Ads

এখনও পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় যে অমীমাংসিত রহস্যগুলো?

এখনও পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় যে অমীমাংসিত রহস্যগুলো?

WARNING :গল্পটি অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর । তাই অপ্রাপ্তবয়স্ক পাঠকরা এড়িয়ে যেতে পারেন।

  • সবাই হয়তো বলবেন বারমুদা ট্রাইএঙ্গেল ও মালয়েশিয়ান বিমানের কথা । আমি একটু ভিন্ন জিনিস নিয়ে আজ আলোচনা করবো। আপনারা অনেকেই হয়তো রাশিয়ার Dyatlov Pass এর ঘটণা জানেন না। না জানাই স্বাভাবিক। শীতল যুদ্ধের সময়ের একটা ঘটণা এটি ।
  • তখন রাশিয়ার(সোভিয়েত ইউনিয়ন) সরকারি গণমাধ্যম Radio Moscow(যার বর্তমান নাম Radio Sputnik) এই ঘটণা নিয়ে কোনরকম সংবাদ প্রচার করেনি ।এমনকি 1990 এর আগে সোভিয়েতের বাইরের কেউই এই ঘটণা জানতো না। কারণ শীতল যুদ্ধের সময় এই ঘটণাস্থলের নিকটবর্তী শহর ইয়েকেটেরিনবার্গে বিদেশি সাংবাদিকদের প্রবেশও নিষেধ ছিল।
  • কারণ এই শহরেই ছিলো সোভিয়েতের মিলিটারি গবেষণাগার। ঘটণাটা সম্পর্কে জানার আগে বলে নিই যে যাদের সাথে এই ঘটণা ঘটেছিলো, তারা সবাই Ural Technical University এর ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন। তাঁরা সবাই ইয়েকেটেরিনবার্গ শহর থেকে দূরে তুষারে আচ্ছন্ন পাহারে হাইকিং এর জন্য রওনা দেন । যাঁরা রওনা দিয়েছিলেন, তাদের মধ্যে শুধু একজন অসুস্থতার কারণে মাঝপথে যাত্রা বন্ধ করে বাড়িতে ফিরে আসেন। কিন্তু যাঁরা হাইকিং এর জন্য গিয়েছিলেন, তাঁরা আর ফিরেননি। তাঁরা সবাই অদৃশ্য কারণে মারা যান।

যাঁরা মারা যান, তাঁদের নাম--- Igor Alekseyevich Dyatlov ,Yuri Nikolaievich Doroshenko , Lyudmila Alexandrovna Dubinina ,Yuri Alexeyevich Krivonischenko , Alexander Sergeievich Kolevatov , Zinaida Alekseevna Kolmogorova ,Rustem Vladimirovich Slobodin , Nikolai Vladimirovich Thibeaux-Brignolles , Alekseevich Zolotariov.

  • তাঁদের মধ্যে একজনের মরদেহে দুটো চোখ ছিলো না, একজনের জিহবা ছিলো না এবং শুধু দুইজনের শরীরে মাত্রাতিরিক্ত রেডিয়েশনের অস্তিত্ব পাওয়া গিয়েছিলো ।
  • স্থানীয় পুলিশ তদন্ত রিপোর্টে বলে যে কোনো এক অশুভ শক্তির কারণে তাঁদের মৃত্যু হয়েছে। এমনকি তাঁদের সবার শেষকৃত্যের অনুষ্ঠানের জন্য তাঁদেরই সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ে পোস্টার ও লিফলেট দিয়েছিলেন , সেই লিফলেট ও পোস্টারগুলো পুলিশ পুড়িয়ে ফেলে।

  • এখন বেশ কয়েকজন গবেষক এ নিয়ে অনুসন্ধান করছেন। কিছু কিছু গবেষকের মতে এটা UFO এর কাজ, আবার কেউ কেউ বলেন যে সেখানে সোভিয়েত মিলিটারির কোন সিক্রেট তারা দেখে ফেলেছিলো বা তারা সরকারের কোন গোপন কার্যকলাপ জেনে ফেলার জন্যে কেজিবি বা কোনো সরকারি বাহিনীই তাদের মেরে ফেলে ।
  • আবার কেউ কেউ দাবি করেন যে স্থানীয় উপজাতিরা তাদের মেরে পূজা করেছিল। কিন্তু কোনো তথ্যের পক্ষেই শক্ত প্রমান নেই। তাঁদের মৃত্যুর ৬০ বছর পরও এই রহস্য অমিমাংসিত।


 

ধন্যবাদান্তেঃ---"মিঃ মধু"

আরও বিস্তারিত জানতে চেক করুন "অদৃশ্য কাব্য" মঞ্চ। 

No comments

Powered by Blogger.