Ads

সম্পর্কের অসাধারণ তিনটি নিমুনা । #_মিঃ_বুদ্ধিমান_গাধা®

সম্পরর্কের অসাধারণ  তিনটি নিমুনা 
সম্পর্কের অসাধারণ তিনটি নিমুনা । #_মিঃ_বুদ্ধিমান_গাধা®




একটা ছেলে এবং একটা মেয়ের মাঝে সব থেকে সুন্দর তিনটা সম্পর্ক। 

......১ -
প্রেমে পড়ার ঠিক আগের মুহূর্তটি।
একজন হঠাৎ করে আরেকজন কে যদি জিজ্ঞেস করে তুমি আমার কে? 
সে বিপদে পড়ে যায়।
ঠিক বন্ধুও না। অন্য কিছুও না।
শুধু কিছু একটা। 
সেই কিছু একটার আবার কোন নাম নাই।



.......২ –
কাগজ কলমে বিয়ে হয়ে গেছে, তবে বউকে এখনো উঠিয়ে আনা হয় নি। 
দু জন স্বামী স্ত্রী মাইল মাইল দূরে বসে সংসার করা শুরু করেছে।
স্কাইপিতে রুমের নকশা দেখেই স্ত্রী ওপাশ থেকে বলছে – 
ঘরে আয়না নেই কেন ! আজই আয়না নিয়ে আসবা... বড় অটবির আয়না...।

একদিন বিকেলে নিউমার্কেট গিয়ে বিছানার চাদর, 
পর্দা টাইপ জিনিস পত্র কিনে অপেক্ষা করা... 
হাতের মুঠোয় পেয়ে স্বপ্ন হাতে না রাখার এক ধরনের আনন্দ আছে...।
এই আনন্দ সবাই বুঝে না।


......৩ –
ছোট কোন কারণে ডিভোর্স হয়ে গেছে...মন এক সময় কাগজ কলম মানে না... 
দেখা হয়... দু ঘণ্টার জন্য রিকশা ভাড়া নিয়ে হুড লাগিয়ে বসে থাকা....
এতে কী হবে জানেন?  
অনেক বছর পর দুজনে ফিরে যাবে পরিচয়ের প্রথম দিকের কিছু মুহূর্তে !
সব কিছু ঠিক আছে ; তবু ঠিক নেই টাইপ এক ধরনের বোধ জন্ম নিবে। 
এই সব বোধে যে কোন গানকেই মনে হয় ; এই গান তার নিজের জন্য লিখা হয়েছে...।

পৃথিবীতে বেশির ভাগ মানুষ ভাল না বেসেই একসাথে থাকতে চায় ; 
আবার কেউ কেউ ভালবাসে অথচ একসাথে থাকতে চায় না।
বড় জটিল এই সমীকরণ।

No comments

Powered by Blogger.