Ads

জীবনে অন্তত কেউ একজন থাকুক / মানুষ বড় অভিমানী প্রাণী। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️

জীবনে অন্তত কেউ একজন থাকুক / মানুষ বড় অভিমানী প্রাণী।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️




মানুষ বড় অভিমানী প্রাণী। 

মানুষ বড় অভিমানী প্রাণী। 
সে চায়, তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। 
ফোন করে খানিক ম্লান গলায় 'হ্যালো' বলতেই ওপারের মানুষটা বলুক, 
'তোমার মন খারাপ?'

তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক, 
'তোমার ঘুম হয় নি রাতে? দুঃস্বপ্ন দেখছ? 
টেনশন করছ কিছু নিয়ে?'

সে চায়, মানুষটা বুঝুক, কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, 
চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা।

সে চায়, মানুষটা বুঝুক, কখন হাতের মুঠোয় হাত রাখতে হায়, 
ফিসফিসিয়ে বলতে হয়, 'আমিতো আছিই" 
তবে,মন খারাপ কেন?'

সে চায়, মাঝরাত্তিরে সে টের পাক, 
পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। 
শেষ রাতে যখন খানিক হিম নামে, 
তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে।

সে চায়, তার জন্য মাঝরাত্তিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক। 
মনে রাখুক তার জন্মদিনের কথা, 
প্রথম দিনের কথা, স্পর্শ ও অনুভূতির কথা।

সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যেমিথ্যি অজুহাত বানাক। 
কেউ কপাল ছুঁয়ে বলুক, 'দেখি, দেখি, 
তোমার জ্বর নয় তো? 

অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক, 
'খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে? 
তবে এই যে এতো ভালোবাসি, তাতে আরও কাছে আসা যায় না? 
আরও আরও কাছে? অনেক অনেক কাছে?'

মানুষ বড় অভিমানী প্রাণী।
তারা দুজনই কেবল ভাবে, এসবই ওই মানুষটা করুক। 
ওই অন্য মানুষটা।

কিন্তু শেষমেশ করা হয় না কারোই। 
তাই কাছে আসার রঙ্গিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর, বিবর্ণ গল্প হয়।
মানুষ বড্ড অভিমানী প্রাণী।







জীবনে অন্তত কেউ একজন থাকুক

জীবনে অন্তত কেউ একজন থাকুক যে কখনো চলে যাবেনা। সবাই যখন আসাযাওয়ার মিছিলে ব্যস্ত থাকবে, তখন ঐ মানুষটা সারাজীবন থেকে যাওয়ার পরিকল্পনা করবে।
.
প্রচণ্ড ডিপ্রেশনের মুহূর্তে যে মানুষটা কখনো সান্ত্বনার বাণী শোনাবে না, বরং কাঁধে হাত রেখে অভয় দিয়ে বলবে "তোমার ডিপ্রেশনের ভারটা এখন থেকে আমিও বয়ে বেড়াবো"।
.
কেঁদেকেটে চোখ লাল করে ফেললে ঐ মানুষটা সাথে সাথেই বুঝে ফেলবে। আর আহ্লাদী স্বরে বলবে "তোমাকে আর লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবেনা, এখন থেকে আমার সামনেই কাঁদবে। 
তোমার চোখের শেষ অশ্রুবিন্দুটুকুও আমি মুছে দিবো।
.
ঐ মানুষটার কাছে কোনো কথা বলার আগে একশো বার ভাবতে হবেনা। না ভেবে কোনো কথা বলে ফেলার পরও ঐ মানুষটা চুপচাপ শুনে বলবে "এই কথাটা আরোও আগে কেনো বলোনি।
.
যে মানুষটার উপর ইচ্ছেমতো রাগ দেখানো যাবে। সব রাগ সহ্য করে সে মানুষটা বলবে "আমিতো তোমার রাগ করার অপেক্ষায় থাকি। কখন তুমি রাগ করবে আর আমি সাথে সাথেই সেই রাগ ভাঙিয়ে দিবো"।
.
যে মানুষটা শুধু মুখে মুখেই ভালোবাসি বলবেনা। বরং সে ভালোবেসেই দেখাবে। যে মানুষটা স্বার্থের মাঝে নয়, ভালোবাসার মাঝেই সুখ খুঁজে পাবে। যার ভালোবাসা হবে সীমাহীন, নিঃস্বার্থ, একদম পবিত্র।
.
লাইফে এই মানুষটাকেই খুব খুব দরকার যে সবকিছুর বিনিময়ে শুধু আমাকেই চাইবে। সে হবে সবার চেয়ে আলাদা। একদম ইউনিক। যাকে হারিয়ে ফেলার ভয় থাকবেনা। 
কিন্তু, এমন মানুষ মেলা সত্যিই ভার ।

{মিঃ বুদ্ধিমান গাধা}

1 comment:

Powered by Blogger.