সফলতার সংজ্ঞা কি?
সফলতার সংজ্ঞা
- কেউ চুরি করে সফল। কেউ মার্সিডিজ বেঞ্জ কিনে সফল, কেউ স্কুল শিক্ষক হয়ে সফল, কেউ ধর্ষণ করে সফল, কেউ কোটিপতি হিসেবে সফল। কেউ দুর্নীতি করে সফল। কেউ দুর্নীতির টাকায় মসজিদ গড়ে সমাজের চোখে সফল, অন্য একজন ব্যক্তি শ্রমিক হিসেবে সফল। তাই সফলতার সংজ্ঞা হল সবচেয়ে জটিল।
- সাফল্যের কোনো সংজ্ঞা হয় না । সফলতা একটি উপলব্ধির ব্যাপার এবং এই উপলব্ধির একটি যথার্থ উদ্দেশ্য উত্তরোত্তর উপলব্ধির নামই সফলতা। নিজের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারার নামই সফলতা । বলতে পারেন আপনার যে লক্ষ্য আছে সেটাই আপার সফলতা । সফলতার কোন নির্দিষ্ট সময় নেই, কখন যে আপনার কাছে সফলতা এসে ধরা দিবে তার কোন নির্দিষ্ট সময় নেই, যে কোন সময় আসতে পারে সফলতা ।
- জীবনের আরম্ভের দিকে যা পাওয়ার ইচ্ছা ছিল, তা অর্জন করার পর এখন তার প্রতি মোহভঙ্গ হওয়াও এক ধরনের সফলতা। একটি নির্দিষ্ট সময়ের পর অন্যদের স্বপ্ন পুর্ন করতে সাহায্য করতে পারা'টা সফলতা। দরকার মতন উপার্জন করার পর, অন্যদের দিতে পারাটা সফলতা।
- সন্তান বড় করতে গিয়ে আপনার ইচ্ছা ও আদর্শ, তার হলে হতেও পারে, নাও হতে পারে। বিষয়টিকে সময়ের উপরে ছেড়ে দিয়ে নিজের বিশ্বাসে দাড়ানো ও নিশ্চিন্তে ঘুমানোও সফলতা। আমরা প্রত্যেকদিন অনেক বিষয়ে সফল হতেই থাকি, কিন্তু তার দাম দেই না। জীবনে আমার গ্লাসটা অর্ধেক ভর্তি এই কথাটা না ভুলতে পারাটাই সফলতা।
ধন্যবাদান্তেঃ---"মিঃ মধু" …
আরও বিস্তারিত জানতে চেক করুন "অদৃশ্য কাব্য" মঞ্চ।
No comments