Ads

স্বরচিত দশটি রোমান্টিক জীবনমূখী সংলাপ = ১ । #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️

স্বরচিত দশটি রোমান্টিক জীবনমূখী সংলাপ = ১ ।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️




স্বরচিত দশটি রোমান্টিক জীবনমূখী সংলাপ = ১


=

জগতের কোনো মনিষী, তার জ্ঞানকে নিজ জীবনের উন্নতিতে কাজে লাগাতে পারেনি। 

তাদের সমস্ত দর্শন থেকে উপকৃত হয়েছে অন্যেরা।



=

অন্ধকারে যেমন নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়।

তেমনি, বেকায়দায় পড়লে 'প্রিয়' নামক 

মানুষগুলাও রং বদলায়।



=

শুধু "মেনে নেওয়া" ব্যাস। 

এর মধ্যেই সমস্ত বিবাদে'র মিমাংসা বিদ্যমান। 

কিন্তু, মানুষের অপারগতা এটাতেই সবচেয়ে বেশী।


=

একজন মানুষ, নিজের কাছেই সবচেয়ে বেশী অপরিচিত বা অচেনা থাকে।  

অথচ, জগতের কাছে পরিচিত হতে তার যত ব্যস্ততা। 


=

কবি বলেছেন,,, কাউকে বুঝতে হলে, তার কাছাকাছি যেওনা। বোঝা'র জন্য দূরত্ব'ই প্রধান হাতিয়ার। নারী'র বেলায় সেটা আরও প্রযোজ্য।


=

নারীকে সবথেকে পরিস্কার দেখা যায় দূর থেকে, কাছাকাছি থেকে নারীকে কখনই দেখা যায় না। দেখা যায় শুধু শরীর,  যা গৌন ও ক্ষনস্থায়ী।


=

মানুষ অধিকাংশ সময় ব্যায় করে, অন্যের হৃদয়কে ছুঁতে। কিন্তু, সে ভূলে যায় অন্য কোথাও কিছু নেই। যা আছে, তা নিজের হিয়ার ভিতরে।


=

যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব

সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে- অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্নশ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। 


=

ভাবনার জগত'টা যাদের সাজানো গোছানো, বাস্তব জীবন'টা তাদের আগোছালো'ই হয়। সাদা চোখে দেখা যায় সবই ঠিক আছে! আদতে কিছুই ঠিক নেই।


=

সবচেয়ে বেশী কেয়ার নেওয়া মানুষটাই এক সময় অবহেলা ও আঘাতপ্রাপ্ত হয়। আঘাতটা সে'ই করে, যে দুর্বল থাকাকালীন কারো কেয়ার খুব দরকার ছিলো।


No comments

Powered by Blogger.