বুদ্ধিমান হয়েও গাধা বনে যাওয়ার গোপন রহস্য। @মিঃ মধু
=
এই জগৎটা অসহ্য রকমের সুন্দর। কিন্তু জগতের বেশীরভাগ মানুষ সেই সুন্দরকে ধারন করা থেকে বিরত রয়েছে।
শুধু, কিছু মানুষ তাদের মননশীলতা ও মানবিকতা দিয়ে সেই সুন্দরকে ধরে রেখেছে।
অধিকাংশ মুখোশধারী মানুষরা এই অল্প কিছু মননশীল মানুষের কাছে হার মেনেছে কালে কালে।
আমি দৃশ্যমান অসফল মানুষ!
কিন্তু, আমি ছুটে চলি সেইসব অদৃশ্য সুন্দরে খোঁজে। যা পৃথিবীর মানবিকতাকে আজও টিকিয়ে রেখেছে।
আমার নিজস্ব এক ধরনের জাল আছে, গভীর বোধ খুঁজে আনার অদৃশ্য ছদ্মনামের জাল।
জাল দিয়ে লোকারণ্যর আড়ালে লুকিয়ে থাকা অন্যরকম বোধ আহরণ করে আনি।
সেই বোধ ধারন করি, লালন করি, চর্চা করি।
আমার বড় ভালো লাগে।
আমি নিজে অসুন্দর বলেই, সেইসব সুন্দর মানুষের স্পর্শ পাওয়ার প্রত্যাশায় থাকি।
তাদের আলোয় আলোকিত হয়ে থাকার পেছনে সময় ব্যায় করি।
পেয়েছিও কিছু মানুষকে।
এর মধ্যেও বেশীরভাগই শেষ পর্যন্ত মিলিয়ে যায়,
কালেভদ্রে কেউ হয়ত থেকে যায়।।
আসলে আমি যা চর্চা করি, চেতনায় যা ধারন করি,
জীবন চালানোর জন্য তা কোনো কাজে লাগে না।
পকেট ভরে না, জীবনমান উন্নত হয় না।
কিন্তু, তবুও এইসব আমি ছাড়ি না, ছাড়তে পারি না।
সাধারণত কোনো বুদ্ধিমান মানুষ
এমন গাধা'র মতো কাজ করবে না।
কিন্তু আমি করি, বড় তৃপ্তি নিয়েই করি।
বুদ্ধিমান সমাজে থেকে, নিজেকে বুদ্ধিমান মেনেও এমন কিছু গাধা'র মতো কাজ আমি করি।
এতে হৃদয়ের প্রশান্তি হয়, চিত্তের খোরাক হয়।
আমাকে মুক্তো ও মরিচিকার মধ্যে পার্থক্য শেখায়।
বুদ্ধিমান'রা সর্বদা নিজেরা বাচঁবে, নিজেরা ভোগ করবে, নিজেকে জিতাবে।
জগতে এমন বুদ্ধিমানদের সংখ্যা ই বেশী।
বিপরীতে বোকা'র সংখ্যা অতি অল্প।
কিন্তু তবুও,
এই পৃথিবীর যা কিছু মঙ্গল, যা কিছু কল্যানের।
যা কিছু মানবিকতার,
তা দৃশ্যত কিছু বোকা'রাই করেছে!!
ইতিহাস ঘাটলে অন্তত তারই আভাস পাওয়া যায়।
Wooooow dear,,, really awesome blog creation
ReplyDeleteKi je valo lage apnar sob post. Jeta pori, jeta dekhi sobi valo lage. Apni khub sundhor kore sajiye guchiye sob kaj koren. Seta beshi valo lage.
ReplyDelete