Ads

স্বরচিত ১৪টি লাভলী সংলাপের টুকরো মোটিভেশান #_মিঃ_বুদ্ধিমান_গাধা®


স্বরচিত ১৪টি লাভলী সংলাপের  টুকরো মোটিভেশান #_মিঃ_বুদ্ধিমান_গাধা®









=

ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে ?

ভাবার জিনি ভাবছেন বসে, তুমি ভাবো তাকে ।


=

আমি সর্বদাই ভালো থাকার রূপে থাকি। তাই অন্য কেউ আমার ক্ষতটা দেখতে পায় না। 


=

একদিন রাজপথে হেঁটে যাওয়া কোনো আলোর মিছিল থেকে..প্রিয়তমা,তুমি বুলেট হয়ে গেঁথে যেও আমার বুকে।


=

একদিন আমি বাষ্প হব, বাষ্প হয়ে আকাশে যাব।

বৃষ্টি হয়ে নামার ছলে তোমায় ছুঁয়ে দেব।


=

একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা

কথা দিয়ে কথাটা না রাখা ফেলে আসা চেনা চেনা ব্যথা।


=

প্রতিটা গল্পের একটা সমাপ্তি রয়েছে। কিন্তু জীবনের ক্ষেত্রে, প্রতিটা সমাপ্তির অর্থ হলো..... একটা নতুন শুরু।


=

একা থাকার মজাই আলাদা! না আছে কাউকে ফিরে পাওয়ার আনন্দ, না আছে কাউকে হারানোর ভয়।


=

মানুষ কখনও কখনও খুব বেশী কস্ট পেয়ে, বাস্তবে না মরলেও ভিতরে ঠিকই মরে যায়।


=

স্বপ্ন দেখতে তো তারাই ভয় পায়, যাদের স্বপ্ন কেউ একজন খুব যত্ন নিয়ে নিখুঁত ভাবে ভেঙ্গে দিয়েছে।


=

আমিই কি একমাত্র ব্যাক্তি?  যে অনলাইন থেকে উধাও হয়ে গেলেও, কেউ মিস করার থাকেনা??


=

কেউ চলে যেতে চাইলে তাকে রাস্তা দেখিয়ে দেওয়াই ভালো। না হলে সে তোমাকেই একদিন রাস্তায় নামাবে ।


=

সামান্য ভূলের জন্য যে তোমাকে ছেড়ে যায়, তাকে হয়তো ক্ষমা করা যায়। কিন্তু দ্বিতীয় বার আর তাকে ভালোবাসা যায় না ।


=

অন্ধ ভালোবাসার গন্ধ বেশী। নকল ভালোবাসার সুবাস বেশী। সত্য প্রেমে রাগারাগী নকল প্রেমে হাসাহাসি। বুঝবে যেদিন খুজঁবে তাকে অবহেলায় হারালে যাকে ।


=

ভূলতে গিয়েও যদি ভূলতে না পারো, তবে বেলা শেষে আমার কাছেই ফিরে আসো, আবার ভালবাসবো তোমায়। 

তাতে না হয় আরও একটু ভূল বেড়ে যাবে ।

No comments

Powered by Blogger.