চয়ই এই সময়টুকু আমাকে দেওয়া হবে না ।
কেন আমাদের সময় এত অল্প দেওয়া হলো ?
কেন সেই অল্প সময়ে এত জটিল হিসাব নিকাশের ব্যাবস্থা রাখা হলো ??
কেন সেই অল্প সময়ে এত জটিল হিসাব নিকাশের ব্যাবস্থা রাখা হলো ??
লেখাঃ- মিঃ বুদ্ধিমান গাধা
--------
--------
really ashadharon likhechen, jiboner vabna futiye tola shahoj kotha na, kintu apni ta bes dhakkho lekhoni diye futiye tolen. ja amar kache oshadharon lage.
ReplyDelete