Ads

মানুষ'ই সবচেয়ে ভয়ংকর প্রাণী! কিন্তু ঠিক কিভাবে? @মিঃ মধু

মানুষ'ই সবচেয়ে ভয়ংকর প্রাণী! কিন্তু ঠিক কিভাবে?   @মিঃ মধু


পুরো পৃথিবীতে আমি সবচেয়ে ভয় পাই মানুষকে।  

অচেনা মানুষ নয়, চেনা মানুষকে, 'আপন' নামক মুখোশ পড়া মানুষকে!!

অচেনা মানুষের খুব বেশি ক্ষমতা থাকে না ...।

অচেনা মানুষ আমাকে সর্বোচ্চ খুন করে ফেলতে পারে, অতদূরই ...। 

কিন্তু, চেনা মানুষ সব পারে !!

চেনা মানুষ ছোট্ট একটা কথা দিয়ে আঘাত করে আমার ভেতরটা চুরমার করে দিতে পারে। চেনা মানুষ নীরবতা দিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে নিঃশব্দে। চেনা মানুষের ক্ষমতা অনেক বেশি ... অনেক !!


আমি ঐ দিনকে খুব ভয় পাই ...যেদিন সকালে ঘুম থেকে উঠে খুব চেনা মানুষকে আমার খুব অচেনা লাগবে! চেনা মানুষের পাশ কাটিয়ে আমাকে চলে যেতে হবে, দেখেও না দেখার ভান করতে হবে, চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নিতে হবে। 

বুকের ভেতর চাপা একটা দীর্ঘশ্বাস লুকিয়ে রেখে খুব স্বাভাবিক থাকার অভিনয় করতে হবে যেদিন,,, আমি তেমন দিনটাকে খুব ভয় পাই !!

খুব চেনা মানুষকে দেখে অচেনা মানুষের মত এড়িয়ে যাওয়ার চেয়ে অস্বস্তিকর, কষ্টের এবং অসহায় অনুভূতি পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই !!



কিছু কিছু কবুল বলার মাধ্যমে আমরা শুধু সামাজিক বৈধতা পায়, মানসিক বৈধতা নয়।দুটি হাত একত্রিত হয়ে একদিকে শুরু হয় সামাজিকতা আর লোক দেখানোর বন্ধন। আর অন্যদিকে শুরু হয় পৃথক ভাবনার দুটি মানুষের মনের নিরব দহন।

বুক ফাটা কাণ্ণা চাপা দিয়ে মুখে কৃত্রিম হাসিতে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করতে হয়। পরিবার আর সমাজের কথা মাথায় রেখে নিজেকে বলির পাঠা বানানো হয়। 

হাজার স্বপ্ন মাটিচাপা দিয়ে বহু কষ্টে লালিত স্বপ্নকে ধুলিস্যাত করে দাম্পত্য জীবন নামের নাটকে নিজেকে উপস্থাপন করতে হয়।

একদিকে শুরু হয় কৃত্রিম বন্ধন আরেকদিকে শুরু হয় ভাঙনের খেলা, অথচ শব্দ একটাই "কবুল"। যে শব্দের মধ্য দিয়ে, ভেঙে যায় দুটি জীবন, ভেস্তে যায় কোটি কোটি স্বপ্ন। আর বিলীন হয়ে যায় কিছু প্রত্যাশা যার পূর্ণতা কোনদিন হয়না, কোনভাবেই হয়না।



No comments

Powered by Blogger.