যে কাজগুলি আপনি কখোনই করেননি / যে কাজগুলি আমি জীবনে কখনই করিনি?
যে কাজগুলি আমি জীবনে কখনই করিনি?
- ০১) আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে সেক্স করি নি। এমনকি কোনো মেয়েকে জড়িয়েও ধরি নি। ছেলে হিসাবে এখনো ভার্জিন আছি। বউ কেমন পাব জানি না।😎😎😎
- ০২) দামি রেস্টুরেন্টে গিয়ে পিক তুলে কোথাও আপ্লোড দেই নি। রেস্টুরেন্টে গেলে মাথায় শুধু জিনিস খেলা করে, কিভাবে তাড়াতাড়ি খাওয়া যায়। 😁😁
- ০৩)যতদূর জানি, এখন পর্যন্ত আমি কাউকে কখনো অপমান করি নি।😎 শুধু অপমান না কারো মা-বাবা তুলে গালি দেই নি। তাই বুঝি এলাকার প্রায় সবাই ভালোবাসে।
- ০৪) মেয়েদের পিছনে ঘুরা হয় নি। যদিও মেয়েদের পিছনে বন্ধুদের ঘুরতে দেখেছি কিন্তু আমার ইচ্ছা জাগে নি।
- ০৫) কোনো মেয়ের সাথে বৃষ্টিতে ভেজা আর রাত্রের জ্যোৎস্না দেখা হয় নি। হয়তো অদুর ভবিষ্যতে প্রেমিকা বা বউয়ের সাথে ইচ্ছাটা পুর্নতা পাবে😎😎। কারণ বৃষ্টি আর জ্যোৎস্না আমার ভীষণ প্রিয়। এখন সিঙ্গেল মানুষ তাই একা একা উপভোগ করতে হয়।😭😭
- ০৬) চশমা পরে কোথায় বের হওয়ার সাহস হয় নি।
চশমা পরে ঘুরানোর আমার সাহস আমার বাড়ির রাস্তা পর্যন্ত সীমাবদ্ধ। দেখলেন কত্ত বড় সাহসি বীর!!!😁😁 - ০৭) কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস হয় নি।😁😁 ক্রাশ তিনজনকে দিতে গিয়ে হার্টের যা অবস্থা হয়েছিল তা মনে পড়লে হাসি উঠে। এখন তারা তিনজনই অন্যের দখলে। আফসোস!!!! কত্ত বড় ভীতু !!! 😭😭
- ০৮)আমি কখনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেই নি। কারণ আমার জীবনে একটা পুরো গান, গজল এবং কবিতা মুখস্ত করা সম্ভব হয়ে উঠে নি। এগুলো একদিকে মুখস্থ করলে আরেকদিকে পালিয়ে কোথায় যায় খুজে পাওয়া যায় না। ভুলোমনা মানুষ!!! আইন্সটাইন সাহেব কিন্তু আমার মতো ভুলোমনা ছিলেন।😎😎😁😁
- ০৯ )গনিত আমার একটা ফেভারিট সাবজেক্ট। কিন্তু আমার উপর ১০০% বিশ্বাস করো, আমি আমার জীবনে গনিতে ১০০% আন্সার করে আসি নি। চরম দুর্ভাগ্য আআআআআআ😭😭😭😭😭
- ১০) এখন পর্যন্ত ১২০০+ টাকার জামা পরি নি। তাছাড়া নিজে মার্কেটে গিয়ে শপিং করি নি। আমার মত ছেলেরে এখনো আব্বা শপিং করে দেন। আমার নিজের টাকায় নতুন কাপড় কিনতে কেন জানি ভালো লাগে না। পুরাতন কাপড়ের প্রতি ভালোবাসা জন্মে যায়। তাই আব্বা জোর করেই নতুন কাপড় কিনে আনেন। (ইশ, আব্বা এভাবে জোর করে যদি একটা বউ এনে দিতেন😁😁)
- ১১) আমি আমার জীবনে আমার লেখা কবিতা, গল্প, বা কোরার উত্তরগুলো (উপন্যাস ছাড়া) প্রুফরিডিং দেই নি। প্রুফরিডিং দিতে ভাল্লাগে না। এই কাজের দায়িত্বটা আপনাদের ভাবির জন্যে অগ্রিম রেখে দিলাম😁😁
- ১২) আম্মার হাতের অন্নেক মার খেলেও আব্বার হাতের হাতের মাইর খাওয়ার টেস্ট দেখার ভাগ্য হয় নি। তবে আব্বার কাছ থেকে অনেক ধমক খেয়েছি। যেখানে আম্মা ধমক ছাড়া বিসমিল্লাহ ছাড়া ধুমা মাইর শুরু করতেন। তবে বড় হয়ে সেইসব ভীষণ মিস করি!!! ইশ ছোটকালে ফিরে গিয়ে যদি দুষ্টুমির জন্যে আবার আম্মার হাতের মার খেতে পারতাম।🥰🥰
- ১৩)আমার রাজধানী ঢাকা শহর ঘুরে দেখা হয় নি। ঢাকায় গিয়ে ঘুরতে টাকার বস্তা লাগে এটা শুনে আর আগ্রহ জাগে নি। খাবার আর থাকার জন্যে অন্নেক টাকা লাগেহ। এসব শুনলে সাহস কিভাবে পাই বলুন🙄 আপনারা আমারে কিছু সাহস দেন!!! যদি সাহস পাই তাহলে আগে গিয়ে ঢাকার বিরিয়ানি, চটপটি আর ফুচকা খাব। এসবের গল্প শুনতে শুনতে জিহবায় পানি কতবার এসেছি তার হিসাব নাই!!!
- ১৪)নেশা করার সুভাগ্য আমার হয় নি!!😭 একটা বিড়ি টান দিয়ে চেক করার ভাগ্যটাও হয় নাই। অথচ বন্ধুদের নেশা করার অনুভূতি শুনলে কলিজা ফাইটা যায় ভাই ফেটে যায়। আবার অনেকে ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে ফুসফুসটারে কালো বানায়া ফেলছে। এদের মাথায় লম্বা বাল(চুল) দেখলে এবং গায়ের গন্ধেই বুঝা যায় যে, ভাইটা প্রেমে ঝাল খেয়ে মাল খাওয়া শুরু করছে। কিন্তু আমি জীবনে নেশাদ্রব্য টেস্ট করেও দেখি নি😎😎
- ১৫) আমি যদিও রান্না করা নতুন শিখেছি এবং শিখছি কিন্তু আব্বা-আম্মারে বা পরিবারের কাউকে রান্না করে খাইয়াই নি। এখন আবার কেউ আইসা আমার ঠান্ডা কমেন্ট বক্সটা গরম করিয়েন না এই বলে যে, রান্না করা মেয়েদের কাজ। আগেবাঘে শুনে রাখেন ভাইজান, শুধু রান্না করা মেয়েদের কাজ নয়, আমরা মেয়েদের উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে রান্না করিয়ে আসছি এবং করিয়ে যাচ্ছি। ভাই একবার নিজে রান্না করে দেখিয়েন, নিজের হাতের রান্না খাওয়া মানে অমৃত খাওয়া এতে অন্যের কাছে সাগরের পানি লাগুক সমস্যা নাই।
- ১৬) আমার একাডেমিক লাইফে কখনো A+ বা A- এইসব গ্রেড পাই নি। আর গোল্ডেন নামক সোনার প্লাস তো অনেক দূরে বসে আছে।😁😁 আমি সব বোর্ড এক্সামে A গ্রেড পেয়ে এসেছি। শুধু A গ্রেড পাওয়ার একটা রহস্য খুজে পাইছি সেটা হইলো, আমার নামের প্রথম অক্ষর কিন্তু A দিয়ে শুরু।😁😁
- ১৭) র্যাগ ডে তে কান্না আসে নি। আমার আবার সহজে কান্না আসে না। এর মানেই এই নয় যে আমি কঠোর মানুষ!!! ইমোশনাল বটে!!!!
- ১৮) ক্লাস ওয়ান থেকে এক্সামে ফেইল করি নি। ইন্টারে যেমন জৈবরসায়ন পড়েও বুঝি নি, তেমনি কিভাবে পাশ করে ফেলি তাও বুঝি না!!! সব নসিবের খেলা ভাই😁😁
- ১৯)নাস্তিক, হিন্দু,খ্রিস্টান বা অন্য ধর্মের কোনো ব্যক্তিকে তার বংশ তুলে বা ধর্ম তুলে খারাপ মন্তব্য করি নি। এমনকি তাদেরকে জোর করে ইসলামে আসার দাওয়াত দেই নি। তাদের ইচ্ছা হলে ধর্ম পরিবর্তন করবে না করলে জোর করার কিছুই নাই।
- ২০) কখনো বিমান চড়ার সুযোগ হয় নি। যদি ভাগ্য ভালো থাকে, তাহলে আগামী দুই-এক বছরের মধ্য সোনার বাংলা ত্যাগের সময় বিমান চড়ে নিব। দোয়া এবং আশির্বাদ করিয়েন।
- ২১) জিমে যাওয়া হয় নি। আমার শরীরটা এত মোটা নয় আবার এত চিকন না। মিড়িয়াম সাইজ আর কি!!! তাই জিমে যাওয়ার প্রয়োজন পড়ে নি। দেহ না মানলে কি হবে মনকে মানানো যাচ্ছে না। তবে একদিন যাব, সিক্স প্যাক্টের জন্যে। সত্য মিথ্যা জানি না শুনেছি, এখনকার মেয়েরা নাকি সিক্স প্যাক্ট বডি পছন্দ করে। তাই সবাই জিমে বা ঘরোয়া পদ্ধতিতে ভুড়ি কমিয়ে সিক্স প্যাক্ট বানানোর কাজে লেগে পড়েন😁😁
- ২২)আমার এখনো কোনো ব্যাংক একাউন্ট নাই কিন্তু বিকাশ একাউন্ট আছে। ব্যাংক একাউন্ট এর প্রয়োজন পড়ে নি এখনো। আপনারা চাইলে বিকাশে প্রতি ঈদে সালামি দিতে পারেন। 🙄🙄 সালামির টাকা জমিয়ে টাকা জমিয়ে বই কেনার একটা ধ্রুবক অভ্যাস আছে।😎😎 এইবার ঈদের বন্ধুদের দেওয়া সালামির পরিমাণ ২৩.৫ টাকা অথচ এই সালামি দাতা হইলো আমার হাড়কিপটে ১৬ জন বন্ধু । 😁😁
- ২৩) আর হ্যা আমি এখনো বিয়ে করি নি। অথচ আমার বন্ধুরা যারা এতদিন একসাথে গ্রামে অবিবাহিত টিমের হয়ে ফুটবল ম্যাচ খেলেছিল তারা বিয়ে করে এখন বিবাহিত টিমের প্লেয়ার হয়ে গেছে।আচ্ছা বলুন তো ভাই, এটা কি সহ্য করা যায়!! আপনার আশেপাশে মেয়ে পাইলে খবর দিয়েন। বিয়ে করে নিয়ে আসব!!😎😎
- ২৪)কখনো কারো কাছ থেকে পোশাক গিফট পাই নি। এখন পর্যন্ত যত গিফট পেয়েছি সবাই কেন জানি আমারে বই দেয়!!! হয়তো দাম কম তাই(এই কথা আমার শুভাকাঙ্ক্ষী যারা গিফট দিয়েছে তারা আমায় মারতেও পারে🙄🙄)। আচ্ছা একটা জিনিস গিফট পেতে কি ভাল্লাগে? এরা পোশাক দিতে পারে কিন্তু বই দেয় তাও বেশিরভাগ পড়া বই!!!
- ০৯)বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাই নি। ঘুরানোর সময় একটা আপদ সামনে খাড়া হবে যে হবে। দুত্তেরেকি!!! আমি কিন্তু মারাত্মক লেভেলের ভ্রমনপিপাসু ম্যান। বিয়ের পর যদি দেখ বউ ভ্রমন করতে পছন্দ করে না। তাহলে উনার খবর আছে!!! বউকে বাপের বাড়ি রেখে আমি বিশ্বভ্রমনে বের হয়ে যাব।আর যদিও সেও ভ্রমনপিপাসু হয় তাহলে তো একশোয় একশো। 😁😁😁 সামনে ielts এক্সাম এর পরে ইন্ডিয়ায় একটা ট্যুর দেওয়ার সম্ভবনা আছে ৭০%। তবে এইবার যেতে না পারলে ইউরোপে যাওয়ার পর ফিরে এসে মিস নাই ইন্ডিয়ায় যাব যাব যাবই। তাই দাদারা/ভাইরা/দিদিরাম/আপুরা আপনাদের ইন্ডিয়ার বিশেষ করে কলকাতার দর্শনীয় স্থান বলে যাবেন কিন্তু। আপনার বাসার ঠিকানা দিয়ে রাখিয়েন একদিন চলে আসব যোগাযোগ করে।😎🌻
- ২৬) আমি পাহাড়ি অঞ্চলে বড় হয়েছি এবং বর্তমানে শহরে আছি। কিন্তু কখনো সাগর দেখি নি। ২০২৪-২৫ সালের আগে ঘুরাঘুরির সম্ভাবনা আছে প্রচুর। সম্ভবত কক্সবাজার যেতে পারি।😭😭 আর হ্যা খুলনা, রংপুর এবং রাজশাহীতে যাওয়ার সম্ভাবনা আছে। এইসব এলাকার কেউ এই উত্তর পড়লে আপনাদের এলাকার কিছু দর্শনীয় স্থানের নাম বলবেন কিন্তু। আপনাদের বাসার ঠিকানা দিলেও সরাসরি বাসাতে চলে যাব না,সো ভয় পাবেন না।😁
- ২৭) আমি কিন্তু প্রচুর মুভি দেখি। ঢালিউড,বলিউড, সাউথ, হলিউড এবং চাইনিজ মুভি দেখলেও কুরিয়ান সিনেমা দেখা হয় নি। তবে খুব শীগ্রই আরম্ভ করব। আপনার দেখা যেকোনো ধরনের কিছু সেরা মুভির নাম বলিয়েন।
- ২৮) ধর্মগ্রন্থ সম্পুর্ণ বুঝে পড়া হয় নি। ইচ্ছা আছে সব ধর্মের ধর্মগ্রন্থ পড়ার। আপনি এই উত্তর পড়ে যাওয়ার সময় আপনার ধর্মগ্রন্থের নাম বলে যাবেন।
- ২৯ )আমার বড় ভাইবোন নাই। তাই বড় ভাইবোনের কাছ থেকে আদর, স্নেহ, ভালোবাসা আদেশ, উপদেশ এবং নিষেধ এইসব পাইনি। আমি এখনো এই জিনিস থেকে বঞ্চিত।
৩০)আমার বই পড়ার অভ্যাস একটা মারত্মক অভ্যাস আছে। এই অভ্যাস থেকে মনে হয় এই জনমে বের হতে পারব না।🙄🙄 কিন্তু বই প্রকাশ করার প্রচুর ইচ্ছা থাকলেও প্রকাশ করি নি। কয়েকবার ট্রাই করে অনেক ধৈর্য নিয়ে ডেস্কটপে ৫ টা উপন্যাস লেখেছিলাম অতি উৎসাহে। কিন্তু বঙ্কিমচন্দ্রের পরামর্শে সম্পাদনা করতে করতে সুন্দর সুন্দর প্লট নিয়ে লেখা উপন্যাসগুলো তিন চারমাস পরে সেটা কেটে দেই।😭😭 এখন ডেস্কটপ থেকে অনেক দূরে এবং বই লেখালেখির মোড নাই।
লেখায়ঃ- এমরান (Amran)
ধন্যবাদান্তেঃ---"মিঃ মধু"
আরও বিস্তারিত জানতে চেক করুন "অদৃশ্য কাব্য" মঞ্চ। অথবা ভিজিট করুন "MrModhu.Com" সাইটে।
No comments