Ads

রোমান্টিক বিরহের স্বরচিত তিনটি কবিতা। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️

রোমান্টিক বিরহের স্বরচিত তিনটি কবিতা।   #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️




তবে, কি হবে??--

যদি কোনদিন খুজে না পাই,

তবে কি হবে ?

যদি কোনদিন দেখা না পাই,

তবেই বা কি হবে ?

এই শান্ত কোমল সবুজের সমারোহে , 

নির্মল চারিদিক ।

আশে পাশে কেউ নেই, তবু কেন ছুয়ে যায় পাঁজড় পোড়া মন ?

কতকাল আর এই নির্জন প্রান্তরে,

আলো আঁধারের মিতালী করা স্যন্ধায়,

হৃদয় হু হু করা ভরা পূর্ণিমায়,

ঘন কালো মেঘে অন্ধকার হয়ে আসা, 

ঝুম বৃস্টির গোধুলী বেলায় ,

আমার হারিয়ে যাওয়া অনুভূতিকে খুজবো ?




অকারণ আনন্দঃ-

কোথাও যেন কিছু একটা হারিয়ে গিয়েছিল,

সেই অনেক কাল আগে। 

কে জানে হয়ত, সেই সূদুর কৈশোরে !

কে যেন বলেছিল, তুমি মহা পাগল একটা ।

কিযে ভাল লেগেছিল সেই কথাটা, চোখে পানি এসে গিয়েছিল। 

অথচ সেই চোখে পানি আসার মধ্যে, তেমন কোন কারন ছিল না।

অকারন আনন্দ - অকারন বেদনা মানুষের জীবনে মাঝে মাঝে আসে ।

আমার জীবনেও এসেছে, একটু বেশী বেশী এসেছে 

জীবনটা আমার বহমান রয়েছে, দুঃখ মেশানো আনন্দে-আনন্দে ।

এ আনন্দ'টাকে আমি যে বড্ড ভালবাসি ।




তবুও ভালো থেকোঃ-

তুমি থেকে তোমরা আর আমি থেকে আমরা। 

যতই দূরত্ব বাড়াও না কেনো?

শেষ বিচারের দিন তুমি আমি এক‌ই লাইনে পাশাপাশি দাঁড়াব।

কারণ ভালো তো তুমিও বেসেছিলে আর আমিও বেসেছিলাম। 

মাঝখানে শুধু পৃথিবীর মোহ,মায়া,লোভ আর ক্রোধের কাছে আমরা হেরে গেছি।


তোমার আমার মাঝে শুধু দৈহিক দূরত্বটা ছিল,

মনের দিক থেকে আমরা বিন্দু পরিমাণ দূরত্বে ছিলাম না। 

ভালোবাসা আর বন্ধুত্বের মাঝে কখনও দূরত্ব শব্দটার অস্তিত্ব নেই।

বিশ্বাস রাখো তুমি আবার এক হবে, হয়তো শীতল কোন ঝর্নার কাছে অথবা নন্দিত নরকে।

পৃথিবীর সব বন্ধুত্ব আর‌ও গাঢ় হোক, পৃথিবীর সব বন্ধুত্ব ভালো থাকুক। 

No comments

Powered by Blogger.