Ads

মেয়েদের সম্পর্কে বেশ কিছু মনস্তাত্ত্বিক কৌশলঃ-

মেয়েদের সম্পর্কে বেশ কিছু মনস্তাত্ত্বিক কৌশলঃ-

চ্যাপ্টার-১

  • লম্বা মেয়েদের ক্যান্সারের ঝুঁকি বেশি খাটোদের চেয়ে।
  • মেয়েরা একই সাথে অনেক কাজ করতে ছেলেদের চেয়ে বেশি পারদর্শী।
  • মেয়েরা মিনিটে ১৯ বার চোখের পলক ফেলে আর ছেলেরা ১১ বার।
  • উন্নত দেশের মেয়েরা সারা জীবনে ১৫০ প্রকার চুলের স্টাইল করে থাকে।
  • চীন দেশে ২০-২২ বছরের ভেতর বিয়ে না হওয়া মেয়েদের "শ্যাং নু" বলে ডাকে,এর অর্থ "বাসি মেয়ে"।
  • ১ বছরে পৃথিবীর সব পেশাজীবী মেয়েদের সম্মিলিত আয় ১৮ লক্ষ কোটি ডলার কিন্তু সম্মিলিত ব্যয় ২৮ লক্ষ কোটি ডলার।
  • শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সবখানেই মেয়েদের বেতন কম। সব চেয়ে কম বৈষম্য আছে নিউজিল্যান্ড এ, এখানে মেয়েরা ছেলেদের চেয়ে ৫% কম বেতন পায়।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীতে ৮ লক্ষ মেয়ে যোদ্ধা ছিল।
  • ব্রাজিলের ভিক্টোরিয়া'স সিক্রেট কোম্পানি বলে - পৃথিবীর ৮০% মেয়ে ভুল সাইজের অন্তর্বাস পরে।
  • শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দেখে সেটা ছেলের না মেয়ের তা বুঝা যায় কারণ মেয়েদের শরীর থেকে ছেলেদের চেয়ে দ্বিগুণ এমাইনো এসিড বের হয় যা ফিঙ্গারপ্রিন্টে পরিবর্তন করে দেয় কিছু।
  • "50 shades of grey" বইটার ৮০% ক্রেতা ছিল মেয়েরা।
  • প্রাচীন রোমান মেয়েরা "গ্লাডিয়েটর" দের ঘাম সংগ্রহ করে রাখত এবং সেটা রূপচর্চায় প্রসাধন হিসেবে ব্যবহার করত।
  • ১৬৭৮ সালে পৃথিবীর প্রথম একাডেমিক ডিগ্রি পাওয়া মেয়ে হলেন ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের "এলেনা কর্নারো পিস্কোপিয়া"।
  • "সেন্ট লুসিয়া" পৃথিবীর একমাত্র দেশ যেটা কেবল মেয়ের নামে নামকৃত।
  • কোন মেয়েকে "কি হয়েছে? " জিজ্ঞাসা করলে যদি উত্তর দেয় "কিছুনা" তাইলে বুঝতে হবে সম্পূর্ণ উল্টো অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে।
  • এখনো পৃথিবীর ৬০.৩ কোটি মেয়ে স্বগৃহে নির্জাতিত হওয়াকে অপরাধ মনে করেনা।
  • একবিংশ শতকেও প্রতি ৯০ সেকেন্ডে ১ জন মেয়ে বাচ্চা জন্ম দিতে মারা যাচ্ছে।
  • মেয়েরা রসবোধ সম্পন্ন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারা ছেলেদের পছন্দ করে।বীর মাত্র ২% মেয়ে নিজেকে সুন্দরী মনে করে।
  • উন্নত দেশি প্রতি ৬ জনে ১ জন মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়।

চ্যাপ্টার-২

  • মাতৃত্বের ক্ষেত্রে কৌশলঃ

মেয়েরা মা হিসেবে তার সন্তানের জন্য সবচেয়ে বেশি ত্যাগ করে। সন্তান মাকে ফেলে দিলেও মা সন্তানকে আপন মনে করে। স্বামীর চেয়ে সে সন্তানকে বেশী ভালবাসে। সব ক্ষেত্রে সন্তানকে প্রাধন্য দিবে।

  • পরিবারের বন্ধন ঠিক রাখার ক্ষেত্রে কৌশলঃ

নিজের পরিবারের বন্ধন ঠিক রাখতে এরা সহজে দোষ কাঁধে তুলে নেয়। প্রয়োজনে তারা মিথ্যা কথা বলে।

  • অন্যকে আকৃষ্ট করার ক্ষেত্রে কৌশলঃ

অন্যকে আকৃষ্ট করার ক্ষেত্রে এদের রুপ চর্চা আর সাজ সজ্জার জুড়ি নাই। এ ক্ষেত্রে এরা ভিন্ন ভাব ভঙ্গিমায় কথা বলে ও আচরন করে থাকে।

  • মনের ভাব প্রকাশের ক্ষেত্রে কৌশলঃ

মেয়েরা মনের একান্ত কথাগুলো মুখ দিয়ে সরাসরি না বলে চোখ বলে, যে কথা মুখে বলতে পারে না তা চোখের ভাষায় বুঝাতে চায়। নুতুন কোথাও গেলে দ্রুত তার পছন্দের অপছন্দের জিনিস দেখে ফেলে।

  • সবাইকে তার অনুকুলে রাখার ক্ষেত্রে কৌশলঃ

মেয়েরা কাউকে সহজে কাউকে তার প্রতিকুলে দেয় না। সবাই তার মোহে পড়ে থাক এটা চায়। এটাকে তারা উপভোগ করে এবং তাদের ভাল লাগে। প্রয়োজনে অভিনয়ও করে। একজনকে সে গভীরভাবেই ভালবাসবে অন্যদের ওয়েটিং লিস্টে রাখবে। ওয়েটিং লিস্ট একটু বড় হলেও একসাথে সাধারনত এরা একাধিক জনের সাথে গভীর প্রমে জড়াতে চায় না।

  • কাউকে ভুলে যাওয়ার ক্ষেত্রে কৌশলঃ

প্রেমিক দীর্ঘদিন দূরে থাকলে প্রথমে কিছুদিন অনেক বিমর্ষ থাকলেও পরে সব ভুলে নুতুন করে পুরুষের তুলনায় দ্রুত সম্পর্কে জড়াতে পারে। নতুন সম্পর্কে জড়ালে পুর্বের প্রেমিকের স্থান হারায় পুর্বের প্রমিককে ভাল না লাগলে তার দৃষ্টি দিয়ে বুঝিয়ে দেবে, মুখে বলবে বিভিন্ন সীমাবদ্ধতার কথা।

  • প্রিয় মানুষকে ধরে রাখার ক্ষেত্রে কৌশলঃ

প্রিয় মানুষকে নিজের কাছে ধরে রাখার জন্য সব ধরনের অভিনয় করবে। প্রয়োজনে নিজের সব বিলিয়ে দিবে।

  • স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে কৌশলঃ

নিজের স্বার্থকে তারা বড় করে দেখে। স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে এরা যারপরনাই নীচে নামতে পারে। এ ক্ষেত্রে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে।

  • কিছু আদান প্রদান কৌশলঃ

কারও মন জয় করতে চাইলে তাকে রান্না করে খাওয়াবে। এমন কিছু জিনিস নিবে এবং দিবে যা দিয়ে সে ওই পরুষের মন জয় করতে পারে।

  • মিষ্টি হাসি প্রদান কৌশলঃ

মিষ্টি হাসি প্রদানের মাধ্যমে মেয়েরা জয় করতে পারে পুরুষের মন, বদলাতে পারে সিচুয়েশন ।

  • গোপনীয়তা ঢাকার ক্ষেত্রে কৌশলঃ

স্বামী ছাড়া যদি দ্বিতীয় কেউ থাকলে স্বামীর সামনে এমন আচরন করবে যে তাকে সে চেনেই না। এরা প্রমান লেপাটের কৌশলে খুব দক্ষ। এমন কিছু কাজ বা অভিনয় করবে মুল বিষয় আড়াল হতে বাধ্য।

  • স্বামীকে শুধু নিজের করে পাবার ক্ষেত্রে কৌশলঃ

স্বামীকে শুধু নিজের করে পবার ক্ষেত্রে তার উপার্জন ও অন্যান্য বস্তুগত অবস্তুগত সম্পদে একাই অংশিদার হবার জন্য স্বামীকে কৌশলে যৌথ পরিবার থেকে একক পরিবারে আনে। প্রয়োজনে বাবার বাড়ি আর্থিক অনার্থিক সহযোগিতা নিবে।

  • কৌশল চোখের জল, সকল কৌশল এর বড়

মেয়েদের সবচেয়ে মোক্ষম হাতিয়ার হল চোখের জল । কোন কিছুতে যখন কাজ হবে না তখন তারা এটা ছেড়ে দিবে। অনেকে চোখের জল দিয়ে শুরু করে। চোখের জল দিয়ে জয় করতে পারে পুরুষের মন, বদলাতে পারে সিচুয়েশন ।

মেয়েদের মনস্তাত্ত্বিক কৌশলগুলোঃ- চ্যাপ্টার-৩

  • যেকোন মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তাদেরকে কোন ছেলে পছন্দ করাকে উপভোগ করে।
  • অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না।
  • স্বামীকে ভালো না বাসলে এরা যৌনতাকে উপভোগ করে না।
  • অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী । এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে ও মনে রাখে ।
  • দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও, মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয়।
  • যেকোনো মেয়েই চায় , তার স্বামীর অবস্থান তারচেয়েও উচ্চতর হোক।
  • অনেক মেয়েরাই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে।
  • মেয়েরা ভালোবাসার সময়ে, তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে।

এমন আরও- জীবন, প্রেম, ও ভালোবাসা বিষয়ক সমস্যা-সমাধান ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন 'Mr Modhu'(Invisible Poetry) এবং যোগ দিন "দৃশ্যমান জীবনের অদৃশ্য কাব্য" মঞ্চে ।

No comments

Powered by Blogger.