Ads

স্বরচিত সাতটি লাভলী সংলাপ, সংক্ষিপ্ত সংলাপ জানতে পড়ুন। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️

স্বরচিত সাতটি লাভলী সংলাপ, সংক্ষিপ্ত সংলাপ জানতে পড়ুন।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️




=

পৃথিবীতে কেউই সম্পূর্ণ শুদ্ধ ও নিখুঁত নয়। তুমি যদি মানুষের সামান্য দোষত্রূটি গুলি মেনে নিতে না পারো এবং এড়িয়ে যেতে থাকো, তাহলে তোমাকে বন্ধুহীন থাকতে হবে। তাই মানুষকে যাচাই করো কম, ভালোবাসো বেশী ।


=

ব্যবহৃত কোন জিনিস নষ্ট হয়ে গেলে কাপড় মুড়িয়ে তুমি যেভাবে স্টোররুমে ফেলে রাখো অনেকদিন তারপর একদিন ফেলে দাও ঠিক সেরকম কেউ না আবার একদিন তোমাকেই ফেলে দেয় !! 


=

ভোরের দিকে যে পাখিটা বোবা সেও কিছু একটা শব্দ করার চেষ্টা করে। মুখ ফুটে বলতে না পারা মানুষের মত করে।  প্রচুর অনর্থক শব্দ সম্ভার জিহ্বায় পিচ্ছিল খায়।  


=

যতোক্ষন পর্যন্ত কোন মানুষ আপনার কাছে অচেনা, ততোক্ষন পর্যন্তই তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে,যখনই মানুষটি আপনার চেনা হয়ে যাবে, তখন তারসাথে আপনার সম্পর্ক নষ্ট হতে থাকবে।


=

মাঝে মাঝে মনে হয় প্রেম দেখানোর কিছু নয়...... এটি ভীষন শান্ত, গভীর ও একান্ত ব্যাক্তিগত! আবার মনে হয় প্রেম- সে যেন মিষ্টি বিকেলের ঝিমিয়ে পড়া রোদ্দুরে চঞ্চল উড়ে বেড়ানো এক অদ্ভূত সুন্দর মাছরাঙ্গা! অমন সুন্দর পাখি, মানুষ তো দেখবেই 


=

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না, বন্ধুদের নাম দেখতে পাবেন। 

শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না, 

বিশ্বাসঘাতকতা করে কেবল বন্ধুরাই।


লক্ষ্য করলে দেখবে ঘড়ির কাটা ডান দিকে যাবার আগে একটা হালকা কাঁপুনি দিয়ে আগে বাম দিকে যায়। মানুষের জীবনটাও এরকম। সে যতই সামনে এগোতে থাকুক, ক্ষণে ক্ষণে হালকা একটা কাঁপুনি এসে, পুরনো ফেলে আসা মানুষের কথা তাকে মনে করিয়ে দিবে !

No comments

Powered by Blogger.