Ads

একটি মেয়ে কিভাবে বোঝে যে একটি ছেলে তাকে সত্যিই ভালোবাসে? @মিঃ মধু

একটি মেয়ে কিভাবে বোঝে যে একটি ছেলে তাকে সত্যিই ভালোবাসে? @মিঃ মধু

একটি মেয়ে কিভাবে বোঝে যে একটি ছেলে তাকে সত্যিই ভালোবাসে?


আপনার আমার উত্তর পড়ে হয়ত অসহিঞ্চু লাগতে পারে।

আমি অল্প কথায় চরম সত্যি কিছু কথা বলে যাই।

১. 
একটা মেয়ে কখনো এটা জানার বা বুঝবার প্রয়োজনই মনে করে না ছেলেটি তাকে ভালবাসে কিনা।

২. 
প্রতিটা মেয়ের নিজস্ব কিছু চাহিদা থাকে। সেটির কোনটা মাষ্ট, কোনটা কম্প্রোমাইজ করার মতো। 
এই সব চাহিদা মিলিয়ে যখন কোন ছেলে তারা পরিচিত হতে পারে, কথা বলার, কাছে আসার সুযোগ পায় সে নিজের সর্বোচ্চ দিয়ে হলেও ছেলেটার সাথে থাকতে ট্রাই করে। 
ছেলেটার অন্যায় আবদার পর্যন্ত মেনে নেয়। খুব মিস করে, সারাদিন খোঁজ খবর রাখে, 
কেয়ার করে যাকে আমরা ভালবাসা / প্রেম বলে চিনি।

কিন্তু সেই ছেলেটির কি কি চাহিদা আছে তা কখনো জানার চেষ্টা করে না। 
সেই চাহিদা সেই মেয়ে নিজে মিটাতে সক্ষম কিনা তাও ভেবে দেখারও প্রয়োজন মনে করে না।

৩. ভালবাসা একটা অনুভূতি। খুব অদ্ভুত ব্যাখ্যাতীত একটা অনুভূতি। কিন্তু মেয়েরা অনুভব করে তাদের চাহিদা - মানসিক, শারীরিক, আর্থিক, সামাজিক ইত্যাদি। এই চাহিদা মেটাতে সক্ষম ছেলে হলেই শুধুমাত্র সে ছেলেটিকে " ভালবাসে "। একটু ভেবে দেখলেই আপনি এটার বাস্তুব কোটি কোটি উদাহরণ পেয়ে যাবেন। আমি কথা বাড়ালাম না।

৪. মেয়েটা কোন ছেলেকে ভালবাসে এটাই তাদের কাছে বেশি গুরুত্ববহন করে।তাই চাহিদার লিষ্ট নিয়ে এরা মনে মনে খুঁজতে থাকে কাকে " ভালবাসা " যায়। আর তার চাহিদা পূরণে অক্ষম কেউ তাকে হাজারো ভালবেসে মাথা কুটে মরলেও তাতে মেয়েটার কিছু যায় আসে না।

তাই " সত্যিকার ভালবাসা " ভাই গুলো সিগারেট হাতে দেবদাস বই পড়েই দিন কেটে যায়। 
একটি মেয়ে কিভাবে বোঝে যে একটি ছেলে তাকে সত্যিই ভালোবাসে? @মিঃ মধু

যে জিনিস এর চাহিদাই নেই তার পর্যাপ্ত যোগানে কি আসে যায়?

শেষ কথা - কোন ছেলে কোন মেয়েকে সত্যি ভালবাসে নাকি এটা কোন মেয়ে বুঝেই না। 
তারা তাদের মানদন্ডে বুঝে। মেয়েদের চাহিদা এর লিষ্টে যত বেশি পূরণ হবে ততই তিনি আপনার প্রতি আসক্ত হবেন। কিন্তু কোন ছেলের প্রকৃত ভালবাসায় আসলেই কোন মেয়ের কোন আগ্রহ নেই।

এই প্রশ্নের উত্তর এর মতো হাজার হাজার বানী, পরামর্শ, শর্ট কোর্স আমি পড়ে দেখেছি। 
সবগুলোই এমন -

" যদি দেখ কোন ছেলে সকালে উঠেই ফুল হাতে তোমার বাসার নিচে দাঁড়িয়ে তাহলে বুঝবে সে তোমাকে ভালবাসে "

বুঝতেই পারছেন নাটক দেখে এই বানীর লেখিকার এই চাহিদা হয়েছে। সত্যিকার এর ভালবাসার মানদন্ড হয়ে গেছে ভোরে ফুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা।

এই পর্যায়ে আপনার মনে যদি এই প্রশ্ন আসতে থাকে " তাহলে সত্যিকার ভালবাসা " কাকে বলে?

তাহলে বাদ দিন। এই উত্তর আপনার জন্য নয়।

একটি মেয়ে কিভাবে বোঝে যে একটি ছেলে তাকে সত্যিই ভালোবাসে? @মিঃ মধু

====

একটি মেয়ে অনেক ভাবেই বুঝে যে,
একটি ছেলে মেয়েটির প্রেমে পরেছে..!
তবে আমি এখানে মেয়েরা কিভাবে বুঝে সেই আলোচনা না করে বরং ছেলেরা প্রেমে পড়লে মেয়েদের কিভাবে বুঝায় সেগুলো নিয়েই লিখেছি। আর এগুলো দেখেই মেয়েরা সহজেই বুঝে যে ছেলেটি তার প্রতি আকৃষ্ট। (বাই দ্যা ওয়ে এখানে আমি আমার ব্যাক্তিগত মতামত শেয়ার করতেছি, 
সো ভুল  ত্রূটি হতেই পারে) 

১।
চোখাচোখি : প্রেমের পুরো ব্যপারটাই শুরু হয় চোখ থেকে। যখন কোনো ছেলে কোন মেয়ের প্রেমে পরে সে তখন বারবারই মেয়েটির চোখের সাথে চোখ মেলানেরা চেষ্টা করবে।

২।
মনোযোগ আকর্ষণের চেষ্টা :এটা খুব সাধারণ একটা বিষয় যে, কাউকে পছন্দ করলে আপনি এটাই চাইবেন যে তার মনোযোগটা আপনার দিকে থাকুক। 
অতএব ছেলেরা মনোযোগ আকর্ষণের জন্য বিভিন্ন কাজ করার চেষ্টা করবে।

৩।
বন্ধুমহলে সেরা হওয়ার প্রবণতা: ছেলেরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তার পছন্দের মেয়েটিকে বুঝায় যে, সে তার সব ফ্রেণ্ডের থেকেও সেরা।

৪।
চেহারায় বিস্ময়ের ভাব : চেহারায় বিস্ময়ের ভাবটাকে প্রেমে পড়ার অন্যতম একটা শারীরিক লক্ষণ বলে মনে করা হয়।আর ছেলেরা এই কাজটাই সব থেকে বেশি করে।

একটি মেয়ে কিভাবে বোঝে যে একটি ছেলে তাকে সত্যিই ভালোবাসে? @মিঃ মধু

৫।
ব্যক্তিগত বিষয়ে আগ্রহ: কোনো ছেলে যখন কোন মেয়েকে পছন্দ করে তখন সে মেয়েটির ব্যক্তিগত বিষয়গুলোতে ধীরে ধীরে বেশি আগ্রহ প্রকাশ করে।

৬।
কণ্ঠস্বরে পরিবর্তন: একটি ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে কথা বলে তখন তার কণ্ঠস্বরেও কিছুটা পরিবর্তন আনতে চেষ্টা করে। এ স্বরটি অনেক বেশি ব্যক্তিগত ধরনের এবং আন্তরিক। 
আর এটি শুধু তার পছন্দের মেয়েটির জন্যই বরাদ্দ থাকে।

৭। 
পরিপাটি ভাবঃ ছেলেদের শারীরিক ভাষার যেসব লক্ষণ দেখে মেয়েরা বুঝে যে ছেলেটি মেয়েটির প্রেমে পড়েছে তার অন্যতম একটি হলো তার পরিপাটি ভাব। ছেলেটি বারবার তার জিন্স-টি শার্ট ঠিক করবে, চুল এলোমেলো হয়ে গেল কি না তা দেখবে। এসব দেখে খুব সহজেই মেয়েরা বুঝে ছেলেটি তার প্রতি আকৃষ্ট।

৮। 
মুখোমুখি হওয়ার প্রবণতা: কোনো ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে বসে কথা বলবে তখন সে পুরোপুরি মেয়েটির মুখোমুখি বসার চেষ্টা করে।

৯।
গল্পের ছলে মাথা কাত করা ঃ গবেষকরা বলছেন, কোনো ছেলে যখন একটি মেয়ের প্রেমে পড়ে তখন সে ওই মেয়েটির সাথে কথা বলার সময় বারবার নিজের মাথা একদিকে কাত করে। 
ছেলেটি যদি একটু লাজুক প্রকৃতিরও হয় তবু তার মধ্যে এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।

১০।
স্পর্শঃ কোন ছেলে যদি মেয়ের ব্যপারে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে তখন সে বিভিন্ন ছুতোয় মেয়েটিকে স্পর্শ করার চেষ্টা করে। তবে এটি কোনোভাবেই মেয়েটিকে হেনস্তা করার জন্য নয়। 
বরং খুব ভদ্রভাবে এ কাজটি করবে ছেলেটি। হয়তো ছেলেটি আপনার হাতটি ধরবে বা আপনার মুখের সামনে চলে আসা চুলটি সরিয়ে দেবে।(এই প্রবণতাটাতেই মেয়েরা অতিতাড়াতাড়ি বুঝে যায়)


একটি মেয়ে কিভাবে বোঝে যে একটি ছেলে তাকে সত্যিই ভালোবাসে? @মিঃ মধু

১১।
কথা বলার ধরন ঃযখন ছেলেটি কথা বলার সময় অস্থিরতা দেখায় বা বিচলিত হয়ে পরে তখনি মেয়েরা বুঝে যায়

১২।
হাসিঃ আমরা প্রায় সবাই-ই মজার কিছু দেখে বা শুনে হাসি। কিন্তু একটি ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে থাকে তখন সে স্বাভাবিকের চেয়ে অনেক সহজেই হেসে ওঠে।

১৩।
বার বার তাকোনো ঃছেলেরা তার পছন্দের মেয়েটির দিকে বারবার তাকায় এ থেকে খুব সহজেই মেয়েরা বুঝতে পারে ছেলেটি তাকে পছন্দ করে ফেলেছে।

১৪।
সব সময় কাছে থাকার চেষ্টাঃছেলেরা সাধারণত যখন কোনো মেয়ের প্রেমে পড়ে তখন যে কোনোভাবে সে মেয়েটির কাছাকাছি থাকার চেষ্টা করে।মেয়েটি যেই দিকেই যায় ছেলেটিও সেদিকে যায়।

১৫।
সাহায্য করার প্রবণতা ঃবেশিরভাগ ছেলেই মেয়েদের সাথে ভদ্র আচরণ করে। কিন্তু কোনো ছেলে যখন একটি মেয়ের প্রতি আলাদাভাবে আকর্ষণ বোধ করে তখন সে বিভিন্ন কাজে মেয়েটাকে সাহায্য করার চেষ্টা করে

১৬।
সব সময় নজরে রাখা ঃএকটি ছেলে যখন কোনো মেয়েকে পছন্দ করে সে তখন কোনোভাবেই মেয়েটির ওপর থেকে চোখ সরায় না। সেখানে অন্য মানুষ থাকা সত্ত্বেও ছেলেটি মেয়েটির দিকে তাকানোর চেষ্টা করে।

১৭।
ঈর্ষান্বিত হওয়াঃ ছেলেরা তার পছন্দের মেয়েটিকে অন্য কোন ছেলের সাথে কথা বলতে দেখেলেই ঈর্ষান্বিত হয়..!!

আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা ।

No comments

Powered by Blogger.