Ads

বিরহের তিনটি কবিতা । #_মিঃ_বুদ্ধিমান_গাধা®

বিরহের তিনটি কবিতা । #_মিঃ_বুদ্ধিমান_গাধা®





তীক্ষ্ণ ফলকগুলো এসে মুহুর্তে 

ঝাঁপিয়ে পড়ছে দশদিকে!

আমি একটা শান্ত পৃথিবীর কথা ভাবছিলাম!

হাজার শিশুদের কান্না কঁকিয়ে উঠছে 

আমার মাথার ভেতর,

আমি একটা শান্ত পৃথিবীর কথা ভাবছিলাম!

মৃত্যুর দরজায় আজ হয়তো আমরা 

সাড়ে-সাতটা থেকে দাঁড়িয়ে আছি

আমি একটা শান্ত পৃথিবীর কথা ভাবছিলাম!

আগুনের ভেতর দিয়ে কত হাজার বছর 

আমরা হেঁটে চলেছি............

আমরা একটা শান্ত পৃথিবীর কথা ভাবছিলাম!

কত লক্ষমাইল দূরে কুয়াশাঘেরা 

একটা ঘন্টাধ্বনি বেজে উঠছে,

আমি একটা শান্ত পৃথিবীর কথা ভাবছিলাম।




কেউ জানে না আমার কেন এমন হলো।

কেন আমার দিন কাটে না রাত কাটে না

রাত কাটে তো ভোর দেখি না

কেন আমার হাতের মাঝে হাত থাকে না 

কেউ জানেনা।

কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো

যুগল চোখে জলের ভাষায় আসার সময় 

কেউ বলেনি মাথার কসম আবার এসো।

জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেলো,

শুনলো না কেউ ধ্রুপদী ডাক।

চৈত্রাগুনে জ্বলে গেলো আমার বুকের গেরস্থালি

নষ্ট রাখীর কষ্ট নিয়ে অতোটা পথ একলা এলাম,

লন্ডভন্ড হয়ে গেলাম তবু এলাম।

ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়

আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতোটা পথ একলা এলাম।

কেউ ডাকেনি তবু এলাম, 

বলতে এলাম ভালোবাসি।



থেকে থেকে খুব কাঁদতে ইচ্ছে করে, 

মনে হয় কান্নার জলের একটা নদী হয়ে যাক ।

তাহলে ভেতর টা একটু হালকা হবে..।

থেকে থেকে খুব হাসতে ইচ্ছে করে, 

মনে হয় হাসিগুলোর একটা ঝড়না হয়ে যাক ।

তাহলে হাসিগুলো কান্নার মতো শোনাবে..।

থেকে থেকে খুব অভিমান করতে ইচ্ছে করে, 

মনে হয় অভিমানে কান্নার জল গুলো জমে 

বরফ হয়ে যাক ।

তাহলে চোখের জল একটু শান্ত হবে..। 

থেকে থেকে খুব অভিযোগ করতে ইচ্ছে করে, 

মনে হয় অভিযোগের দাঁড়িপাল্লায় সবকিছু 

ম্লান হয়ে যাক ।

তাহলে ভেতর টা একটু হালকা হবে..। 

থেকে থেকে কারো খুব কাছে যেতে ইচ্ছে করে, 

মনে হয় কারো কাছে যেয়ে স্বপ্নগুলো মুক্ত হয়ে যাক তাহলে কারো সাথে সে স্বপ্ন ভাগাভাগি হয়ে যাবে...।


1 comment:

Powered by Blogger.