অস্তিত্বহীন তুমি, সেই ভালো - সেই ভালো। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️
কিছু কিছু ভূল কিছু কিছু বোকামি কেনো যেনো ইচ্ছে করে বড্ড ইচ্ছে হয়। ক্ষতি হবে জেনেও বঞ্চিত হতে হবে জেনেও।
ভূল না করলে বা ঐসব গাধামি না করলে,
ভূল না করলে বা ঐসব গাধামি না করলে,
যে লাভটুকু হতো। কোনো কোনো ক্ষেত্রে সেটা করেও মনে হয় তারথেকে বেশি লাভবান বা সুখ পাওয়া যায়।
সেই সুখ সেই লাভ দৃশ্যমান নয়, কিন্তু, হৃদয়ের খুব কাছ ঘেসে তিব্র থেকে তীব্রতর ভাবে তা উপলব্ধি হয়।
প্রত্যেক নিঃশব্দতার একটা নিজস্ব শব্দ থাকে, প্রত্যেক শব্দের থাকে একটা পরিনতি। না বলে যা বলতে পেরেছি, বলে তা বোঝাতে পারিনি কোনোকালে।
প্রত্যেক নিঃশব্দতার একটা নিজস্ব শব্দ থাকে, প্রত্যেক শব্দের থাকে একটা পরিনতি। না বলে যা বলতে পেরেছি, বলে তা বোঝাতে পারিনি কোনোকালে।
আমি প্রায়ই নিয়ম করে আমার প্রিয় বাড়ান্দায় বসি গভীর রাতে। নিস্তব্ধ রাতের শব্দ শুনি।
নিস্তব্ধ রাতের নিজস্ব একটা শব্দ থাকে,
আমি সেটাই শুনি।
শুনে শুনে প্রহর গুনি, আমার একলা পথের সিমানা দেখি। দোলনা চেয়ারে গা এলিয়ে চড়ুই ছানার কিচিরমিচির শুনি।
আমার দিনগুলো সব এলোমেলো ভাবনায় কাটে, রাতগুলো সব আমায় নিয়ে সাজে। আমার ভিতরে পরম মমতায় লালন করা যাতনাকে খোঁজে।
আমার দিনগুলো সব এলোমেলো ভাবনায় কাটে, রাতগুলো সব আমায় নিয়ে সাজে। আমার ভিতরে পরম মমতায় লালন করা যাতনাকে খোঁজে।
আমার আমির প্রান্ত নিয়ে অবশেষে সামনে বসে।
ভিতরে বাইরে সমস্ত অন্তরজূড়ে অন্যকিছু আমার জমানো নেই। যা জমে আছে, তা হলো এক পৃথিবী ভারী বাতাস। আচমকা কোনো কোনো ক্ষনে সেই বাতাস আমায় ঝাকিয়ে দেয়, নাড়িয়ে দেয়। বরফ গলে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যায় অজানা সুখের দেশে।
ভিতরে বাইরে সমস্ত অন্তরজূড়ে অন্যকিছু আমার জমানো নেই। যা জমে আছে, তা হলো এক পৃথিবী ভারী বাতাস। আচমকা কোনো কোনো ক্ষনে সেই বাতাস আমায় ঝাকিয়ে দেয়, নাড়িয়ে দেয়। বরফ গলে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যায় অজানা সুখের দেশে।
এরই মধ্যে ভাবি তোমাকে, বর্ষা বিকেল, আমি, আমাকে, আর সেই প্রথম ভালোবাসি বলা,
যা ছিলো মনের কল্পনায়।
এভাবেই আমার বর্ষার বিকেলগুলো কেটে যায়।
এভাবেই আমার বর্ষার বিকেলগুলো কেটে যায়।
আষাঢ় শ্রাবণের পরে কত আগুনঝরা ফাগুন আসবে। তখন হাসিমুখ তুলে অভিমান কি ভূলে যাবে?
কিন্তু কি অদ্ভুত! আমার আগুনঝরা কৃষ্ণচূড়ার সন্ধ্যায় তুমি থাকো না। সুদীর্ঘ শীতের ভোরগুলোতে মনে হয়, এই বুঝি তুমি এলে।
আমার কি যেনো নেই, কি যেনো নেই বাক্যটা বোধহয় 'তুমি' নামক!
অথচ কি আশ্চর্য, অনাদিকাল থেকেই তোমার কোনো শারীরিক অস্তিত্ব আমার কাছে ছিলো না।
তুমি অশরীরী, তুমি আমার কাল্পনিক প্রশ্রয়।
তারপরেও আমি রোদ্দুর খুঁজি, আমি তোমাকে খুঁজি।
অবশ্য তুমি কোনোকালে না এলে সেটা বোধহয় আমার জন্য আরও ভালো হবে।
বিষাদ অভিমানেরা অন্তরের অতি গোপনে জমা থাক, একটু করে কুড়ে কুড়ে এ হৃদয় খেয়ে নিঃশ্বেষ
কিন্তু কি অদ্ভুত! আমার আগুনঝরা কৃষ্ণচূড়ার সন্ধ্যায় তুমি থাকো না। সুদীর্ঘ শীতের ভোরগুলোতে মনে হয়, এই বুঝি তুমি এলে।
আমার কি যেনো নেই, কি যেনো নেই বাক্যটা বোধহয় 'তুমি' নামক!
অথচ কি আশ্চর্য, অনাদিকাল থেকেই তোমার কোনো শারীরিক অস্তিত্ব আমার কাছে ছিলো না।
তুমি অশরীরী, তুমি আমার কাল্পনিক প্রশ্রয়।
তারপরেও আমি রোদ্দুর খুঁজি, আমি তোমাকে খুঁজি।
অবশ্য তুমি কোনোকালে না এলে সেটা বোধহয় আমার জন্য আরও ভালো হবে।
বিষাদ অভিমানেরা অন্তরের অতি গোপনে জমা থাক, একটু করে কুড়ে কুড়ে এ হৃদয় খেয়ে নিঃশ্বেষ
করে ফেলুক। জীবনের শেষ সিমায় পৌছে এই সঞ্চয় ভেবে দু-চোখ ভরে জল আসুক।
সেই ভালো সেই ভালো।
সেই ভালো সেই ভালো।
#_মিঃ_বুদ্ধিমান_গাধা®️
No comments