Ads

স্বরচিত ছয়টি সংক্ষিপ্ত সংলাপ জানতে পড়ুন। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️

স্বরচিত  ছয়টি সংক্ষিপ্ত সংলাপ জানতে পড়ুন।   #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️




=

জানালার ধারে বেড়ে ওঠা অবাঞ্চিত স্বপ্নগুলোকে এখন আর পাত্তা দেই না!

সময় বদলে গেছে, বদলে গেছি আমিও আর তার সাথে বদলে গেছে ইচ্ছেগুলোও।

কারণ বদলাতে না পারলে আমি হয়ত মরে যাবো!



পূর্ণিমার রাতে ,  গোধুলী সন্ধায় , নির্জন দুপুরে তোমাদের বিচরণ আমার হিয়ার মাঝে ।

কি কথা হয় , কি যে সুধায় ,  কি জানি তা সুরে সুরে ঢেউ তুলে অতলে বাজে অন্তরে ।

এত কাছে থেকো না , এত ভালোবেসো না ,  প্রতিদান তার কে দিবে ?



জানালার ওপাশে আছে নিস্তব্ধ আকাশ।

চারিদিকে আদিগন্ত ধূসর প্রান্তর।

সময় দাড়িয়ে আছে একপায়ে, ফেলছে ক্লান্ত দীর্ঘশ্বাস।  মস্তিস্কের ভেতর - গাঢ়অন্ধকার। 

হঠাৎ উড়ে এল বোধ , অলৌকিক স্বপ্নময় বোধ ।

মেঘে মেঘে রাতের আকাশ'টা বিষন্ন আঁধার ।

খানিক বাদেই কি নামবে বৃস্টি ?



আকাশে তুলকালাম মেঘে যেন,

বাজি ফোটানোর আওয়াজ ।

ঘরে বৃস্টির ছাট এলেও,

জানালা গুলো বন্ধ করিনি ।

আলো নেভানো অন্ধকারে,

থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে,

আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ ।

তুমি আমায় দেখতে পাওনি ?



=

কল্পরাজ্যে, একদিন আমরাও গায়ে বাতাস লাগিয়ে ঘুরবো।  গোধূলীর আলোতে কেউ কাউকে দেখার চেষ্টা করবো না আর। হাসি তামাশায় দিন কাটাবো। ভাববো আমাদের মাঝে কিছুই হওয়ার ছিল না। 

আমাদের হয় না।  তবু আমি থাকবো তোমার নির্ঘুম রাত আর বৃষ্টির দিনের সস্তা স্মৃতি হয়ে । 

আর তুমি থাকবে আমার হৃদয়ের গোপন প্রকোষ্ঠে রাখা অভিমান হয়ে। 



বিষাদগ্রস্ত দিনে আনন্দের স্মৃতিচারণ কষ্ট বাড়ায় কিন্তু আনন্দের সময় কষ্টের স্মৃতিচারণ করলেও কষ্ট কমায় না। যেটা বিষণ্ণতা সেটা সব সময়ের জন্যই বিষণ্ণতা; আপনি সেটা ভালো সময়ে ভাবুন আর খারাপ সময়ে ভাবুন সেটা আপনাকে বিশন্নতা ছাড়া আর কিছুই দেবে না। 

মানুষের খুব কাছে যাই না।  

একটু খানি দুরত্ত রেখে চলি।  খুব কাছে গেলে খুঁটিনাটি খুতঁগুলি চোখে পড়ে, আর আগ্রহ হারীয়ে যায়।  ভাললাগাগুলি দূর থেকে উপভোগ করাই বোধহয় ভাল। 


1 comment:

  1. অপূর্ব অপূর্ব অতুলনীয় আপনার স্বরচিত ছয়টি সংলাপ।

    ReplyDelete

Powered by Blogger.