Ads

জীবনের অদৃশ্য আক্ষেপের ভাষা কেমন হয়?? @মিঃ মধু

 

জীবনের অদৃশ্য আক্ষেপের ভাষা কেমন হয়??  কোন সেই কথা যা কখনও কাউকে বলা হয়না? #_মিঃ_বুদ্ধিমান_গাধা®



=

আক্ষেপ, স্বপ্নের বিপরীতমুখে এর অবস্থান। 

বোধ এবং ধরন অনুযায়ী মানুষ যেমন ভিন্ন ভিন্ন। 

মানুষের স্বপ্ন ও আক্ষেপও ভিন্ন ভিন্ন।


একটা জীবনের সবচেয়ে ধ্বংসাত্মক উপকরণ হলো আক্ষেপ। মানুষকে এক ঝটকায় মারে না, 

একটু একটু করে মানুষটাকে মেরে ফেলে। 


মজার ব্যাপার হলো, এই উপকরণকে এড়িয়ে যাওয়ার কোনো উপায়ও নেই। 

প্রকৃতি, জীবনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে একে জুড়ে দিয়েছেন।

কারন, স্বপ্ন ছাড়া জীবন হয় না।  আর, আক্ষেপ ছাড়া স্বপ্নের অস্তিত্ব থাকে না। গুটি গুটি আক্ষেপের উপড়ে ভর করেই স্বপ্নের বীজ রচিত হয়। 

প্রকৃতির এ এক রহস্যময় খেলা।


এই স্বপ্ন কাকে হাসিমুখ দেখাবে আর কাকে আক্ষেপে ভাসাবে, সেই চাবি একমাত্র প্রকৃতিরই হাতে। এখানে মানুষের হস্তক্ষেপ করার ব্যবস্থা প্রকৃতি রাখেনি, অথচ ব্যাপারটা মানুষকে নিয়েই।


যদিও মানুষ নানারকম উপায় আবিস্কার করেছে, পদ্ধতি বের করেছে।  রাস্তা তৈরি করেছে স্বপ্নের কাছে পৌছাবার! 

যা শুধু মাত্রই চেস্টা, নিশ্চিত কোনো ব্যবস্থা নয়। কারন, প্রকৃতি মানুষের হাতে নিশ্চিত কোনো ক্ষমতা দেয়নি। এবং বিস্ময়কর ব্যপার হলো সেই চেস্টা করে কেউ কেউ ঠিক পৌছে যাচ্ছে স্বপ্নের কাছে। 


তখন ধরে নেওয়া হয় স্বপ্নের কাছে পৌছানোর ওগুলোই হলো পথ! 

যা সফলজনেরা ব্যবহার করছে!! 


ফ্যাক্টর হয় তখন, যখন একই পথ বা একই ধরনের উপায় ব্যবহার করেও অধিকাংশজন নিজ নিজ স্বপ্নের ধারেকাছেও পৌছোতে পারে না। 


হাজার নয়, লক্ষ নয়, নিযুত কোটি চেস্টা করেও কারো স্বপ্ন অধরাই থেকে যায়। 

তাদের সংখাই বেশী। 


অথচ, বারেবারে উদাহরণ টানা হয় সেইসব সফলদের যারা ঘটানাক্রমে এবং প্রকৃতির খেয়ালের তলে পড়ে পৌছে গেছে স্বপ্নের কাছে।


কারন প্রকৃতি জগতের সকলকে আক্ষেপে রাখবে না, আবার সকলকেই স্বপ্নের স্পর্শ দেবে না। 

প্রকৃতির এ এক নিজস্ব জটিল হিসেব নিকেশ। 


এই রহস্যের ঘোর নিয়েই মানবজীবন বিদ্যমান।

এই রহস্যের ঘোর যেদিন থাকবে না, 

সেদিন থেকে মানবজীবনও থাকবে না।

No comments

Powered by Blogger.