Ads

মেয়েদের মনের কথা বোঝার আধুনিক বিজ্ঞান সম্মত উপায় ২০২৩, চতুর্থ কিস্তি।

মেয়েদের মনের কথা বোঝার আধুনিক বিজ্ঞান সম্মত উপায় ২০২৩, চতুর্থ কিস্তি।

আরও পড়ুনঃ---

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

বলা হয় ‘নারীদের মন আর আকাশের রং’ একই রকম ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। কখন যে মেয়েদের মন কেমন তা বুঝা খুবই মুশকিল। তবে মেয়েদের মন পুরোপুরি না বুঝা গেলেও বিভিন্ন পথ অবলম্বন করে মেয়েদের মন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়।

  • Not: এই পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন ৷
    কথা দিচছি যে কোন নারীর মন জয় করতে পারবেন ইনশাআল্লা ৷

তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা মেয়েদের মন জয় করার টিপস গুলা শিখে নেয় !

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

  • মেয়েদর মন জয় করা মোটেও সহজ নয় আবার অনেক কঠিন ও নয় ৷
    বিশেষ কিছু পথ অবলম্বন করলে খুব সহজেই মেয়েদের মন পাওয়া যায় ৷
    কারণ মেয়েদের মন একেবারে নরম ৷ মেয়েরা সবকিছু খুব সহজে বিশ্বাস করে নেয় ৷
  • দেখুন একটি মেয়ের সাথে আপনি যত সময় কাটাবেন তত সেই মেয়েটি আপনার প্রেমে পড়বে ৷
    তাই মেয়েটির সাথে ঝগরা করেন আর ফাজলামি করেন ৷
  • প্রথমত, আপনি যাকে পছন্দ করেন কোনো না কোনো ভাবে তাকে এইটা বোঝাতে হবে যে,
    আপনি তাকে পছন্দ করেন বা ফলো করছেন ৷

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

এখন প্রশ্ন হচ্ছে; কিভাবে বোঝাবেন আপনি তাকে বা মেয়েটিকে পছন্দ করেন?


উত্তর হল : সাইকোলজিকদের মতে, একটা মানুষ কোনো মানুষকে নিয়ে যত ভাববে, সে তত তার প্রেমে পড়তে থাকবে ৷ মেয়েদের দিকে যদি কোনো ছেলে তাকিয়ে থাকে তাহলে মেয়েরা অনেক দূরে থেকেও সেটা উপলব্ধি করতে পারে ৷ তাই আপনি যদি মেয়েটিকে বার বার অনুসরন করেন চোখে-চোখ রাখেন তাহলে মেয়েটি আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে যে, ছেলেটি আমাকে এভাবে কেন দেখে ? মেয়েটির মনে এভাবে হাজারও প্রশ্ন জাগবে আপনাকে নিয়ে ৷

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

এখন ব্যাপার হচ্ছে আপনি মেয়েটিকে কখনোই হুট করেই বলবেন না যে , আপনি তাকে পছন্দ করেন বা ভালবেসে ফেলছেন ৷ তাহলে সে আপনাকে অবহেলা করতে শুরু করবে এবং
আপনাকে বখাটে বা খারাপ ছেলে ভাববে ৷

এখন আপনি যার মন জয় করতে চাইছেন তার সাথে সম্পর্ক বা বন্ধুত্ব করুন যে কোন ভাবে ৷ বন্ধুত্ব করতে পারলেই প্রথম কাজ শেষ আপনি 60% সফল হয়ে গেছেন ৷ এর পর তার ভাল লাগা—খারাপ লাগা পছন্দ অপছন্দ সম্পর্কে জানুন ৷ সে যেটা ভাল বাসে সেটা করুন ৷ তাকে সময় দিন ৷ আর এভাবেই সম্পর্ক গভির করুন ৷

মেয়েদের দেহর লোভ করবেন না ৷ মেয়েদের মন জয় করার চেষ্টা করুন দেহ ও মন দুটাই পাবেন ৷ তাই প্রিয় তমার দিকে কখনও খারাপ দৃষ্টি দিবেন না ৷ দিলেও সেটি যেন সে বুঝতে না পারে ৷ কারণ ছেলেরা এটি কন্টরল করতে পারেনা এটাই প্রকৃতিক নিয়ম ৷

Not: কারণ আমাদের নবীজী নিজেই বলে গেছেন নারীদের দেখে যার লোভ হয় না সে,পুরুষ না ৷ তাই মেয়েদের দেখলে ছেলেদের লোভ লাগবে এটাই স্বাভাবিক ৷

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

ক্লাসমেট পটানো….

  • আপনার পছন্দের মেয়েটি যদি আপনার ক্লাসমেট হয় তাহলে তো ব্যাপারটা আরও সহজ হবে ৷
    ক্লাসে তাকে বারবার দেখতে হবে ৷
    ক্লাসে তার আসে-পাশে বসতে হবে ৷ তার প্রশংসা করতে হবে ৷
  • যেমন- তোমাকে আজ খুব সতেজ লাগছে
    তোমাকে আজ অনেক উড়ন্ত বাটারফ্লাই এর মত লাগছে ..ইত্যাদি ভাবে তার প্রোসংসা করতে হবে ৷
    এভাবে প্রথমে তার সাথে বন্ধুত্ব করতে হবে ৷ তারপর তার একটা ভালো বন্ধু হতে হবে ৷

Not: মনে রাখবেন একটি মেয়ে ও একটি ছেলে কখনও বন্ধু হতে পারে না ৷
তারা কোন একটা সময় প্রেমে পড়বেই এটাই প্রাকৃতিক নিয়ম ৷
কারণ চৌম্বক আর লোহা কখনও দুরে থাকতে পারে না ৷

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

এখন প্রশ্ন আসতে পারে মেয়েটির ভালো বন্ধু কিভাবে হবো ?

  1. প্রথমত,সবসময় তার চোখে চোখ রেখে কথা বলতে হবে ৷
    কখনও খারাপ দৃষ্টিতে তার দিকে তাকাবেন না ৷
    আর তাকালেও মেয়েটি যেন সেটি বুঝতে পারে না ৷
  2. দ্বিতীয়ত,তার প্রতিটা কথার গুরুত্ব দিতে হবে কথাটি আপনার ভাল লাগুক আর না লাগুক ৷
    আপনাকে তার পছন্দ মতো চলতে হবে ৷
    আপনাকে সবসময় পরিপাটি থাকতে হবে ৷
    কারন ..মেয়েরা যেমন নিজেরা পরিপাটি থাকতে পছন্দ করে,,তেমনি যে পরিপাটি থাকে তাকেও পছন্দ করে ৷

কিছু দিন এভাবে চললে ই আপনি তার খুব কাছের হয়ে উঠবেন.. আর মেয়েটা ও আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে.. আর এভাবে ই আপনি তার মনের গভিরে ডুকে যাবেন ৷

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

সোসাল মিডিয়া বা ফেসবুকে মেয়েদের পটানোর উপাই !

ইন্টারনেটের জুগে আজকাল আমরা সবাই ই ফেসবুক চালায় ৷
ফেসবুকে মেয়ের ছবি দেখে ক্রাস খেয়ে বসে আছেন..কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে কি করবেন ৷

মেয়েরা সাধারনত খুব সংবেদনশীল হয়ে থাকে ৷
তাই যদি তাদের বাহ্যিক সৌন্দর্যের সম্পর্কে কিছু বলা হয় বা প্রশংসা করা হয় তাহলে তারা খুব খুশি হয় ৷

Facebook এ মেয়ে পটাতে হলে আপনাকে এমন কিছু করতে হবে যাতে করে
তার আপনার প্রতি কৌতূহল কাজ করে ৷

  • যেমন ধরুন :মেয়েটি তার একটা ছবি ফেসবুকে দিয়েছে ৷
    এমতাবস্থায় অন্যান্য সবার মত আপনিও তাকে হয়তোবা কমেন্টে প্রশংসা করবেন যে-
    “তোমাকে অনেক সুন্দর লাগছে, সুন্দর !
    বিউটিফুল !! “ইত্যাদি ৷
    কিন্তু একটা কথা ভেবে রাখুন,আপনি এমন কমেন্ট করবেন যাতে করে তার আপনার প্রতি কৌতূহল জাগে ৷

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

তাই আপনি মেয়েটির ছবিতে কমেন্টে তার সুন্দরর্যের প্রোসংসা করেন ৷
তবে আপনাকে এমন কিছু কমেন্ট করতে হবে যা আর দশ জন এর থেকে ভিন্ন ৷
যেমন : প্রায় সবাই কমেন্ট করবে আপনাকে “অনেক সুন্দর লাগছে” ৷
এটা আসলে কমন বিষয় ৷ আপনি কমেন্ট করতে পারেন যে , বাঅ! নাগিন নাগিন লাগছে …
এই কমেন্ট দেখে 99% মেয়ে আপনার উপর রেগে যাবে এবং রিপ্লাইতে কিছু একটা বলবে ৷

  • তখন আপনি বলবেন যে ,
    ছবিতে কাল নাগিনি এবং নাগিন থাকে ৷
    নাগিন হল ভালবাসার পাত্র অপর দিকে কালনাগিনি হল গৃনার পাত্র ৷
    আমি ত আপনাকে ভালবেসে বা পছন্দ করে নাগিন বলছি ৷ কাল নাগিনি ত বলি নাই ৷
    তাহলে আমি কি ভুল করছি ? ভুল হলে ক্ষমা করবেন ৷

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

আর মেয়েটি এটি দেখার পর ভুল বুঝতে পারবে এবং আপনাকে অন্য দশ জনের মত না ভেবে ,
ভাববে ছেলেটি আসলে বুদ্ধিমান আছে ৷

তবে মনে রাখবেন আপনি যাকে পছন্দ করেন তার সামনে কখনোই নিজেকে সস্তা প্রমাণিত করবেন না ৷
অযথা ফালতু মেসেজ করে বিরক্ত করবেন না তাকে ৷
যদি সে রিপ্লাই না দেয় তবে আপনি এমন মেছেজ করবেন যে, সে রিপ্লাই দিতে বাধ্য হবে ৷

যেগুলো বললাম সেগুলো বলার পরিবর্তে এমন ভাবে বলতে পারেন যে –
“শাড়িটা যদি নীল/লাল/কলো রংয়ের হতো তাহলে তোমাকে অনেক সুন্দর লাগত.!
অথবা কপালে টিপ পরলে তোমাকে অনেক সুন্দর লাগতো” এ ধরনের কমেন্ট করে মেয়েদের কৌতুহল জাগানো যায় ৷
কারন আমরা সবাই জানি যে, মেয়েরা স্বভাবতই নিজের প্রতি নিজের সৌন্দর্যের প্রতি খেয়ালী হয় বেশি ৷

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

Facebook বা যে উপায় এ মেয়েদের রিপ্লাই পাাবেন !

আপনি অযথা মেয়েটিকে ফালতু মেসেজ দিয়ে বিরক্ত করবেন না ৷
মেয়েটির মন ভাল থাকে এমন দিনে sms করুন ৷
তার পোষ্ট দেখে বুঝে নেন তার আজ মুড কেমন আছে বা থাকতে পারে অথবা অন্য কোন উপায়ে ৷
আবার তার কোন স্টরি বা মাই ডে থেকে রিপ্লে দিতে পারেন ৷

  • এখন আপনি এরকম রিপ্লে দিতে পারেন যে ,
    “তোমাকে সব সময় কেন যেন অনেক ফ্রেশ ফ্রেশ লাগে ”
    এখন মেয়েটি নিশ্চয়ই তার উত্তর দেবে যে আপনি কিভাবে বুঝলেন?
    কারণ ….এখানে মেয়েটির কৌতুহল কাজ করবে৷

এবার আপনি আপনার মত করে তার উত্তরটা দেবেন ৷ কারণ ছবিটা তো আপনি দেখছেন তাই না !
এভাবেই আপনি তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো করে নিবেন ..
পরবর্তীতে আপনি আপনার কথা বলা শুরু করবেন তবে অন্য সবার মত বলবেন না যে- কেমন আছেন ?
কি করেন ? ইত্যাদি. এগুলা সবাই বলে ৷
আপনি একটু বিন্ন ভাবে বলবেন যে , আমি কি যানতে পারি আজ দিনটা আপনার কেমন কাটল ?
বলতে পারেন , আজকে আপনার সাথে সব থেকে মজার কি ঘটনা ঘটল ?
এভাবে কথা বলতে থাকবেন ৷

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com

  • তবে অবশ্যই আপনার মনে রাখতে হবে যে মেয়েটির এসএমএস এ আপনার কখনোই দেরি করা চলবে না। তার সাথে কথা বলার চেষ্টা করবেন সময় নিয়ে ৷

তবে হ্যাঁ অবশ্যই মেয়েটি যাই বলুক আপনার তাতে সবুজ বাতি দিতে হবে ৷
এর মানে হল, আর মেয়েদের সবকথা তেই হ্যাধর্মিক হতে হবে ৷
পরবর্তী ধাপে আপনার মেয়েটির অনেক প্রশংসা করতে হবে !
তবে খামাখা করবেন না কোন না কোন বিষয় নিয়ে করবেন ৷
এরকম টা বলতে পারেন যে ”তুমি সবকিছু অনেক ভালো করে বুঝতে পারো ,
তুমি অনেক ভালো একটা সোসিয়াল স্টিক মেয়ে ৷
এরকম বলতে পারেন যে তোমাকে আমার খুবই ভালো ভালালাগে,,
তোমার এটিটিউড টা সেই রকম ভালো লাগে আমার,, এভাবে বলবেন ৷

আর এভাবে ই আপনি মেয়েদের মন জয় করতে পারবেন আশা করি….

মেয়েদের মন পাওয়ার এই সময়ের সবচেয়ে সহজ উপায়। MrModhu.Com


 

ধন্যবাদান্তেঃ---"মিঃ মধু"
আরও জানতে চেক করুন "অদৃশ্য কাব্য" কোরা মঞ্চে।

No comments

Powered by Blogger.