Ads

স্বরচিত দশটি রোমান্টিক জীবনমূখী সংলাপ= ২ । #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️

 


স্বরচিত দশটি রোমান্টিক জীবনমূখী সংলাপ= ২ ।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️



স্বরচিত দশটি রোমান্টিক জীবনমূখী সংলাপ= ২


=

এই হলো আমাদের পৃথিবী 🌎

এখানে হিংসা, ক্রোধ, যুদ্ধ, প্রলয় আছে। আছে শান্ত প্রকৃতির বিষন্ন প্রান্তর, নির্জন ছায়াবীথি।



=

বুঝিতে বুঝিতেই সময় ফুরিয়ে, ভাবনাদের উড়িয়ে, উলুবনের ক্যানভাসে ছড়িয়ে, আমার আমি কবেই গেছে হারিয়ে। আলো তাই থাকে আজ লুকিয়ে। 



=

জ্ঞানী বা পন্ডিত বা বিজ্ঞ'রা সব সময়ই অন্যের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে না।

কিছু দৃষ্টান্ত এমন কিছু মানুষের কাছ থেকে আসে, 

দৃষ্টান্ত শব্দের মানেই হয়তো তারা জানে না।



=

তারপর এক ভোরে সবকিছু পরিস্কার হলো। করনিয় কি ছিলো, ভাবনার কোথায় ত্রুটি ছিলো বেরিয়ে এলো।

ততদিনে সেই সময়টাই শুধু হারিয়ে গেলো।


=

অতঃপর যা হওয়ার তাই হলো,,,,, 

খরগোশ ঘুম থেকে জেগে দেখলো, সে আসলে পরাজিত, ব্যর্থ,। 

কচ্ছপ ধীরে শান্তে তার লক্ষ্যে পৌছে গেলো।


=

এটা খুব কষ্টের যখন বিশেষ কেউ আপনাকে অবহেলা করতে থাকে আর এর চেয়েও কষ্টের হচ্ছে যখন আপনার অভিনয় করতে হয়, 

যে আপনি এতে কিছুই মনে করছেন না !


=

যেখানে ভোগ থাকে, সেখানে ভোগান্তিও থাকবে। দুটো একে অপরের পরিপূরক। 

এই সহজ হিসেবটা সহজভাবে নিতে না পারাটাই হলো জীবনের প্রধান অসুখ।


নিয়ম তৈরীই হয় বোধহয় ভাঙ্গার জন্য! মাঝে মাঝে দু-একটা নিয়ম ভাঙা খুব একটা মন্দ নয়! 

আমি নিয়ম ভাঙ্গি, ইচ্ছে করেই ভাঙ্গি। 

আমার নিয়ম ভাঙ্গতে ভাল লাগে।


=

কোনো সম্পর্ক ভেঙ্গে গেলে,,,

সম্পর্কের মায়ায় মানুষ কাতর হয় না। 

কাতর হয়, সম্পর্কের মানুষটার উপর আর কোনো অধিকার ফলাতে পারবে না ভেবে।।


=

ছেলেটা তথাকথিত অযোগ্য ও আর্থিক অসামর্থ্য, জেনেও যখন কোনো মেয়ে পাশে থাকার জন্য এগিয়ে আসে,,, সেটাই প্রেম। 

নিখুঁত ভালোবাসা পাওয়ার যোগ্য শুধু সেই মেয়েটাই।

No comments

Powered by Blogger.