কী ধরনের মানুষ আমি অপছন্দ করি? কেন?
কী ধরনের মানুষ আমি অপছন্দ করি? কেন?
১। কথা বলতে গেলে, আমার কথা শোনার আগেই যিনি আমাকে থামিয়ে দিয়ে তাঁর কথা বলতে শুরু করেন, তাঁকে অপছন্দ করি।
২। রাস্তায়,পার্কে, লেকের ধারে, কিশোর, কিশোরীর প্রেমভাব দেখে।
৩। কথায় কথায় যিনি আত্মপ্রচারে ব্যস্ত হয়ে পড়েন।
৪। জাত, পাত, ধর্ম নিয়ে যিনি বিষোদগার করেন, তাঁকে অপছন্দ করি।
৫। রূপ, গুণ নিয়ে যখন কেউ আলোচনার নামে, সমালোচনায় প্রবৃত্ত হন, তাঁকে অপছন্দ করি।
৬। রিক্সা চালক, রাস্তার পাশে বসে থাকা মুচি বা পথে ঘাটে নর্দমা পরিষ্কার করার কাজে ব্যস্ত কাউকে যখন কেউ, বয়সের মান্যতাকে অগ্রাহ্য করে, 'তুই' সম্বোধন করেন, তাঁকে অপছন্দ করি।
৭। বেকার ছেলে মেয়েদের যাঁরা চাকরী খোঁজার জন্য, চাকরী করার জন্য, চাকরী না হইলে, টুকটাক ব্যবসাপাতি করার উপদেশ দেন।
৮। যেন-তেন প্রকারেন প্রতিপক্ষকে হারাতেই হবে, এরকম উদ্দেশ্য নিয়ে যিনি তর্কে অবতীর্ণ হন।
No comments