রোমান্টিক বিরহের সাতটি স্বরচিত সংলাপ। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️
আমার হারিয়ে ফেলার কেউ নেই, সুতরাং আমার খুঁজে পাওয়ারও কেউ নেই।
আমি নিজেকে মাঝে মাঝে হারিয়ে ফেলি, আবার নিজকেই খুঁজে পাই ।
সব চাইতে কঠিন অভিনয়টা গাধারাই করে।
সেটা হল, ভালোবেসেও ভালো না বাসা।
আর সব চাইতে সহজ অভিনয়টা করে লম্পটেরা; ভালো না বেসেও ভালোবাসার অভিনয়।
=
আমি পাগল, আমি উন্মাদ।
মুক্ত জীবনের বদ্ধতায় আজ উন্মাদিত প্রান।
আপন প্রাঙ্গনতলে খোজে দৃপ্ত বন্ধন।
আমার জীবন মুক্তির বন্ধন, মুক্তির স্বাদ তারই
আবেগ ভরা ক্রন্দন।
=
নিয়তির স্পর্শের অনুভুতি কেমন তা জানি না।
তার হৃদয়ের স্পন্দন নিজ কানে শুনিনি কোনদিন।
তার চুলের অবিরাম ঢেউয়ে হারিয়ে যাওয়ার সাহস করিনি কখনও। আর তার ঠোঁট, অনুভব করতে শিখেছি শুধু উপলব্ধি করে,,,তাও সপ্নে।
=
একবার নিপবনে ঠায় দাড়িয়েছিলাম অনেকগুলি সময়। অদৃশ্য নিয়তি ছোটাছুটি করেছিলো, আশেপাশে-কাছেপাছে।
কি যে অপরূপ সেই চারধার। দিনের আলো নয়, রাতের ঘুটঘুটে অন্ধকারও নয়। অদ্ভূত জোছনার ধবধবে সাদা আলোয় এই কান্ড।
=
সমুদ্র আয়তনে,মুগ্ধতায় যতটাই বিশাল,
ততটাই বিশাল তার ভিতরে লুকিয়ে রাখা কিছু বিশেষ সময়ের বিশেষ বিষাদময়তা ।
মন গুলোর হয়তো সলিলসমাধি হয় না,
শুধু চাপা পরে, নিয়ে অজস্র অপুর্ন বায়না।
আচ্ছা চাপা পরেও কি মনের মৃত্যু হয় না?
কি জ্বালা! মৃত্যুপথে ও মনটা মরতে চায় না।
=
মায়াবতীদের সাথে কথা বলার প্রথম শর্ত হল,,,,
এদের চোখের দিকে তাকানো যাবে না।
তাকানো মানেই জালে পা দেয়া।
এদের চোখে এক ধরনের ‘স্নিগ্ধ’ কেমিক্যাল থাকে। দেখা মাত্রই বলতে ইচ্ছে করে জীবনের আশা এবং স্বপ্ন ভাঙ্গার গল্প।
এতে দোষের কিছু নেই। ব্যাপারটা রাসায়নিক।
No comments