গল্পচ্ছলে জীবনের আভ্যন্তরীণ মোটিভেশান ৪ । #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️
*লাইফ চেঞ্জ মোটিভেশান*
আপনি যদি ১ বছরের মুল্য বুঝতে চান,
আপনি যদি ১ মাসের মুল্য বুঝতে চান তবে,
আপনি যদি ১ দিনের মুল্য বুঝতে চান তাকে জিজ্ঞেস করুন যে রোজা রেখেছিল।
আপনি যদি ১ ঘন্টার মুল্য বুঝতে চান,
আপনি যদি ১ মিনিটের মুল্য বুঝতে চান তবে তাকে জিজ্ঞেস করুন যে,
যেখানে বছর মাসের কোন হিসাব নেই সেখানে সেকেন্ডের মূল্য তো ভাবায় যায় না।
তাই অতীতে কত সময় নষ্ট করেছেন তার দিকে না তাকিয়ে কেবল বর্তমানে এবং ভবিষ্যতে কিভাবে সময়কে সঠিক ভাবে কাজে লাগাবেন সেই পরিকল্পনা করুন।
md jibon Chowdhury
(মোটি ৪)
সাধারণভাবে আমরা খেয়াল করি না ।
কিন্তু, একটু সুক্ষভাবে লক্ষ করলেই দেখবেন--
পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান।
যাকে বলে Conservation of আনন্দ।
একজন কেউ চরম আনন্দ পাওয়া মানেই হল,
অন্য একজনের চরম দুঃখ পাওয়া ।
ধরা যাক, কেউ একজন কোন খেলায় বিজয়ী হল,
বিপরীতে অন্যজনের চরম হতাশা ।
পরাজিতের কঠিন বেদনা দুঃখ গ্লানির বিনিময়েই
বিজয়ীর চরম আনন্দ সুখ উৎসব প্রাপ্তি হয় ।
এভাবে প্রতিটা ক্ষেত্রে,,,
কারও কিছু অর্জন, প্রাপ্তি মানেই কারও
বিয়োজন, অপ্রাপ্তি।
সর্বপরি বেদনা ।
=
মানুষেরা সময় যত গড়াচ্ছে ততই সংকির্ণ হয়ে পড়ছে। একটু একটু করে মৌলিকতাকে বিলীন করে ফেলছে।
সর্বক্ষনই আমাদের মধ্যে হেরে যাওয়ার ভয় বা হারাবার ভয় ।
কিছুতেই ঠকা যাবে না, কিছুতেই হারা চলবে না।
মানুষের সাথে মানুষের সম্প্রিতি, সৌহার্দ ফিকে হয়ে যাচ্ছে এসব কারনেই। চারিদিকে সন্দেহের দৃষ্টি।
অবিশ্বাস, ভয়, মানুষের কাছ থেকে মানুষকে দুরে অজান্তেই বহু দুরে সরিয়ে দেয়।।
কেন মানুষ এমন কৃত্রিম হয়ে গেলো?
কেন করে, অকারণ সন্দেহ অবিশ্বাস?
=
খুন'র ধরন দুটো।
শারীরিক ভাবে খুন, এবং মানষিক ভাবে খুন।
শারীরিক খুন হয় প্রচন্ড আক্রোশে উত্তেজিত হয়ে
গরম মাথায়,
মানষিক খুন হয় নিঃশব্দে হেসে হেসে মিস্টি কথায় শান্ত মাথায়।
এ পর্যন্ত পৃথিবীতে শারীরিক যত খুন হয়েছে,
মানষিক খুন হয়েছে তার থেকে বহুগুনে বেশী।
সেই বেশী'টা এতই যে,
শারীরিক খুনের হয়তো একটা পরিসংখ্যান থাকে,
কিন্তু মানষিক খুনের কোনো পরিসংখ্যানও থাকেনা।
শারীরিক খুন হওয়া ব্যাক্তির একটা সুবিধা! হলো, তাকে খুনের যন্ত্রনা বয়ে বেড়াতে হয়না।
কিন্তু, মানষিক খুন হওয়া ব্যাক্তির খুনের যন্ত্রনা বয়ে বেড়াতে হয় দীর্ঘকাল।
এই যন্ত্রনা একই সাথে বিভৎস এবং অদৃশ্যমান।
এর তীব্রতায় এক সময় মানুষ নির্বাক হয়ে যায়।
এই জ্বালা কোনদিন কাউকে বোঝানো যায় না,
কোনদিন না।
ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু
#_মিঃ_বুদ্ধিমান_গাধা®

.png)
No comments