আত্মমূখী কয়েকটি বিরহী অনুভূতি। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️
=
একটা আঁধার এর রাত চাই যেই আঁধার এর ভোর নাই। আধাঁরের রজনীই এখন বড্ড প্রিয়।
=
গতকাল এসেছিলো ঘোরে! প্রায়ই আসে, দর্পনে।
আমি কিছুই বলিনি, কিছু ছিলো না বলার।
=
কিছু ভূল জেনে-বুঝেও করা মন্দ নয়।
কিছু অপঘাতের জন্য আগেই প্রস্তুত থাকতে হয়।
=
সেখানে কোন ষ্পর্শ ছিলো না। ছিলো না কোনো চপলা হাসি। ছিলো কেবলই ভেতরে ভেতরে পুড়ে যাওয়া ছোপ ছোপ দাগ ।
=
যেদিন নিলীমার প্রান্ত থেকে উড়ে এসেছিলো একখন্ড ভারী বাতাস। সেদিনই আমি হারীয়েছি আমার সমস্ত উপলব্ধির ঝাপি
=
শুনিতে চাই অজস্র বসন্ত পুড়ে যাওয়ার গল্প। যেখানে ফাগুনেরা ক্লান্ত হয়ে বসেছিলো স্যন্ধে হওয়ার অপেক্ষায় ।
=
একদিন হলদিয়ার দিক থেকে একঝাক বুনোহাস এসেছিলো ডানা ঝাপটাতে ঝাপটাতে ।
ওদের বলে দিয়েছি তাহার কথা ।
=
যদি বাঁকানো কোন কাদাঁমাটির পথ ধরে চলে যেতুম সেই তিন মোহনার কাছে। যেখানে নিয়তীর নিত্য আগমনে কলকাকলী হয় সারা সময় জুড়ে ।
=
ভাবনাগুলি ভাবের বাতাসে উড়িয়ে দিয়েছি কোনো নির্জন প্রান্তে দাড়িয়ে। যে অনবদ্যতা ছুয়ে যাবে সমস্ত অনুভূতিজুড়ে। তার দেখা আর কোথায়ই বা পাবে?
=
চলার পথে পথের ধারে দেখা হয় কতশত ভালোলাগার সাথে। এর থেকে কিছু ভালোলাগাকে অনিচ্ছার বাতাসে উড়িয়ে দিতে হয় চিরতরে ।
=
হিজলার বন থেকে একনাগারে গা শিওরানো তার অদ্ভূত ছোয়া। বারবার চমকে চমকে উঠেও, কেনো যেনো তাহাকেই চারপাশ তন্নতন্ন করে খুঁজি ।
=
গভীর রাতে অনন্তবিস্তৃত কোন অচেনা বনভূমিতে আমি ঠায় দাড়িয়ে। উপড়ে রহস্যের মায়ায় ঘেরা জোছনার ধবধবে সাদা আলো। কাউকে কিচ্ছু বলিনি তবুও ।
=
আমি বহুদিন বহুবার এভাবেই আমার ভেসে যাওয়া ভাবনাকে হাতরে বেড়িয়েছি। কেউ কেউ পেয়েও ঘাপটি মেরে বসেছিলো।
আওয়াজ তোলেনি ।
=
যদি কভূও চাও আকাশে ভেলা ভাসুক সাদা পালকে। তবে উড়বে না। যদি চাও চন্দ্রিকা কথা বলুক অষ্পর্শে, তবে বলবে না।
No comments