আজ ব্যতিক্রমী যা কিছু জানতে পারেন ?
আজ ব্যতিক্রমী যা কিছু জানতে পারেন ?
নেতৃত্ব দিতে দৈহিক শক্তি ও বড় দেহের অধিকারী হতে হয় না। নেতৃত্ব দিতে হলে প্রয়োজন জ্ঞান ও বুদ্ধি।
কিভাবে সুযোগকে সৎ ব্যবহার করতে হয়, প্রথমে তা ভালোভাবে জানতে শিখুন।
সাময়িক আনন্দ লাভ করার জন্য, আপনি আপনার ভবিষ্যৎকে পুড়ে ফেলবেন না।
অন্যরা আপনাকে কেমন ভাবে দেখে সেটা গুরুত্বপূর্ণ নয় , আপনি নিজেকে কেমনভাবে দেখেন সেটাই গুরুত্বপূর্ণ।
আপনি দেখতে পরিপাটি ও চকচকে তখনি হবেন যতক্ষণ না আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। (দুঃখিত অভদ্র ভাষায় : পিতার হোটেলে খাওয়া)
আপনার ক্রিয়াটিভিটিকে সামনে আনুন এবং নিজের রাস্তা নিজে তৈয়ারি করুন।
পিতা মাতার সেই কাজগুলিকে কখনো ভুলে যাবেন না, যা তারা আপনার জন্য করেছেন।
আপনার যতটুকু আছে তা দিয়েই, নিজের সর্বোচ্চ দেবার চেষ্টা করুন।
যা কিছু দেখছেন ও শুনছেন তা সবসময় সত্য নাও হতে পারে। অন্ধভাবে কখনো কোনো কিছু অনুকরণ করবেন না। বিচার বুদ্ধি ব্যবহার করে বিষ্লেশনের মাধ্যমে দেখুন।
সময় খুব মূল্যবান, এটিকে অপচয় করবেন না।
আপনি সুখী না দুঃখী এটি সর্বদা আপনার নিজের নিয়ন্ত্রণে।
হ্যা, আপনি সবার চেয়ে আলাদা (unique) কিন্তু তার মানে এই নয় আপনি খুব মূল্যবান। নিজেকে ভালোভাবে মূল্যয়ন করুন তারপর সঠিক পথ ধরে unique হন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমি আপনাকে কি জানানোর চেষ্টা করেছি।
No comments