Ads

জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে মনের মতো কিছু স্ট্যাটাস। @মিঃ মধু


স্ট্যাটাসঃ---(০১) 
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা
দু'পয়সার প্রেমিক আমি, তোমাকে নিয়ে মাইলের পর মাইল হাঁটতে পারি, 
বড়জোড় রিকশায় হুট তুলে ঘুরতে পারি কিছুক্ষণ! 
একটা নিশ্চিত জীবন আমি তোমাকে কখনো দিতে পারি না।

স্ট্যাটাসঃ---(০২)
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

বলবো না ভালোবাসি,করবো না জোড়!😟
মন চাইলে ফিরে আসিস জায়গাটা তোর🙂

স্ট্যাটাসঃ---(০৩) 
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা
সুন্দর চেহারা নয়, সুন্দর মানসিকতার ভিত্তিতে একজন মানুষ পারফেক্ট হয়ে ওঠে।
সবার জীবনে এই পারফেক্ট মানুষ আসেনা,,কারন আমরা ভুল মানুষকে ভালোবেসে ফেঁসে যাই ।
এবং সঠিক মানুষ চিনতে বরাবরই ভুল করি।

স্ট্যাটাসঃ---(০৪)
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা
যে যুদ্ধে প্রতিপক্ষ তোমার কাছের মানুষ।
সেই যুদ্ধে তুমি নিশ্চয়ই পরাজিত হবে।
বাইরের শত্রুর আক্রমণ করার পরিকল্পনা করতে করতে তুমি সাবধান হয়ে যেতে পারবে।
আর কাছের মানুষ গুলো তোমার দূর্বল জায়গায় আঘাত করবে।

স্ট্যাটাসঃ---(০৫)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

ভুল পথে যতবার হাঁটতে থাকবে।
ততবারই তুমি হেরে যাবে তবে সেই হার চিরস্থায়ী নয়।
শুধু সঠিক পথ চিনতে পারলে তোমার নিশ্চিত জয়।

স্ট্যাটাসঃ---(০৬)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

যতোই দিন যায় মানুষ বাস্তবতাকে নতুন করে শেখে!
কেউ কেউ হতাশ হয়ে জীবনে হার মেনে যায়,
কেউবা আবার নিজেকে সকল পরিস্থিতিতে মানিয়ে নিয়ে নতুন করে আবার গড়ে ওঠে ও স্বপ্ন সাজায়।

স্ট্যাটাসঃ---(০৭)
শূন্য পকেটে যে নারী ধরেছে প্রিয় মানুষটির হাত। অজুহাত দিয়ে ছেড়ে যাওয়া নারী, কিভাবে বুঝবে সেই পূর্ণতার স্বাদ।!!



শূন্য পকেটে যে নারী ধরেছে প্রিয় মানুষটির হাত।
অজুহাত দিয়ে ছেড়ে যাওয়া নারী, কিভাবে বুঝবে সেই পূর্ণতার স্বাদ।!!

স্ট্যাটাসঃ---(০৮) 
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা
যেদিন থেকে আমি আমার জীবন থেকে এক্সপেক্টেশন শব্দটাকে বাদ দিতে পেরেছি , 
সেদিন থেকে আমার জীবন সহজ হয়ে গেছে।
কারো কাছ থেকে কিছু আশা করা ছেড়ে দিন। আই রিপিট, এক্সপেক্টেশন ছেড়ে দিন। 
জীবন সহজ হয়ে যাবে।
কোনো কিছুতে যত বেশি আশা রাখবেন ততো বেশি হতাশ হবেন।
জীবনে যেটাই পাবেন সেটাকে বোনাস হিসেবে নেবেন। দেখবেন হতাশা কেটে গেছে।

স্ট্যাটাসঃ---(০৯)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

'জোর করে' কারো কাছ থেকে 'সময়' নিতে নেই,
'জোর করে' কাউকে মেসেজ দিতে 'বলতে' নেই,
'জোর করে' কারো 'প্রিয়' হবার চেষ্টা করতে নেই,
'জোর করে' কাউকে 'কল" দিতে বলতে নেই!

মানুষ কে 'জোর' করতেই নেই আসলে। নিজেই বেহায়া হবেন। লাভ নাই! বাদ্দেন! 
ইচ্ছে হইলে দাম দিবে, নাহয় না! বাদ! 
দিনের পর দিন সে আমায় কেন কল দেয়নি, আমি প্রশ্ন করিনি!
আমার কাছে না এসে অন্যের বলা মুদ্রার এক পিঠ শুনে যে আমায় ভুল বুঝেছে,
আমি তার ভুল ও ভাঙাইনি।

যার জন্মদিন নিয়ে আমার অনেক অনেক উন্মাদনা, সেও আমাকে একইভাবে উইশ করবে.. 
আমি আশা রাখিনি। ব্যস্ত থাকায় সময় দিতে পারিনি বলে যে আমায় মিথ্যে বন্ধু ভেবেছে, 
আমি আর বন্ধুত্ব প্রমান করতে যাইনি।
কারণে অকারণে যে আমার হাত ছেড়েছে, আমি তাকে আমার জীবনে থাকার আবদার করিনি। 
যে আমায় আমার মত বুঝেনি, তার সাথে আমি ঝগড়া করিনি!

মানুষ ছেড়েছি, আশা ছেড়েছি, বন্ধুত্ব ছেড়েছি.. তবে ব্যক্তিত্ব ছাড়িনি।
দিনশেষে আয়নায় তাকিয়ে বলেছি- "কিরে! বড় হয়ে গেলি তো!
অন্ধকারের সাথে লড়াই করছিস, সূর্য হয়েই চমকাবি" !!


স্ট্যাটাসঃ---(১০)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

কাউকে মূল্য দেওয়ার আগে নিজেকে মূল্য দিন!কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন! 
মায়া কাটাতে শিখুন! আজ না হয় কাল আপনাকে এমন পরিস্থিতিতে দাড়াতে হবে যেখানে অনেক মানসিক শক্তির দরকার হবে। প্রতিটা মানুষের জীবনেই কম বেশি এমন খারাপ সময় আসে। 
সেই সময়ের মোকাবিলা আপনাকেই করতে হবে। তাই শক্ত হতে শিখুন। মায়া ত্যাগ করুন। 
পৃথিবীতে কেউ কারো নয় এটা অন্তরে গেঁথে নিন। তাই কেউ আঘাত দিলে, কষ্ট দিলে নিজেকে ভেঙ্গে যেতে দিয়েন না প্লিজ। বাঁচুন নিজের জন্য, মন খুলে হাসুন। 

জীবনে ভুল মানুষ গুলোকে হাসি মুখে বিদায় দিতে শিখুন।
খারাপ সময়গুলোতে নিজেকে ব্যাস্ত রাখুন, মানুষের মধ্যে থাকুন, সবার সাথে মিশুন। এ
ই সময় কখনোই একা থাকবেন না তাহলে ডিপ্রেশন আপনাকে খেয়ে নিবে।

নিজেকে সময় দিন। সব দুঃখ, কষ্টকে বয়ে না নিয়ে হেসে উড়িয়ে দিতে শিখুন ।
তবেই জীবনে ভালো থাকতে পারবে।


স্ট্যাটাসঃ---(১১) 
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

"তোমার পাশে হাঁটতে দিও "
বলা মানুষগুলোর এখন বদলে গিয়েছে পরস্পরের জীবন,
হ্যাঁ একটু পুরনো হলেই সকলে চায় নতুন জীবন।
ভালো-মন্দ সব কথা যারা একে- অন্যকে গুছিয়ে বলতে পারতো,
তাদের এখন উঠা-নামা করে সেই কদরের গ্রাফ।
যারা ভাবতো আচারের গন্ধমাখা বিকেলগুলো আর বিকেলের ঝাল মুড়ির প্যাকেটটা তোমার-আমার,
তাদের মাঝে আজ বিরাজ করছে সময়ের বিশাল দূরত্ব।

লাল-নীল সংসার আর মন মিলান্তি যাদের হলো না।
তাদের মাঝে অনেকেই স্মৃতির বদহজমে নিজেকে স্মৃতির ভান্ডারে ঠেলে দিচ্ছে।
আবার কেউ বা এখন ঘষে -মেজে নিজেকে ক্ষুরধার করছে।
কারণ তারা জানে,
দুঃখ খুঁজলে দুঃখের অভাব হবে না
সেইসাথে,সবাই পাশে থাকার জন্য আসে না কেউ,কেউ ভাঙার উদ্দেশ্য নিয়েই আসে
তাই সকলের এটা বুঝতে হবে,
জীবন কারো জন্য থেমে থাকে না জীবন এগিয়ে চলে শত-শত বিচ্ছেদের পাকদন্ডী বেয়ে
তাই সময় নিয়ে হলেও নিজেকে সামলে নিতে হবে।


স্ট্যাটাসঃ---(১২)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

যখন আমরা বুঝতে পারি কেউ আমাদের উপর ভীষণ ভাবে দূর্বল তখন সেই সুযোগে,
সেই মানুষ'টার উপর আমরা যাচ্ছে তাই ব্যাবহার করি।
কখনো ভাবি না আমাদের ব্যাবহার গুলো তার কষ্টের কারণ হয়ে দাড়ায়, সে হয়তো আপনার ব্যাবহারের কোনো প্রতি উওর করবে না। বিনিময়ে আপনার উপর কোনো ক্ষোভ প্রকাশ করবে না, 
কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যেতে থাকবে।

কোনো এক পর্যায়ে গিয়ে হয়তো সে নিশ্চুপ হয়ে যাবে, নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিতে বাধ্য হবে!
সব কিছুর একটা মাএা থাকে, এই মাএা অতিক্রম করলে সব কিছুই নষ্ট হয়ে যায়।
কারো ধৈর্য্যের পরিক্ষা নিন, তবে সেটার ও একটা লিমিটেশন রেখে নিন। 
ইচ্ছেকৃত ভাবে পরিক্ষা নিতে নিতে, কিংবা আপনার উপর দুর্বল যেনে যেনোত্যানো ব্যাবহার থেকে বিরত থাকুন! "নরম মাটি আঁচড়াতে সবাই পারে" আর মানুষ তো আরো আজব প্রানী!


স্ট্যাটাসঃ---(১৩)   
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

তিল তিল করে গড়ে তোলা সম্পর্কটা এক নিমিষেই চোখের সামনে শেষ হয়ে যেতে দেখার অনুভূতি যখন হৃদয়ে হয়,তখন আশেপাশে থাকা মানুষ গুলো কখনো বুঝতে পারে না কিংবা তখন বললেও হয়তো তারা বুঝতে পারবে না,,,।

কারণ বুকের ভিতর তীব্র যন্ত্রণার আকুতি শুধু নিজেকে সহ্য করে যেতে হয়, অন্য মানুষ গুলো হয়তো গল্প মনে করে শুনে যায়,,চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্য আর একজনের সাথে দেখলে হৃদয় ক্ষত-বিক্ষত হয়ে যায়,, চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে এমনটা করতে পারো না তুমি,,।

বলে যাও কি অপরাধ আমার কেন আমার সাথে এমন করলে,,বুকের ভেতরের আর্তনাদ গুলো বুকের ভিতর দাফন করে দিতে হয়,, কারণ সেগুলো মুখ দিয়ে বাইরে আসে না,,,।

আমাকে ছাড়া ভালো আছো জানি,, তবে আমার খুব ভয় হয়,কারণ মানুষ বলে দীর্ঘশ্বাস আর চোখের পানি নাকি অভিশাপ হয়ে দাঁড়ায় তাই কান্না করতে ও ভয় লাগে যদি অভিশাপ হয়ে যায়।।।


স্ট্যাটাসঃ---(১৪)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

খুব সময় নিয়ে, নিখুঁত ভাবে, যত্ন সহকারে ভাঙা হয়েছে আমাদের প্রত্যেককে।
যে হাতেই হাত রেখে শুকোতে চেয়েছি পুরানো আঘাত, সে হাতই একটা সময়ের পর উপহার দিয়েছে নতুন কিছু আঘাতের দাগ।
আমাদের শরীর জুড়ে তৈরি হয়েছে ফাটল।

যন্ত্রণায়, অবিশ্বাসে, অভিমানে যত একলা করেছি নিজেদের তত বেড়েছে স্পর্শহীনতা। কোনও কিছুই যেন স্পর্শ করতে পারছে না আর। মানুষের থাকা, না থাকা, চলে যাওয়া নিয়ে আর কোনও মাথা ব্যথা নেই। এ'সবের থেকে বহুদূরে একলা বসে আছি আমরা।

মনের মাটিতে মানুষের পুঁতে দেওয়া একাকিত্বের বীজ নিয়ে। যত দিন যাচ্ছে সারা শরীরের অজস্র ফাটল বেয়ে আমাদের ভিতরে ঢুকে পড়ছে মানুষের অনুপস্থিতির আলো, বাতাস, জল।
আর একাকীত্ব নামের বীজটা ক্রমে পরিণত হচ্ছে প্রকান্ড মহীরুহে।


স্ট্যাটাসঃ---(১৫)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার-
যার কাছে নিজের একান্ত বলে কোন কিছু লুকাতে হবে না, বরং সব কিছু নিখুঁত ভাবে প্রকাশ করে অভয় পাবেন হালকা হবার।

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার-
প্রচন্ড মন খারাপে যে মজার মজার গল্প শুনিয়ে মন ভালো করার চেষ্টায় মেতে উঠবে,। 
চোখের কোন ঘেঁষে জল বুকের উপর গড়িয়ে পড়ার আগেই হাত পেতে জলের ফোঁটাটা গ্রহণ করে বলবে-- আরে বোকা আমি তো আছি, কিছুই হয়নি মূল্যবান চোখের জল নষ্ট করার।

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার-
কোনো কিছু নিয়ে যখন খুব ডিপ্রেশনে নিজেকে নিঃস্ব রিক্ত মনে হবে,
দিশেহারা হয়েও কোনো পথ খুঁজে পাওয়া যাবে না, তখন সে'ই ম্যাজিশিয়ান হবে
ডিপ্রেশন কাটিয়ে তুলবার।

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার-
যার কাছে বিনা সংকোচে নিজেকে খুচরো পয়সার মতো জমানো ও ভাঙ্গানো যায়।
যার সাথে সুখ-দুঃখ কোনো কিছুই ভাগাভাগি করতে গিয়ে ভাবতে হবে না দুইবার।

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকুক সবার,
যে তার ভিতর-বাহির সবটাকে খুব ভালো করে ক্ষমতা রাখবে বুঝবার।
"দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার"


স্ট্যাটাসঃ---(১৬)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

আজ যে মানুষটি দু’চোখের পানি একা’কার করে রাতের ঘুম বিসর্জন দিয়ে তার প্রিয় মানুষটির জন্য কিংবা তিলে তিলে গড়া সুন্দর সম্পর্কটি ভেঙে যাবার জন্য ভীষণ ভেঙে পড়ছে, 
দুঃখে-কষ্টে নিজেকে নিঃশেষ করে দিচ্ছে। একটাসময় দেখবেন, সেই মানুষটিই উপলব্দি করবে ভুল মানুষের জন্যই এতোদিন সে চোখের পানি জড়িয়েছে, নির্ঘুমে রাত কাটিয়েছে।

যে মানুষটি ছেড়ে গেছে বলে তীব্র কষ্টে নিদারুন রাত কাটিয়েছেন, নিজেকে দিনের পর দিন কষ্ট দিয়েছেন, সেই মানুষটি আপনার জীবনে ভুল মানুষ ছিলো এইটা যখন বুঝতে পারবেন, 
তখন আপনি কান্না করা বন্ধ করে হাসতে শিখে যাবেন,
আপনাকে হাসতেই হবে।

“একটা কথা কি জানেন, মানুষটি যদি সঠিক হয় তবে সেই মানুষটি কখনোই সম্পর্ক ভেঙে দিয়ে চলে যায় না, হয়তো কিছু ক্ষেত্রে সম্পর্ক ভাঙ্গে, যদি ভাগ্য আর পরিস্থিতি সঙ্গে না থাকে।”

জীবন থেমে থাকে না, কারো জন্যই না।
হয়তো দু-চার দিন কিংবা দু-চার মাস, তারপর সব কিছুই আগের মত ঠিক ঠাক চলতে থাকে। আগের মতই দিনের পর রাত আসে, রাতের পর সকাল, পশ্চিম আকাশেও নিয়ম করে সকালে সূর্যটা উঠে, পাখিদের ঘুম ভাঙ্গানিয়া মিষ্টি সুরে ঘুম ভাঙ্গে।
সব কিছুই নিয়ম করে চলতে থাকে, ভুল সম্পর্কে জড়িয়ে যে স্বপ্নগুলো লালন করা হয়েছিলো শুধু সে স্বপ্নগুলোই আর চোখের কোনে ফিরে আসে না।

আসলে মানুষের দ্বারা সবই সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। মানুষকে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আমরা আমাদের খারাপ সময়টাতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করি না বলেই আমরা ভীষণ ভেঙে পড়ি।
সম্পর্কে খারাপ সময় আসবে, সম্পর্ক ভেঙে যাবে। আপনাকে আবেগ কন্ট্রোল করে প্রচুর ধৈর্য ধরে থাকতে হবে। নিজের উপর বিশ্বাস বাড়াতে হবে।

অধিকাংশ মানুষ’ই এই সময়টা’তে বড্ড বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।
অবশ্য তা একেবারেই অস্বাভাবিক নয়, তারপরেও আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে। 
কারন, “ধৈর্য ব্যতীত মানুষ কিংবা জীবন কিছুই সুন্দর নয়।”

প্রচন্ড ভালোবাসার পরেও আমাদের জীবন থেকে যদি কেউ চলে যায় তখন আমরা ভীষণ ভেঙে পড়ি। 
আমরা না চাইলেও আমাদের ভেঙে পড়তেই হয়।
বলতে পারেন, এইটা ভালো মনের মানুষের জন্য প্রকৃতির থেকে পাওয়া জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। যেটা’কে আমরা হয়তো প্রকৃতির থেকে পাওয়া শাস্তিও মনে করতে পারি।

“প্রকৃতি আপনাকে কিছু সময়ের জন্য ভেঙ্গেচুড়ে গুড়িয়ে দিবেই। আবার এই প্রকৃতিই আপনাকে পূর্বের চাইতে আরো বেশি শক্তিশালী করে গড়ে তুলবে।

জীবনের জন্য একটি সত্যি কি জানেন? খারাপ সময়ে আপনার পরিস্থিতি বুঝার মতো কেউই পাশে থাকবে না। তাই কাউকে বুঝানোর ব্যর্থ চেষ্টা করে, নিজেকে আরো বেশি কষ্ট না দিয়ে বরং নিজেকেই নিজে বুঝান। এতে করে অন্তত নতুন কেউ এসে আপনার মানসিক অশান্তির কারন হতে পারবে না।

কারন "খারাপ" পরিস্থিতি’তে আপনাকে বুঝার সামর্থ্য কারো না থাকলেও,
“খারাপ পরিস্থিতি’তে পরিস্থিতি আরো খারাপ করে দেওয়ার সামর্থ্য অনেকের’ই থাকে।


স্ট্যাটাসঃ---(১৭)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

প্রিয় তুমি,
আশা করি আমিহীনা তোমার প্রতিটি দিন প্রতিটি সময় খুব ভালো ভাবে স্নিগ্ধ ও প্রফুল্ল কাটছে। কাটবে না কেন আমি যে আমার মুনাজাত জুড়ে শুধু তোমার ভালো থাকাটা কামনা করি,আরো কামনা করি আমার প্রতি যেন তোমার মনে ঘৃনার পাহাড় জমে। একটা মানুষ কতোটা মানসিক যন্ত্রণায় ভুগলে তার প্রিয় মানুষটাকে নিয়ে হাজার চেষ্টা করেও কিছু প্রকাশ করতে পারেনা আমার জানা নাই। মস্তিষ্ক কতোটা অকেজো হয়ে গেলে একটা চিঠি লিখতে গিয়ে কয়েকশ' বার ছিঁড়ে ফেলা হয় তা আমার বোধগম্য নেই।

শুনছো তুমি....
তোমার মানুষটা আর আগের মত করে কষ্ট পেলে কাঁদে না, শত কঠিন আঘাতেও তাকে ভাঙ্গতে পারে না। তুমি হয়তো ভাবছো তোমার সাথে কথা না বলতে পারলে আমি মরে যাব,, কিন্তু না আমি বেঁচে আছি আমাকে বেঁচে থাকতে হয়, দম বন্ধ করা মূহুর্তেও আমাকে সহ্য করতে হয়।
আচ্ছা সত্যি কি আমার কথা গুলো শুনতে পাচ্ছো তুমি..?

যদি শুনতে পাও তাহলে বলি তোমার জন্য আর শত আকুতি মিনতি করে, পায়ে ধরে এই মানুষটি আর অনুময় করবে না একটু কথা বলো না প্লিজ..! তবে কি জানো সময় একদিন ঠিক ঘুরবে ঘুরবেই আমার বিশ্বাস, সেদিন তুমি আমার একটা কথার শুনতে তৃষ্ণার্ত পাখির মতো ছটফট করবে। সেদিন তোমার এইসব শত কষ্ট আমাকে আর ভাঙ্গতে পারবে না। তোমার দেওয়া উপহার গুলো আমাকে একটু একটু করে গড়ে তুলছে একটা অনুভুতি শূন্য মানুষ হিসেবে।

কি জানো তো...
জীবনের মায়া যেখানে থাকে না সেখানে সব মানুষ নিজেকে জীবন থেকে মুক্তি দিতে পারে না,সময়, পরিস্থিতি, আর চারপাশের চাপে। কিছু মানুষ অল্প কষ্টে কাতর হয়ে জীবনকে মুক্তি দিয়ে দেয়। 
কিছু মানুষ পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে স্বাভাবিক ভাবে চলার ক্ষমতা রাখে।

আচ্ছা তোমার মনে পড়ে তুমি যেদিন আমাকে বলছিলা তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না...! 
আমি তখন বলছিলাম, আপনি অনেক বোকা বৃষ্টিতে ভিজতে কে না অপছন্দ করে। 
সেই আমি এখন বৃষ্টি অসহ্য লাগে গা ঘিন ঘিন করে দেখলে..!
খুব করে পছন্দের জিনিস গুলো যখন না পাওয়ার খাতায় জমা হয় মানুষ তখন হয়তো পছন্দের তালিকা গুলো চেন্জ করে ফেলে।

আজ তবে এটুকুই তোমাকে নিয়ে অজস্র কথা অজস্র ব্যথা অপ্রকাশিত রয়ে গেছে, হয়তো সে অজানা কথা গুলো কখনো শব্দের রূপ ধারণ করবে না। ভালো কাটুক তোমার প্রতিটা সময় প্রতিটা মূহুর্ত।

ইতি,
প্রিয় থেকে অপ্রিয়


স্ট্যাটাসঃ---(১৮)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

এখন সারাদিন এই মেসেঞ্জারের চ্যাট অফ করে রাখি..
যাতে কেউ জানতে না পারে আমি অনলাইনে আছি..
আবার আমি যাতে দেখতে না পারি কত চেনা মানুষ অনলাইনে আছে, 
কিন্তু আজ তারা একবার ও খোজ নেয় না..🙃

হ্যাঁ, আমি চাইলে খোজ নিতে পারি..অবশ্য আমি খোজও নিয়েছি তাদের,
কিন্তু, আমার কথায় তাদের রিয়্যাকশন এমন জেনো মনে খুব বিরক্তিকর
কেউ তো আবার এতো দেরি করে ম্যাসেজ সিন করে যেনো মনে হয়।
আমি অচেনা কেউ.. তাই ইগনোর লিস্টে আমাকে ফেলে রাখছে..🙂

আর যখন তাদের ম্যাসেজ রিপ্লে আসে. তখন উত্তর টা এতো শর্ট হয় যেনো অনেক কষ্ট করে টাইপ করেছে..
হাইরে ভার্চুয়াল.. কতকিছু না কেড়ে নিলে একে অন্যের থেকে...
এর চেয়ে আগের দিন গুলো ভালো ছিলো..
যখন কেউ কারো খোজ না পেলে ছুটে চলে যেতো তার বাড়ি..
না আমি সেই যুগের কেউই না.. কথা গুলো শুনেছি আমার পরিবারের বড়দের কাছে।

আর আজ! কি রে কেমন আছিস তুই?
আমি ভালো? কি করছিস? বসে বা শুয়ে আছি, কথা শেষ..।
আর কোনো কথা বাকি থাকলো না.. তারপর প্রয়োজনে ২ একটা ম্যাসেজে কথা শেষ..☺
এখন একটা বিষয় লক্ষ করছি এই প্রাত্যহিক জীবনে অনেকের মধ্যেই ভেজাল বাধে..
তখন নানা রঙের ইমুজি,স্টিকার অশ্লীন ভাষা, সহ তর্ক তো চলতেই থাকে..
কাছের মানুষ সহ.. ভালোবাসার মানুষের সাথেও বাধে যুদ্ধ....।

আর এই যুদ্ধ মূলতই হয় তৃতীয় কোন মানুষের দ্বারা😥 আর পরিশেষে ব্লক, অভিমান, রাগ করা ;
তারা নতুনকে পেয়ে পুরাতন সেই মানুষকে ভুলে যেতেও দ্বিধাবোধ করে না..😭😭
কিন্তু, আমি শুনেছি, আগে ভেজাল বাধলে ২ পক্ষ সে যেমন ই হোকনা কেনো. 
তাদের মাঝে সরাসরি কথা বলে শুধরে নিতো..সবকিছুই..।

আর এখন সেটা আর হয় না.. ভেজাল গুলো জেনো ঐ অভিমান, আর ব্লক লিস্টে বন্দি হয়ে থাকে...
অথচ একবার দেখা করে ২ টা কথা বললেই হয়তো সবকিছু আগের মতো হতো..
কিন্তু, কেউ সেটা ভাবে না....তারা তাদের ইগো নিয়ে অনেক ব্যস্ত..
আর এই কারণে অনেক ভালো সম্পর্ক দিনে দিনে হয়ে যাচ্ছে নষ্ট..।

কি অদ্ভুত তাই না! ফোনের নেটওয়ার্ক কানেকশন দেওয়া মাত্র শুরু হয়ে যায় এই জগত
তৃতীয় পক্ষের এই মানুষগুলোর জন্যই আজ এই সুন্দর ভালোবাসা দিনদিন ঝড়ে পড়ছে..😑
এইভাবে চলতে থাকে সময়ের চাকা.. এর মাঝে পড়ে থাকে কিছু স্মৃতি লাইক'স কমেন্ট আর সবার নজরে আসার জন্য কিছু পোস্ট, কিছু ইমোশনে ডাকা.. ।
নিজের অস্তিত্ব আর এই সবের মাঝে চলন্ত আইডি হয়ে যায় ডিজেবল..😅

তখন অনেকে মিস করে.. কতদিন কথা হয় না.. কেমন যে আছে..
আর বিপরীত মানুষটা ভাবে আর ফিরবো না..
সত্যি ডিজেবল হওয়া আইডিটার জায়গা ঠিকই কেউ নিতে পারে কিন্তু সেই আইডির মালিক টার জায়গা তার বলা কথাগুলোর জায়গা হয়তো কেউই নিতে পারে না..
ঢেকে ফেলে দেই আমাদের অস্তিত্ব গুলো কে;
মুছে ফেলে দেয় আমার পরিচয় আর ফিলিংস লিখে স্টেটাস দেয়#I_Am_Alone...😕
আর হারিয়ে যায় অন্য এক জগতের মাঝে..
সেখানে তৈরী হয় নতুন এক পরিচয় হতে পারে সেটা ভালো নয়তো খারাপ.....!!

(কথাগুলো সল্প পরিসরে বলে দিয়েছি, কিন্তু এই সল্প কথা গুলোর প্রতিটা লাইন যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে হয়তো তা দিয়ে আরো কয়েকটা ঘটনা তৈরী হয়ে যাবে,, তৈরী হবে কারো জীবনের সত্যি ঘটনা.. কেননা, এমন ঘটনা রোজই ঘটে চলছে এই পৃথিবীর কোনো এক অংশে)


স্ট্যাটাসঃ---(১৯)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

মানসিক পেইনে থাকলে একজন সুস্থ মানুষের অসুস্থ হতে খুব একটা বেশি সময় লাগে না। 
ম্যাক্সিমাম সময়ে দেখবে যাদের দ্বারা আপনি মানসিক ভাবে ভেঙ্গে পড়তেছেন সেই মানুষগুলো আপনার চোখের সামনে হেসে খেলে দিব্যি দিন পার করবে এতোটুকুও আত্মগ্লানি কিংবা 
একবারও আপনার মানসিক অবস্থা, আপনার সম্মানের কথা ভেবেও দেখবে না ।

ধরুন না নিজের একান্ত আপনজনের থেকে যদি কখনো প্রতারিত হন কেমন লাগবে তখন? আপনাকে নিজের বলে বুলি আওড়ানো মানুষ গুলো যখন নিজ সার্থে আপনাকে ব্যাবহার করার জন্য কাছে টেনে নেওয়ার পর মাঝ পথে পল্টি খায়, কোনো একদিন যারা আপনাকে তাদের জীবনের পার্ট মনে করতো সার্থে পরে, নিজের ব্যাক্তিচরিএার্থ করতে আপনাকে নিমেষে অস্বীকৃতি জানালো? তখন আপনার কেমন লাগবে? কি করবেন তখন? এমনি এমনি ছেড়ে দিবেন ওই মানুষগুলোকে? 

যদি আপনার উওর হ্যা হয় ভাই/বোন আপনি অনেক মহানুভব, আপনাদের মতো আমি পারব না, 
এতো দয়া এতো মহানুভব আমি হলে হতে পারবো না! কেনো জানেন? একে তো দিনের পর দিন সেই মানুষগুলো আপনাকে ঠকিয়ে এসেছে, সার্থে ব্যাবহার করেছে এবং সব শেষে আপনাকেই অস্বীকার করতেছে এর থেকে পাপ আর কি আছে? কি বলবেন সৃষ্টিকর্তা এর বিচার করবে এই বলে ছেড়ে দিবেন?
কেনো ভাই? নিজের উপর নিজে এতোটা অন্যায় হতে কেনো দিবেন? আপনার কিসের কমতি, কিসের দূর্বলতা, কিসের মায়া, কিসের ভালোবাসা?

আপনার সাথে যারা অন্যায় করবে তাদের কথা আপনার ভাবার দরকার নাই, সময়ে সময়ে এদের মূখ্য জবাব দিয়ে দিতে হয়, না হলে বারংবার তারা একই কাজ করে পার পেয়ে যাবে, আজ আপনার সাথে অন্যায় করবে, কাল আরেক জনের সাথে। এটাই তাদের চিরাচরিত প্রথা হয়ে দাড়াবে।
কেঁদে, কেটে, হাতে, পায়ে ধরে ওই সব মানুষের সামান্য সিমপ্যাথি ও পাওয়া যায় না, 
ভালোবাসা তো দূরের কথা, তাহলে কেনো ভাবতে যাবেন তাদের নিয়ে?

প্রয়োজনে নিজের মনকে শক্ত করুন আর আপনার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ান। মুখ বুঝে ভালোবাসার দোহাই দিয়ে বসে থাকা বন্ধ করুন। দেখিয়ে দিন, নিজের অধিকার নিজের অসম্মানের মোক্ষ জবাব দিতে যতদূর যেতে হয় তত দূর যান আর এটাই নিজের উপর নিজের প্রকৃত দায়িত্ব পালন হবে।


স্ট্যাটাসঃ---(২০)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

জানো" আমার না খুব একা লাগে
একটা মানুষ পাওয়ার ইচ্ছে জাগে
বলবো মনের জমিয়ে রাখা সব কথা
এমন ধৈর্য ধরে গল্প শোনার মানুষ কই।
বুকে ব্যথা পুড়ে স্বপ্ন, অন্ধকারে রোজ স-ই!!
চাঁদের মতন নিশ্চুপ আমি- আঁধার করি আলো
নীল আকাশের বৃস্তৃত জুড়ে মুছে যায় অমানিশার বিবর্ণ ধুলো।
সরলতম জীবন নিয়ে নক্ষত্রের মেলা
নিয়ন বাতির সাদাটে রঙে ঝিঁঝি পোকার বেলা,
তটিণী-র হিল্লোল জলধারা অবিরল বয়ে চলা।
আমি সে মোহনার দিকে তাকিয়ে রই অপলক
টুকরো পাথর ছুড়ে মারি ছিটকে আসে ঝলক।
শুন্যতার চাদর মেলে ধরি বিছিয়ে পাঁজর
একাকিনী সঙ্গী হারা বিরহিত বৃষ্টিতে প্রবল ঝড়।
নিঃস্বঙ্গতার দেয়ালে দীর্ঘশ্বাসে'র গল্প লেখি জীবনের খাতায়
পরম যতনে মন পতনে বিষাদেরা পেলো ঠাঁই;
অভিমানে অনুরাগ জানালাম বিদায়।
উপন্যাসের পাতা থমকে আছে খোঁজে না নতুন অধ্যায়
ইচ্ছেরা বন্ধি মেঘ ঘুরে বেড়ানো সে-ই এক আকাশটা_ই।
খন্ড খন্ডে বিখণ্ডায়ন যতো বিচ্ছিন্ন আপন
নীলের বুকেই বসতি স্থাপন।
পথে যেতে যেতে হারিয়ে কী পেতে,??
কী সুনির্মিত অট্টালিকায় মহাজোট দিতে।
আমার কথারা বাক্য পায় না শব্দ মিলেনা জবাব,
আমি তুমি আমরা হবো ভীষণ তার অভাব।।
একটা তুমির অভাব


স্ট্যাটাসঃ---(২১)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

বিশ্বাস মানুষের মুল মন্ত্র হওয়া উচিত .....।
কারও প্রতি বিশ্বস্ত হওয়া অথবা কারও বিশ্বাস আদায় করা, এবং বিশ্বাসের মুল‍্যায়নই সমগ্র বিশ্বকে তথা প্রত‍্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে শান্তি দিতে পারে।

বিশ্বাস কোন খোলা বাজারের পণ‍্য নয়.....। এটা বিক্রয় হয় না এটা অর্জন করতে হয়। 
আর যখন বিশ্বাস বিক্রয় হয় সেটা তখন আর বিশ্বাসে থাকেনা।
নিজের প্রতি আত্ব বিশ্বাস যেমন নিজেকে সর্বোচ্চ শিখরে উঠিয়ে নিতে পারে।
ঠিক তেমনি নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস মানুষকে স্বর্গের সুখ দিতে পারে।

ভালোবাসা বাঁচে বিশ্বাসে..। সেখানে যদি একবার অবিশ্বাসের বিষ ঢোকে,
তাহলে আর ভালোবাসা থাকতে পারেনা.. ।
সেখানে একাকী রাজত্ব করে একটি ভালোবাসার মৃত‍ কঙ্কাল।
যার ফলে শরিরে অবিশ্বাসের জ্বালায় জ্বলতে থাকে যন্ত্রণা।

ভালোবাসার অবিশ্বাসের জ্বালায় শুধু যে একজনকে গ্রাস করে তা নয় ,
এখানে দুজন'ই মানষিক যন্ত্রণায় ভোগে ।
ভালোবাসায় কখনো কোন কিছু লোকানো বা মিথ‍্যে থাকা উচিত নয়,
এতে করে বিশ্বাস নষ্ট হয়.....।


স্ট্যাটাসঃ---(২২)  
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

তোমাকে যে আমার সাথে থাকতেই হবে,
এমন কোনো বিধিমালা কেউ জুড়ে দেয়নি।
তুমি চাইলে অন্য কারো সাথে ও থাকতে পারো।
আমি তো আর তোমার অধিকার কেড়ে নিতে পারিনা।
ইচ্ছে হলে থেকো আবার ইচ্ছে হলে চলেও যেও।
আমি আটকাবো ও না তোমায়।

আমি বলবো ও না তুমি আমাকে ছেড়ে যাবেনা বলে প্রতিশ্রুতি দিয়েছিলে!
এমনকি তোমায় আমার কাছে থেকে যাবার জন্য ও কিঞ্চিৎ পরিমাণ জোর ও করবে না।
কেন করবে জোর ?
তোমার ও তো মন চাইতে পারে পুরো আমিটকে ফেলে নতুন কাউকে নিয়ে পথ চলতে।
সবসময়ই একই মানুষ, একই কন্ঠ, একই আবদার ইত্যাদি কত কি!

বোরিং লাগেনা মানুষটার? 
লাগে তো।
এখন সে যদি আমাকে বদলে,
অন্য কাউকে স্থান দিতে চায়।
তার যদি আমার হাতের তালুতে হাত রাখতে না-ই ভালো লাগে।
তবে কেন সে থাকবে?
কেবল ভালোবাসা দিয়ে কি কাউকে আটকে রাখা যায়! 
যায় না।

আপনি কাউকে প্রচন্ড ভালোবাসেন!
কিন্তু সে আপনাকে দেখতেই পারেনা।
সকলেই বড় বড় ডায়লগ দিতে জানে।
" আমি মন দেখে ভালোবাসি, আমি চেহারা দেখে ভালোবাসি না, আমি খাটো লম্বা কিংবা চিকন মোটা দেখেও কাউকে ভালোবাসিনা।"
হাবিজাবি কত ভালো মানুষী বাক্য বলে।
অথচ সবাই-ই কাজে বিপরীত প্রতিক্রিয়া দেখায়।

একটা কালো ছেলে/ একটা কালো মেয়ে যখন তোমাকে ভালোবাসি বলে! তুমি তখন বলো আমার গ্রালফ্রেন্ড আছে অথবা বলো আমি সিংগেলই ভালো আছি। এই একই কথা যদি কোনো স্মার্ট/সুন্দরী মেয়ে বলতে ? 
গফ/বফ থাকলে ও বলতেন নেই। সে একসেপ্টেড। আর যে ভালোবাসি বলে গেলো! তার খুঁত আছে বলে তাড়িয়ে দিলে। কিন্তু ভালোবাসায় কোনো খুত ছিলোনা। বাহ তোমরা বেশ যুক্তি খাটিয়ে চলতে পারো বটে।তোমাদের তুলনা হয় না।

তুমি ও কি তাদের দলেই ছিলে? না তুমি বোধহয় অন্য দলের! তুমি ভালোবাসি বলেছো বছর তিনেক। 
তারপর উদাও। জানিনা তুমি কাদের দলে!
তোমায় ফিরে আসতে বলবো না।
এতোভালোবাসা ও যখন তোমাকে আটকে রাখতে পারেনি!
সেখানে আমার ফিরে আসো শব্দে কি তুমি আসবে?
এরকমটা ভাবা ও যে হাস্যকর।

থাকোতুমি নতুন হাতের তালুতেই আবদ্ধ।
আমি তো চলছিই একা তুমিহীন।
একদম কোনো সমস্যা হয়না তুমি ছাড়া হাটতে।
সময় এখন একা হাটতে শিখিয়েছে।
তুমি ভালোই থেকো আমায় না ভেবে।


স্ট্যাটাসঃ---(২৩)   
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

কেউ আপনার প্রসংসা করছে বলেই যে সবটুকু গুন আপনার মধ্যে আছে, এই ধ্যানধারনা বাদ দেন!
মানুষটা আপনাকে ভালবাসে,আপনার সবটুকুকে ভালবাসে। আপনার কথা বলা,হাসি,ঠোট,নাক,চোখ,
চুলকে সে ভালবাসে। আর ভালবাসলে মানুষ ভালবাসার মানুষটির প্রত্যেকটা জিনিসকে মুগ্ধ হয়েই ভালবাসে এবং বেশি বেশি প্রসংসা করে, এটাই স্বাভাবিক। 
আপনার সবকিছুই তার ভাল লাগে। আপনি বাদে পৃথিবীর আর কাউকে তার ভাল লাগেনা, 
লাগতে পারেও না। কারন মানুষটার চোখে আপনি জগতের শ্রেষ্ঠ একটি মানুষ।

আর এই প্রসংসা করায় যদি আপনি প্রসংসার মতই নিজেকে ভাবতে শুরু করেন, নিজেকে অহংকারী করে তোলেন, মনে মনে ভাবেন,আসলেই তো এই জগতে আমার মত দ্বিতীয়টা আর কেউ নেই। 
তাহলে আপনি বড্ড বোকা এবং সবচেয়ে বড় ভুলটিই করলেন। আপনার এই হাসির প্রসংসা আর কেউ নাও করতে পারে। আপনার চোখ, ঠোঁট, চুল,নাক অন্যকারো কাছে ভাল নাও লাগতে পারে। 

অন্য কেউ আপনাকে এই মানুষটার মত ভাল না-ও বাসতে পারে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের অনুভূতি,চাওয়া,ভাল লাগা,ভালবাসার ধরন ভিন্ন ভিন্ন। কারো চাওয়ার সাথে কারো চাওয়ার মিল নেই।
কারো দৃষ্টিভঙ্গির সাথে কারো দৃষ্টিভঙ্গির মিল নেই। 
এখানে একেকজন একেক রকম অনুভূতি নিয়ে বেচে থাকে।

ভালবাসে জন্য প্রসংসা করে।ভাল লাগে জন্যই সারাজীবন একই জিনিসের প্রতি মায়া বাড়িয়ে যায়।
আর সেই প্রসংসার আলোয় আলোকিত হয়ে যদি আপনি নিজেকে খুব দামী মানুষ কিংবা প্রসংসাকারী মানুষটিকে নিজের অযোগ্য ভাবতে শুরু করেন এবং সেই অনুপাতে মানুষটিকে তুচ্ছ ভাবেন।
তবে নিশ্চিত থাকেন, আপনার কপালটা পোড়া। 
আপনি ঠিক নিজেও জানেননা,কতটুকু আলো নাকি আলেয়া আপনার মাঝে আছে।
" কারো প্রসংসা করলেই দাম বেড়ে যায়।মূল দামটা কত?সেটা হয়তো সে নিজেও জানেনা"


স্ট্যাটাসঃ---(২৪)   
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি।
এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস।

ইন্টার্নীতে থাকার সময় যশোর থেকে এক টি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ী দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসে নি। 
এই বয়সে বিয়ের কোন আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। 
তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন।
কষ্টটা আমার জন্য নয়। আমাদের গোলপাতার বাড়িটার জন্য।

এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে,
চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। 
নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। 
খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি::: জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, বিসিএস প্রিলি হয় নাই। বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা।

কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে শান্তনা ।
ভাইটাও এখন শ্বান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই।
ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি।

আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। 
ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিনই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। 
নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।

টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে।
এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, 
কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।
টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।
..
যতবার বিয়ের কথা উঠেছে, ততবার ই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে। 
তাই বিয়ে - ভালবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জ এর ওপারে যখন দেড় হাজার টাকার টিউশুনি করতাম, নদী পার হওয়ার ছয় টাকা আমার থাকত না। আধা কিলোমিটার হেটে ব্রিজ পার হতাম।
আর আজ হাজার হাজার টাকা আয় করেও দেখি ঈদে বাড়ি যাওয়ার টাকা থাকে না।
জীবন আসলে একই থাকে, শুধু সময় আর চক্র টা বদলায়।
...
একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলতেছিলাম। উনি যখন ইন্টার্নীতে পাঁচ হাজার টাকা বেতন পেতেন তখন দুই হাজার টাকা ঘাটতি থাকত। এখন বিশ লাখ টাকা আয় করেও দুই লাখ টাকা ঘাটতি থাকে। 
কাকে কি বলব??
...
সতের শ টাকায় যখন মাস চলত। তখনও পকেটে একটা টি শার্ট কেনার মত টাকা থাকত না। 
আর আজ নিজের খরচই হয় ষোল হাজার টাকা। আজও টি শার্ট কেনার টাকা নাই।
...
আমি এই হিসেব বুঝি না।


"
স্ট্যাটাসঃ---(২৫)   
জীবন- প্রেম- ভালোবাসা নিয়ে আপনার মনের মতো কিছু স্ট্যাটাস পাবেন এখানে।  @মিঃ বুদ্ধিমান গাধা

Middle Class ছেলেদের কাছে আত্নসম্মান টাই সবচেয়ে বড়। ♥
এদের আপনি দামী গিফট দিবেন এরা খুশি হবে না এদের জাস্ট একটা বই পছন্দের কিছু খাবার বা টুকটাক ছোট খাটো ভালো লাগার কিছু গিফট করবেন দেখবেন সে গিফট টা এর কত খুশিমনে গ্রহন করে।

Middle Class ফ্যামিলির ছেলেরা Girlfriend এর Family Status/ Credit Card / Car দেখে না। এরা নিজের Bill নিজে Pay করার Mentality নিয়েই বড় হয়।♥
Girlfreind এর সাথে ঘুরতে যাওয়ার টাকা নেই? সে পাগলের মতো বন্ধুদের কাছে যাবে আর কিছু টাকা চাইবে, টাকা না পেলে কোনো একটা বাহানা দিয়ে বলবে অন্য একদিন দেখা করবো,আজকে নয়। ব্যাপারটা দেখেছেন কোনদিন নিজের চোখে?

দেখলে Must be সেটা কোন High Class ছেলে না, সেটা কিন্তু সেই Middle Class ছেলেটাই।💔
বন্ধুরা কলেজ / ভার্সিটি ছুটির পরে সবাই মিলে রেস্টুরেন্টে যাবে খেতে, কিন্তু বাসায় কাজ আছে বলা ছেলেটাকে দেখেছেন কখনো ? সে জানে বাসায় মা রান্না করে বসে আছে তার জন্য। সে সেই রেস্টুরেন্টের বিল টা পকেটেই রেখে দেয়।

সবার বন্ধুদের মাঝেই একটা কিপটা ছেলে থাকে।
সবাই তাকে পচাই, ছেলেটাকে চিনেন? সে সেই Middle Class ছেলেটা, যে দশ টাকা খরচ করার আগে ভাবে আমার বাবা ১০ মিনিট কাজ এই দশ টাকা আমাকে দিয়েছে।💔

Please Don't Blame Him,Respect Him.♥
পছন্দের কোনো জিনিশ কিনতে গিয়েও সেই Middle Class ছেলেটাই কিন্তু ভাববে, " নিজের সখটাকেই বড় করে দেখলে চলবে না। আমি তো ওকে ভালোবাসি, আমাকে এখন থেকেই টাকা জমানোর অভ্যাস করতে হবে, সামনে কতো বড় FUTURE আমাদের।♥

জি হ্যা, সেই Middle Class ছেলেটাই চাইবে নিজের ক্যারিয়ার টা আপনার সাথে কাটাতে,
সে নিজের পছন্দের জিনিসটা দোকানের বাইরে দারিয়ে দেখে Wallet এর দিকে তাকিয়ে আপনার কথা চিন্তা করবে,তারপর সে সেখান থেকে যত দ্রুত সম্ভব চলে আসবে। সে হয়তো আপনার সব ইচ্ছা পূরন করতে পারবে না, কিন্তু নিজের বেতনের সব টাই আপনার জন্য খরচ করতে একবার ও ভাববে না। 😊
সেটাও সে কিন্তু জমিয়ে জমিয়ে আপনার পিছনেই খরচ করে ফেলবে, 
আপনার একটু পছন্দের জিনিষ টা কিনে দিতে।

আর দিনশেষে আমরা ভুলে যাই সব কিছু, Middle Class ছেলেটা হয়ে যায়
~তুমি এতো ক্ষাত কেন?
~তুমি এতো কিপটা কেন?
~ তুমি নতুন জামা কিনো না কেন?
~তোমাকে নিয়ে কোথাও যেতে আমার লজ্জা লাগে ?
~তুমি Middle Class কেন?
~তুমি স্মার্ট না কেন?
~তুমি সুন্দর না কেন?
~তোমার চোখ মুখ সব কিছু পারফেক্ট কাটা কাটা না কেন?



ধন্যবাদ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।

ধন্যবাদান্তেঃ------
মওদুদ আহমেদ মধু (মিঃ মধু)
@মিঃ বুদ্ধিমান গাধা
#_দৃশ্যমান_জীবনের_অদৃশ্য_কাব্য✅








No comments

Powered by Blogger.