Ads

কিভাবে নারীর লোভ ছাড়তে পারবেন?? @মিঃ মধু

কিভাবে নারীর লোভ ছাড়তে পারবেন??  @মিঃ মধু

কিভাবে নারীর লোভ ছাড়তে পারবেন??


সব সময় নারীদের খোলামেলা দেখলে অনুভূতি ভোতা হবে। এটাই স্বাভাবিক।

আসলে ধর্মপুরুষরা নারীকে বন্দি করার জন্যে পরিবার, ধর্ম, সমাজ তৈরি করেছেন। 
উদ্ভাবন করেছেন ঈশ্বর ও নিয়ে এসেছেন পর্দার বিধান৷

কিন্তু এতে নারী চার দেয়ালে বন্দি হয়েছে বটে, কিন্তু পেটে ক্ষুধা থাকলে খাবারের লালসা থেকে মনকে মুক্তি করা সম্ভব হয় নি। সুতরাং প্রাকৃতিকভাবে চলুন। নারীলোভ এমনিতেই চলে যাবে। 
প্রকৃতির উপর মাতব্বরি করবেন না। মস্তিষ্ককে কোন ধর্মপুরুষের কাছে বিক্রি করে দিবেন না।

ধর্মপুরুষরা ছিল অত্যন্ত নারীলোভী। তাই তারা বিভিন্ন ফাদ পেতে সমাজের সাধারন লোককে বঞ্চিত করেছে। অবশ্য এ জন্যে আমি তাদের দোষ নেই না। এটা মানসিক ডিসঅর্ডার। 
এটা বাস্তবায়নে ধর্মপুরুষরা ধর্মের অবতারনা করে৷ যাতে সহজে অধিক নারী ভোগ করা যায়। 
তারাও বাধ্য হয়েই নারী ভোগের জন্যে চল চাতুরির আশ্রয় নিয়েছে । 
নারী চাহিদার একটা প্রাকৃতিক লেভেল আছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা প্রায় ১০ গুন বেশি। 
ফলে এরা নার্সিসিস্টিক টাইপের হয়।এবং নারীকে পাওয়ার জন্যে ধর্মের অবতারনা করে। এভাবে শুধুমাত্র নারীকে পাওয়ার জন্যে তারা রক্ত দিয়ে ইতিহাস বদলে দিয়েছে।

কিভাবে নারীর লোভ ছাড়তে পারবেন??  @মিঃ মধু


প্রাকৃতিকভাবে মানুষ এতোটা নারী লোভী হয় না। সুতরাং আপনি নিজের উপর বিশ্বাস রাখুন আপনার মনকে আপনি কন্ট্রোল করতে পারবেন৷ মেডিটেশন কাজে দিবে। 
গৌতম বুদ্ধের মেডিটেশন অনুসরন করতে পারেন।


মনে করুন আজ থেকে আপনি একটি মাছি। নিয়মিত ভনভন করে বিভিন্ন স্থানে (অস্থানে) খাবার খুঁজছেন। এই প্রক্রিয়ায় আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে।

নিজের মা, বোন, মেয়ে বা কোনো নিকট আত্মীয়স্থানীয়া কারো কাছে ভুলেও যাবেন না। 
তাঁদের থেকে যথাযথ দূরত্ব রাখুন কারণ লোভ তো মাছির খুব বেশি…সে আবার খাবারের প্রকার ভেদ বোঝে না!
শিক্ষা, কর্ম, উৎসব এবং ধর্মস্থানে একেবারেই যাবেন না। আপনি 'ধর্ষকাম' নামক একটি সংক্রামক ও বিষাক্ত রোগীর শিকার। আপনার স্পর্শে সংক্রমণ হয়।
এলাকায় কোনও নোংরার আস্তাকুঁড় থাকলে নিয়মিত যাতায়াত করুন। 
নিজের মনে পারলে একটা torch ফেলুন। নোংরা দেখতে পেলেন?

এবার ওই নোংরায় ডুব দিন। ভাববেন না, আমি পাগল নই, আপনি ওখানেই আছেন।
জনপদে আসবেন না ওইখানেই বাকি জীবন কাটান। মাছির আয়ু খুব বেশি না।
যাই হোক কাজের কথায় আসি। আপনি যদি এই পর্যন্ত পড়েও নিজেকে ঠিক রাখতে পেরেছেন, 
তাহলে বুঝবেন আপনার ভবিষ্যত আছে।

কিভাবে নারীর লোভ ছাড়তে পারবেন??  @মিঃ মধু


প্রত্যেকদিন যখনই কোনো শিশুকন্যাকে দেখবেন নিজের শিশু-বয়স ও অসহায়তা মনে করুন। ভাবছেন কি? যদি ভেবে থাকেন একবার ভাবুন আপনাকে একটি হিংস্র প্রাণীর মুখে ওই শৈশবে ফেলে রাখা হয়েছে আর প্রাণীটির জিভ থেকে লালা নির্গত হচ্ছে। নারী একটি ক্রোমোজোম মাত্র, 
ওই শিশুটির নিষ্পাপ মুখের সামনে আপনিও ঠিক ওরকম।

রোজ ভোরে উঠে নিজের শৈশবের কথা মনে করুন। আপনি কি এই রকম ছিলেন তখন?
Blue film এবং porn industry র সাথে জড়িত থাকলে আমার বিনম্র উপদেশ, বের হয়ে আসুন।
আপনি বাঙালি, বিখ্যাত বাঙালি লেখকদের বইয়ের তালিকা থেকে নারী বিষয়ক কিছু বই পড়ুন । 
নারীরা স্রেফ চোখ, ঠোঁট, স্তন, ইত্যাদি, প্রভৃতি নয়…খাবার নয়। তারা হাসে, কাঁদে, বই পড়ে, লেখে…আপনারই মত মানুষ। ধীরে ধীরে বুঝবেন।

কোনো বয়স্কা মহিলাকে চিনলে তাঁর সাথে গল্প জমান। তাঁর পছন্দ-অপছন্দ জানতে চান। 
কোনো নারীর সাথে কথোপকথনকালে তাঁর ছোটো ছোটো পছন্দের কথা জেনে নিন। 
মা (if applicable) কি খেতে বা কি রঙ ভালবাসেন, আপনি কি জানেন? 
আস্তে আস্তে আপনার নারী সম্পর্কে ধারণা বাড়বে।

কিভাবে নারীর লোভ ছাড়তে পারবেন??  @মিঃ মধু

কোনো নারীকে দেখে কুচিন্তা মনে আসার মুহূর্তে নিজেকে হঠাৎ খুব ঘৃণা করা শুরু করুন…
মনে করুন, আপনি সম্পূর্ন বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরছেন, লোকে আপনার জননাঙ্গ লক্ষ্য করে 
Camera ধরে আছে…ঢিল ছুঁড়ে দিচ্ছে সেদিকে। বিশ্বাস করুন ওই নারীটিরও সেই অনুভূতি হচ্ছে।

কোনো মেয়ের প্রেমে পড়ে থাকলে নিজেকে প্রশ্ন করুন কেন তার প্রেমে পড়েছেন? 
তাকে খাবেন বলে, তার শরীর ছোঁবেন বলে না কি তার ভালোবাসা পাওয়ার জন্য, 
তাকে চেনার জন্য? যদি প্রথমটি আপনার উত্তর হয়, অভিনন্দন, 
আপনি বিশ্বের কুৎসিত ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। আর যদি দ্বিতীয়টি হয়, 
আপনি নেশাগ্রস্ত নন, সুস্থ একটি মানুষ।

খাবারের থালার দিকে তাকিয়ে রোজ ভাবুন, আপনার জননাঙ্গকে কেটে টুকরো করে খাওয়ার কথা ভাবছে কেউ, আপনি ব্যথায় ছটফট করছেন। মাংস খাওয়ার সময়ে মনে রাখুন, 
আপনার মা, বোন কিংবা আত্মীয়া যাকে আপনি স্নেহ করেন, শ্রদ্ধা করেন তাকে ঠিক এইভাবে 
চিবিয়ে খেতে চাইছে কেউ।

কিভাবে নারীর লোভ ছাড়তে পারবেন??  @মিঃ মধু



কখনো শীতের রাতে ভাবুন চুপচাপ, আপনার বিয়ে হয়ে গেছে, একটি কন্যা সন্তান হয়েছে। 
তাকে কেউ ওই নজরে দেখছে , তাকে কেউ 'লোভ' বলে ভাবছে!
নিজের মুখের দিকে আয়নায় তাকান…আপনি অধঃপতিত নন, বিপথগামী মাত্র।
এই সবেও কাজ না হলে কোনো গণপিটুনির মধ্যে ঢুকে যান, যা পাওয়ার পেয়ে যাবেন।
একটাই কথা শেষমেশ। নারী কোনো খাবার নয়, লোভ নয়। সে আপনার বিপরীত লিঙ্গ মাত্র।
porn videoর যে মহিলার শরীর দেখে আপনি ঘুমোতে ভুলে যান, 
সেও হয়তো পেটের দায়ে ওখানে এসেছে।

ঠিক যেমন করে সারাদিনের কাজ শেষে আপনি খাবার প্রার্থনা করুন। 
যে মেয়ের শরীর দেখে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন না মনে রাখবেন, 
সেও আপনারই মত করে ঘুমোতে যায়, শীতে চাদর আঁকড়ে ধরে, দুঃখে কাঁদে, সুখে হাসে, রোগ, 
অসুখ, রেচনকার্য সব তাকেও প্রভাবিত করে। নারী ও পুরুষের সাধারণ heterosexual সম্পর্ক চিরন্তন, কিন্তু কাউকে দেখে লোভ সৃষ্টি হওয়া অসুস্থতা। আপনি একজন পুরুষ, আপনার হাতে অনেক সুখ, অনেক সৌভাগ্য রাখা…অপেক্ষা শুধু মানুষ হওয়ার! অসংখ্য ধন্যবাদ!

বিশেষ দ্রষ্টব্য :- আমি কোনোভাবেই পুরুষ জাতি বা তাদের জৈবিক চাহিদাকে অস্বীকার করতে চাইনি, আমি মেয়েদের বস্তু ভাবার বিরুদ্ধাচারন করছি মাত্র।



 সমাপ্তঃ-------


    সম্পূর্ণ লেখাগুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।  
    ধন্যবাদান্তেঃ------
    মওদুদ আহমেদ মধু 

No comments

Powered by Blogger.