ভালোবাসার কাছে যেতে নেই - ভালোবাসা কাছে পেতে নেই। #_মিঃ_বুদ্ধিমান_গাধা®️
ভালোবাসার কাছে যেতে নেই।
"ভালোবাসা কাছে পেতে নেই"!!!
কাছে যেতেই মোহ কেটে যায় বলে- আমি প্রতিবার তোমায় দূরে সরিয়েছি।
আমি জানি দূরে থেকে হয় না কিছুই—কাছে যেতে হয়, ছুঁতে হয় আঙুল।
চোখে চোখ রেখে দুদণ্ড জিরোতে হয় দেহের বারান্দায়;
চিনে নিতে হয় মনের অলিগলি।
ভালোবাসা যক্ষেরধন করে রাখে যারা, আমি তাদের দেখে হেসেছি কতবার, কত কতবার প্রেমকে ছুড়ে ফেলেছি খোলা ডাস্টবিনে।
বিশ্বাসের চৌকাঠ ডিঙাইনি বলে—তোমায় কখনওই বলা হয়নি, আমায় বিশ্বাস রাখো।
আমি কেবল মোহটুকু মারিজুয়ানা ভেবে গিলেছি প্রতিদিন।
অথচ তুমি পৃথিবীর তাবৎ মানুষের মতো ভেবে নিয়েছিলে— ভালোবাসলেই একনায়কতন্ত্রী হতে হয়।
স্বৈরাচারী প্রাপ্তিতেই থাকে সবটুকু প্রেম;
চেয়েছিলে প্রভুভক্ত কুকুরের মতোন একজন বিশ্বস্ত প্রেমিক।
আমি জানি অবহেলা পেতে পেতে একদিন তুমি ঠিক দূরে চলে যাবে। ভুলে যেতে চাইবে আমায়;
তবুও সাথে নিয়ে যাবে অবশিষ্ট মোহটুকু।
তারপর কোনো এক মাঝ রাতে তোমার ঘুম বালিশে, আমার উষ্ণতা টের পাবে।
অভিমানী প্রেমিকার মতো দীর্ঘশ্বাস ছেড়ে ভাববে— মানুষটা এমন কেন?
বিশ্বাস করো প্রিয়তম, তোমার এই ভাবনাটুকুই আমার অহংকার।
তুমি যতবার আমায় ভেবে দীর্ঘশ্বাস ছাড়বে ঠিক ততবার, আমার বরাদ্দকৃত শ্বাসে মিশে যাবে কিছু বিশুদ্ধ অক্সিজেন।
এমনকি তোমার নিজস্ব মানুষটার খামখেয়ালিতে যখন মেলে ধরবে শরীর, তখনও তুমি কোনো এক সঙ্গোপনে মনে করবে আমার মুখ।
প্রিয়তম আমার, তোমার ওই সঙ্গোপনটুকুই আমার সুখ।
তুমি যতদিন নিঃশ্বাস নেবে ঠিক ততদিন তোমার সংরক্ষিত অভিমানে, আমিও বেঁচে থাকব।
তুমি যতদিন অতৃপ্তি পুষবে ঠিক ততদিন তোমার গোপন ব্যথায়, ভালোবাসাও বেঁচে থাকবে।
তারপর একদিন তুমিও জেনে যাবে—
ভালোবাসার কাছে যেতে নেই
ভালোবাসা কাছে পেতে নেই।
#_মিঃ_বুদ্ধিমান_গাধা®️
No comments