Ads

হবু বউয়ের খোলা চিঠি। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️

হবু বউয়ের খোলা চিঠি।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️




হবু বউয়ের খোলা চিঠি।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️




 প্রিয় শাশুড়ি আম্মা,

পত্রের প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন।

আশা করি ভালো আছেন! আমিও ভালো ইক্টু ইক্টু

বেশি বেশি ভালো থাকার জন্য আপনার সহজ সরল খরগোসের বাচ্চার মতো কিউট ছেলেটাকে

আমার চাই।

.

ভোরবেলায় হাঁটতে নিয়ে যাওয়ার জন্য হলেও

আপনার ছেলেকে চাই।

.ভরদুপুরে বাসায় ফেরার সময় এক প্যাকেট চিপ্স

কিনে দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই!

.সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে হাত ধরে ভেজার জন্য

হলেও আপনার ছেলেকে চাই!

.মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ আইসক্রিম কিনে দেওয়ার বায়না করার জন্য হলেও আপনার

ছেলেকে চাই।

.আমার প্রচন্ড মেজাজ খারাপের সময় ধরে চড়

থাপ্পড় দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে

চাই।

.কন্ট্রোল করতে না পারা রাগটা যখন অভিমানে

পরিনত হয়ে চোখ দিয়ে বের হয়ে গাল বেয়ে নিচে

গড়িয়ে পড়বে তখন আমার কপালে চুমু দিয়ে চোখ মুছে দেওয়ার জন্য হলেও আপনার

ছেলেকেই চাই।

.

অকারন মন খারাপের সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদার সময় জোর করে বুকে টেনে নেওয়ার জন্য

হলেও আপনার ছেলেকে চাই।

.যেদিন শাড়ি পড়ে সাজুগুজু করবো ওইদিন ঘরের

সব কাজ করানোর জন্য হলেও আপনার ছেলেকে

চাই।

.রোজ রাতে চুলে তেল দিয়ে বিনুনি করে দেওয়ার

জন্য হলেও আপনার ছেলেকে চাই।

.রান্নাঘর থেকে ঘেমে একাকার হয়ে বের হওয়ার

পরে ফুউউ দেওয়ার জন্য হলেও আপনার

ছেলেকে চাই।

.একটা পাগল পাগল জীবন কাটানোর জন্য

হলেও আপনার ছেলেকে চাই!

.একটা পাগল পাগল জীবন কাটিয়ে বুড়ো হয়ে

হসপিটালের একিই কেবিনে একিই বেডে আপনার

ছেলের বুকে মাথা রেখে মরে যাওয়ার জন্য

আপনার ছেলেকে খুব করে চাই!!

.ভালোয় ভালোয় ছেলেকে দিলে ভালো নাহয়

বাসায় এসে কলার ধরে তুলে নিয়ে আসবো!


1 comment:

  1. একদম যেনো আমার ভাবনাগুলো বলে দিলেন।

    ReplyDelete

Powered by Blogger.