Ads

তুমি কি কোথাও নেই ????? বিরহী প্রেমের দুর্দান্ত একটি কবিতা । #_মিঃবুদ্ধিমান_গাধা®

তুমি কি কোথাও নেই  ?????  বিরহী প্রেমের দুর্দান্ত একটি কবিতা ।   #_মিঃবুদ্ধিমান_গাধা®




 = বালুকা বেলার কথাঃ-- 

কোন এক বালুকা বেলায়, 

হারিয়ে গিয়েছিল আমার কোমল অনুভব। 

তিব্র বিষন্নতায় বিচলিত হয়েছে মন।

প্রতি পূর্ণিমায় আকাশের শুন্যতায় তাকিয়ে থাকি ।

দিনের আলো শেষে যখন আধাঁর ঘনিয়ে আসে,

সেই মায়াবী স্যন্ধায় দূর দিগন্তে তাকিয়ে দেখি ।

ঘন কালো মেঘ হয়ে যখন অবিরত ঝুম বৃস্টি নামে,

আমি বর্স্টির সাথে মিতালী করি ।

জোয়ারের জল যখন নদীর দু কূল ছাপিয়ে যায়।

আমি কুলে কুলে নীরবে হাটি ।

অবিচল তোমাকেই খুজি ।

কোথায় তুমি ?

কোন এক পড়ন্ত বিকেলে, আমি নির্বিকার একা ।

দুরে কোথাও তোমার আবছা অবয়ব !

পাইনা তবু দেখা ।

দুরু দুরু বুকে শুনছি ,অজানা থেকে ভেসে আসা তোমার কন্ঠস্বর !

সমস্ত ইন্দ্রিয় জুড়ে ছুয়ে গেল, আলতো হিমেল বাতাস।

তুমি কোথায় গেলে? আমাকে এখানে একা ফেলে?

তুমি কি কোথাও নেই ?????

No comments

Powered by Blogger.