লেখকের কাল্পনিক আত্মকথা ! "মন উদাসী" #_মিঃ_বুদ্ধিমান_গাধা®
মন উদাসীঃ------------
বহুকাল আগে এক ঝুম বৃষ্টির আঁধার সন্ধ্যায়, এই হৃদয় একাকীত্ব অনুভব করেছিলো।
এই মন উদাসী হয়েছিলো।
অদৃশ্য অষ্পর্শী অশরীরী কিছুর জন্য এই হৃদয় হাহাকার করেছিলো।
জানালার ওপাশে ভরা পুকুরে যখন শো শো বাতাস আর তিব্র বৃষ্টির ঝাপটায় সবকিছুই ঝাপসা,
তখন তার মধ্যে মেহেদী দেখেছে কেউ একজন পুকুরের পানিতে মনের আনন্দে সাঁতার কাটছে।
বৃষ্টির প্রলয়ঙ্কারী শব্দ ছাপিয়ে ভেসে আসছে তার খিলখিল করা ঝর্নার মতো হাসির শব্দ,
সে স্পষ্ট দেখেছে তার হাতভর্তি ছিলো বাহারী রঙের চুড়ি, লম্বা কালো চুলের জন্য
তার আশেপাশের অনেকটা জায়গা কালো দেখাচ্ছিলো।
সাঁতার কাঁটার ফাঁকে ফাঁকে মেহেদীকে ইশারায় ডাকতো।
মেহেদীর খুব ইচ্ছে করেছিলো যাওয়ার জন্য। কি করে যাবে, যাওয়ার জন্য উঠে দাড়ালেই দেখে পুকুরে কিছুই নেই।
শুধু বাতাসের ঝাপটা ও বৃষ্টির ভারী ফোটায় অদ্ভুত পুকুরের দৃশ্য। কিছুসময় পরে আবার সে হাজির।
মেহেদী সেদিন খুব অস্থির হয়েছিলো, সে তৎক্ষনাৎ তার একটা নাম দিয়েছিলো, নিয়তি।
সবে কৈশোরে পা দেয়া মেহেদী ,
সেই ঝুম বৃষ্টির আলো আঁধারির মধ্যে দেখতে পেয়েছিলো নতুন এক জগতকে।
অদৃশ্য অশরীরি কেউ তাকে নিয়ে গিয়েছিলো ভিষণ গভীর বেদনা বিষাদ এর মিশেলে
অন্যরকম সুখে ভরা সে জগতে।
যদিও সেই বয়সে, তার এত গভীর বিষয়ে বোঝার কথা না।
কিন্তু কিভাবে কিভাবে জেনো মেহেদী সেদিন তা বুঝেছিলো, এবং বেশ ভালোভাবেই বুঝেছিলো।
সে আসলে আরও অনেক কিছুই বোঝে, কিন্তু কাউকে বলে না, বা বলতে পারে না।
অথবা বললেও কেউ বুঝবে না, উলটো তাকে সন্দেহজনক দৃষ্টিতে দেখবে।
মেহেদী চিরচেনা এই জগতের মানবসম্পর্ক, জীবনব্যবস্থা, মানবজীবনের প্রথা রীতিনীতি,
এসবের বিপরীত দিকের চিত্রটা বেশী অনুভব করতো। মেহেদী খুব গভীর বিস্ময়ে লক্ষ্য করতো
মানবজীবনের চেনা সম্পর্কগুলো আসলে এক ধরনের ফাঁপা বেলুনের মতো।
যা যেকোনো সামান্য খোঁচায় নিশ্চহ্ন হয়ে যায়।
মানুষ প্রতিটা মুহুর্তেরই মুখোশের মধ্যে থেকে জীবন পার করে।
এসব সে কখনই মেনে নিতে পারতো না।
সে সকলের মধ্যে থেকেও ঠিকই যোযন জোযন দুরত্ব রেখে থাকতো।
সেই ছোট্ট বয়সে দেখা ঝুম বৃষ্টির আঁধারময় সন্ধ্যা তার পুরো মনোজগতে প্রভাব ফেলেছিলো।
সেই থেকেই শুরু হয়েছিলো অপার্থিবতার
প্রতি তার প্রেম।
আজও যেকোনো ঝুম বৃষ্টির সন্ধ্যারাতে তার মন উদাসী হয়,
নিয়তির আহ্বানে সাড়া দিয়ে না পারার জন্য অভিমান হয়।
অষ্পর্শী নিয়তিকে আজও কি সে খুঁজে বেড়ায়??
No comments