Ads

মোটিভেশান ও তথ্যমূলক দুইটি মূল্যবান প্রবন্ধ। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®

 

মোটিভেশান ও তথ্যমূলক দুইটি মূল্যবান প্রবন্ধ।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®

=

দুরত্ব বলতে অবস্থানগত ব্যবধান বোঝায়। 

শুধু মনের বেলায় এর অর্থ ভিন্ন।  


তারা একই ছাদের নিচে, একই ঘরে, একই বিছানায় পাশাপাশি থেকেও একে অন্যের থেকে বহু দূরে অবস্থান করে। 

এটাই দুরত্ব। 


তারাও হাসে, কথা বলে, উৎসব করে, নিয়ম মানে, রুটিন ধরে সমাজ মানে। শুধু কেউ কাউকে কাছে রাখে না। 

মনের দুয়ার খোলা রাখে না।


আবার বহুদূরে অবস্থা করেও, তারা কেউ কাউকে ছুঁতে পারবেনা জেনেও একই মনের ঘরে বসবাস করে। 

এটাই কাছে থাকা।  


তাদের মধ্যেও কথা চলে, আশা চলে, স্বপ্নের জাল বোনে। উৎসবে সুখে হাসে, মোহ মায়ার খেয়ায় উড়ে। 

ভোরের শিশির মাখে, জোছনা রাতে অনুভবে ভাসে।

তাদের মনের দুয়ার খোলাই থাকে।


দুটো দলেই একই কর্মকাণ্ড ঘটলেও তাৎপর্য ভিন্ন।

তাই সাদা চোখে যা দেখা হয়, তার সবই সাদা নয়।

অধিক ক্ষেত্রে মনের চোখই কথা কয়।



খুব জৌলুসে থাকা বিবাহিত মেয়েগুলি সাধারণত খুব অসুখি হয়! '


বিত্তবাণ অথবা আর্থিক স্বচ্ছল হাসবেন্ড থাকবে। 

প্রাত্যাহিক চাহিদা থাকবে ষোলয়ানা পূর্ন। 

নাদুসনুদুস একটা বেবিও থাকবে পাঁচ থেকে আট বছরের। রুপে লাবন্যে নিজেও থাকবে সোনায় সোহাগা'।  


অবাক করা ব্যাপার হলো, এরাই অসুখি হয়! 

প্রচন্ড অসুখি।  মৌলিক কোন অভাব না থাকলেও, 

মনের কোথায় যেনো বিশেষ কিছু অভাব থেকে যায়।  


দৃশ্যমান কোন বেদনা না থাকলেও, অতি যত্নে এরা কিছু বেদনা লালন করে সবার আড়ালে। 

কখনও কখনও নিজের আড়ালেও।  


চারপাশের মানুষ সেটা কখনও বুঝবেনা, বুঝতে চাইবেওনা। পরিচিতজনেরা দেখে জৌলুস দেখে অর্থের স্বচ্ছলতা। 


এরচে গভীরে যাওয়ার সময় বা প্রয়োজন কোনটাই তাদের নেই।


মানুষ সময় ও পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়।  

অসুখি নারীও চারপাশের প্রভাবে একসময় ভূলতে বসে তার ভিতরে নিরবে বাস করা অধরা কিছু বিষাদের কথা।


শুধু বিশেষ বিশেষ কিছু সময়ে এরা চলে যায় জগতের একেবারে বাইরে অন্য কোন ভূবনে। 


শরীরের উপস্থিতি ঠিকই থাকে, তবে চেতনা এখানে থাকেনা। 

শুধুমাত্র ঐ সময়টুকুতেই এরা উপলব্ধি করে অন্য এক ধরনের অস্পর্শী সুখের।

আবিস্কার করে ফেলে নিজের ভিতরের পিওর 'আমি'কে।  


ঐ সময়গুলোতে তাদের পাশে কাউকে এলাউ করে না, কাউকে না। 

কোন সন্ধ্যায় অন্ধকার করে আসা ঝুম বৃস্টির সময়-- 

ভরা পূর্ণিমার কোন গভীর রাতে টুপ করে বিছানা ছেড়ে জানালা খুলে বাইরে তাকিয়ে থাকা।


অথবা প্রাকৃতিক যেকোন জায়গায় কাউকে কিছু না বলে হঠাত চুপ হয়ে যাওয়া কোন মেয়েকে লক্ষ করলে, 

এদের চিনতে কস্ট হবে ।

চিরচেনা পরিচিতজন, তবুও মনে হবে এ বোধহয় এই গ্রহের কেউ না।

No comments

Powered by Blogger.