Ads

বড়দের দুর্দান্ত একটা জোকস। ১৮ বছরের নিচে কেউ পড়বে না। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️

সাবধান ⚠!!!   বড়দের দুর্দান্ত একটা জোকস,,,,।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️

সাবধান ⚠!!!   বড়দের দুর্দান্ত একটা জোকস,,,,।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️



এক দম্পতি এসেছে ডাক্তারের কাছে। 

স্বামী বয়স্ক, স্ত্রী অপেক্ষাকৃত তরুনী। 

তাদের সমস্যা হলো বাচ্চা হচ্ছে না। 


ডাক্তার স্ত্রীর কিছু টেস্ট করল। স্বামীকে বলল, আপনার sperm test করতে হবে। 

তাকে একটা specimen cup দেয়া হল আর বলা হলো, এটাতে sperm(বীর্য) নিয়ে আসবেন। 


পরদিন লোকটা খালি cup নিয়ে আসছে। ডাক্তার বলল, খালি কেন? লোকটা বলল, 

বাসায় গিয়ে বাম হাতে অনেক চেষ্টা করলাম হলোনা। 

ভাবলাম ডান হাতে try করি, তাও হলনা। 


ডাক্তার-এটা হতে পারে!!? 

আপনার বয়স তো আর কম হলনা, তো সাহায্য করার জন্যে বউকে ডাকতে পারতেন। 

-ডেকেছি তো, সে হাত দিয়ে চেষ্টা করল হলনা, মুখ দিয়ে করল তাও হলনা। 

--হয় হয় এমন হয়, তো তখন কি করলেন? 

-তখন বউ এর বান্ধবি কে ডাকলাম। 

--বউ এর বান্ধবি??? 

-হ্যা, কিন্তু সেও পারলনা। 

--সেও পারলনা? ডাক্তারের ভ্রূ কুচকে গেছে… -এরপর আমার বন্ধু এল, সেও চেষ্টা করে পারলোনা। -ডাক্তার অবাক, বলেন কি, আপনার দোস্ত, মানে একটা ছেলে? 

-তবে আর বলছি কি? যাক সারা রাতে পারলাম না। 

সকালে হাসপাতালে এলাম, আপনার নার্স কে বললাম সাহায্য করতে। 

--আমার নার্স কে??? 

-হ্যা সেও চেষ্টা করে পারেনাই। 

--আপনি তো দেখি সবাইকে দিয়েই try করছেন? 

-হ্যা শুধু আপনি বাকী আছেন। 

--আআআআমি? ডাক্তার তোতলাচ্ছে… 

-হ্যা দেখেন তো চেষ্টা করে cup টার ঢাকনাটা খুলতে পারেন কিনা? 





1 comment:

  1. হা হা হা হা হা,,, বেশ মজার ছিলো জোকসগুলো।

    ReplyDelete

Powered by Blogger.