স্বরচিত দশটি পদ্য সংলাপের টুকরো মোটিভেশান #_মিঃ_বুদ্ধিমান_গাধা®
তুমি বরং তাকেই দিও ফাগুন,
যার সাথে তোমার ভিষন যায়।
আমার ফাগুন আগুন দিয়ে পুড়ে,
ছাই জমাবো বোতলে কৌটায়।
=
এইতো আমি দিব্যি আছি
যেমন ছিলাম একলা আগে,
কে বলেছে বাচাঁর জন্য
জীবনে একটা মানুষ লাগে?
=
জলজ চোখের মানুষ জানে,
জলই ভিষণ রুক্ষ।
দুঃখ পোষে মানুষ,
নাকি মানুষ পোষে দুঃখ??
=
করছো যে কি, জানতে পারি? দৃষ্টির আড়ালে??
বুঝি, খুব ক্ষতি হবে সামনে এসে দাঁড়ালে?
হবে হয়তো, বিশেষ তুমি-যদিও অদেখা তুমি।
হঠাৎ এসে বোলো কিন্তু!
"শুনছো?---এই তো আমি"।
=
প্রথম সেদিন প্রশ্ন ছিল, "তুমিও তবে রাজি?"
শেষের সেদিন প্রশ্ন ছিল "শেষ তবে আজই?"
একটা 'হ্যা'-এ বসন্ত ছিল, বুকের মধ্যে ফাগুন
আর এক 'হ্যা'-এ বৃষ্টি এল, নিভিয়ে দিল আগুন....।
=
আমি কি শিকারী,, নাকি তোমার শিকার?
আমি কে, আমি কে, আমি কার?
আমি এক বেলা ভালো থাকি, দুই বেলা নির্বিকার।
তুমি কি শিকারী,, নাকি আমার শিকার?
তুমি কে, তুমি কে, তুমি কার?
তুমি একবেলা ভালোবাসো, দুইবেলা তিরস্কার।
=
একটা নদী হঠাৎ যদি হারিয়ে ফেলে সাগরের নাম। কোন পাড়ে জল ছুঁয়েছে অতল, কেনো ছল ছল চোখ বোজা খাল।
=
কেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি, যেন ঘরে ফিরে যাওয়া মৌমাছি। কত দেওয়া-নেওয়া বাকি রয়ে গেছে, হেরে যাওয়াতে ভালোলাগা আছে।
=
এরা সুখের নয় চাহে প্রেম, প্রেম মেলে না।
শুধু সুখ চলে যায়, এ মনে মায়ার ছলনায়।
এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়,
এরা ভুলে যায়।
=
মন কেঁদে কাটে নিশি তাই দহে প্রাণ, ও তাই মান অভিমান। তাই এত হায় হায়, প্রেমের সুখও
দুঃখ ভূলে, তবে সুখও পায়।

.png)
No comments